অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক সহজেই অনুমান করা যায় বলে খুব সহজেই অন্য কেউ চাইলেই লক খুলে ফোনে ঢোকার সুযোগ করে দিতে পারে। সাধারণ পাসওয়ার্ডের মতোই সবারই সহজ প্যাটার্ন লক বেছে নেওয়ার প্রবণতা রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছেন নরওয়ের গবেষকেরা।
গবেষকেরা জানিয়েছেন, প্রচলিত পাসওয়ার্ডের পরিবর্তে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা তাদের ফোনের স্ক্রিনে একটি প্যাটার্ন লক তৈরি করার সুবিধা পান। এর উদ্দেশ্য হচ্ছে— ফোনে সহজে অনুমান করা যায় না অথচ খুব সহজ একটা নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা। কিন্তু এ ক্ষেত্রেও পাসওয়ার্ডের মতো একই ভুল অধিকাংশ ব্যবহারকারীকে করতে দেখা যায়।
নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক মার্টল লজ বিশ্লেষণ করে দেখিয়েছেন, চার লাখ সম্ভাব্য কোড তৈরির সম্ভব হলেও চার হাজার কোডের মধ্যে ব্যাপক মিল দেখা গেছে। এর মধ্যে ৪৪ শতাংশ আবার ওপরের দিক থেকে শুরু হয়ে বাম দিকের কোনায় এসে শেষ হয়। ৭৭ শতাংশ প্যাটার্ন চার কোনার যেকোনো একটি কোনা থেকে শুরু হয়। অ্যান্ড্রয়েডে প্যাটার্ন তৈরির জন্য নয়টি ‘নড’ থাকলেও অধিকাংশ ক্ষেত্রে মাত্র চারটি নড ব্যবহার করতে দেখা যায়। প্যাটার্ন তৈরির ক্ষেত্রে গবেষকেদের পরামর্শ হচ্ছে, যত বেশি নড ব্যবহার করা যায় প্যাটার্ন তত বেশি জটিল হয়।
প্যাটার্ন অধিক নিরাপদ করতে এটি তৈরির সময় বেশি দিক পরিবর্তন করা উচিত। যত বেশি সম্ভব নড ব্যবহার করে প্যাটার্ন জটিল করা উচিত।
টিউন নেয়া হয়েছেএখানে থেকে (দ্য ইন্ডিপেনডেন্ট)।
যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন।
আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না। সব ধরনের মুভিই পাবেন এখানে।
ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।
আমার আগের টিউনগুলো দেখে নিতে পারেন
ছোটবেলার খেলা সাপ লুডু খেলব এন্ডয়েড এ। খেলতে খেলতে চলে যাই ছেলেবেলায়।
CMD commands এর বিশাল সংগ্রহ A To Z ও স্পেশাল কিছু tricks
Android বা স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস যা না জানলেই নয়।
আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।
আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্যবহুল টিউন। ধন্যবাদ শেয়ার করার জন্য। তথাপি শিক্ষা, ভ্রমন, তথ্য-প্রযুক্তি, ফ্রিল্যান্স বিষয়ক টিউনগুলো দেখতে ভিজিট করার আমন্ত্রন রইল http://bit.ly/1IN0ayt