এবার ফিরে আসলাম ২টি Admin Page Finder নিয়ে pART4

আসসালামুয়ালাইকুম সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভুল ত্রুটি ক্ষমা করবেন।আমরা সবাই কম বেশি হ্যাকিং শিখতে চাই কিন্তু পারি না এর কারন সঠিক গাইড লাইন নেই।আপনাদের মধ্যে আমিও একজন।আজ আমি আপনাদের সাথে আমার কিছু শিখা মেথড শিয়ার করবো।আসা করি হ্যাকিং শিখার্থীর কাজে আসবে।যদি আসে তাহলে আমার কষ্ট র্সাথাক হবে।চলো শুরু করা যাক…

আজকের টিউনটি হলো admin page নিয়ে। আমরা কোন ওয়েব সাইটের ইউসার নেম এবং পাসওয়ার্ড বের করার পর সাইটটিকে ডিফেস করার জন্য প্রয়োজন ADMIN PAAGE খুজে বের করা তাই আমি আজ আমার এই টিউনে দেখাবো কিভাবে খুব সহজ ভাবে ADMIN PAGE বের করা যায়।

বেশি কিছু বলতে পারছি না হাতে খুব কম সময় তাই যদি টুলস গুলোর সম্পর্কে জানতে চান তাহলে google মামার সাহায্য নিতে পারেন।ধণ্যবাদ

তো চলুন এবার টুলস গুলো দেখি

প্রথম টুলসটির নাম হচ্ছে  SQLI Hunter v1.2 এটা দিয়ে SQL Vulnerbale and Admin page দুটোই বের করতে পারবেন।

                        Download করতে এখানে click করুন

চলুন এবার এই টুলটির ব্যবহার করতে হয় কিভাবে তা দেখি/

1/ প্রথমে টুলটি open করুন, করার পর উপরের মত স্ক্রিন দেখতে পারবেন।

2/ এবার Tool এ গিয়ে অথবা ctrl+F চাপুন,h

ckAdmin finder টি open করুন   আপনার টার্গেটকৃত website টি বসিয়ে দিন। ব্যস কাজ শেষ এবার Start বাটনে ক্লিক করুন আর কিছু সময় অপেক্ষা করুন বুম Admin page টি আপনার সামনে এসে হাজির। এবার আপনার ইচ্ছা আপনি কি করতে চান।

দ্বিতীয় টুলসটির নাম হচ্ছে Admin page finding tool

 

                   Download করতে এখানে click করুন

চলুন এবার এই টুলটির ব্যবহার করতে হয় কিভাবে তা দেখি/

1/ প্রথমে টুলটি open করুন, করার পর উপরের মত স্ক্রিন দেখতে পারবেন।

3/ এবার Enter site Url এর জায়গায়  আপনার টার্গেটকৃত website টি বসিয়ে দিন। ব্যস কাজ শেষ এবার Start বাটনে ক্লিক করুন আর কিছু সময় অপেক্ষা করুন বুম Admin page টি আপনার সামনে এসে হাজির। এবার আপনার ইচ্ছা আপনি কি করতে চান।

ধন্যবাদ আবার দেখা হবে হ্যাকিং রিলিটেট নতুন কিছু মেথড অথবা টুলস নিয়ে। সবাই ভালো থাকবেন।

আর যারা সত্যিই হ্যাকিং শিখতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই LINUX OPERATION SYSTEM ব্যবহার করতে।

Level 0

আমি Robin back। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জোশ হইছে।উপক্রিত হইলাম।চালিয়ে যান।

Level 0

Download করতে link এ ক্লিক করুন এবার আপনি robot না কি Human তা verify করুন ব্যাস Download করুন।
ধন্যবাদ কমেন্টস করার জন্য

vai ki link দিলা কাজ করে না । মিডিয়া ফাইয়ার এর লিঙ্ক দাও