পিসি দিয়ে (simpleserver and ISPCE) ফ্রি ইন্টারনেট চালান। আর আবারো জিপি কে বাঁশ দিন।(১০০% ওয়ার্কিং স্কিন-সর্ট সহ)

১ জিবি ওফার টা শেষ হয়ে যাওয়ার পর  অনেক পস্তাইসি, আমি ৯ জিবি নিয়ে রাখলে হয়তো এটা হতো না। এখন *৫০০*৯১# ডায়াল করেও আর কাজ হয় না। কারন জিপি তাদের অফারটি বন্ধ করে দিছে। খুজতে লাগলাম কিভাবে ফ্রি নেট চালানো যায় আবার কারন ফ্রি নেট চালানোর মজাই আলাদা।

বের ও করে ফেললাম ফ্রি নেট চালানোর নতুন রাস্তা।  সিম্পিলসারভার এবং আই,এস,পি,সি,ই দিয়ে আপনিও এখন একটি ফেচবুক পাকেজ একটিভ করে জিপি তে ফ্রি নেট চালাতে পারবেন।

আপনি জিপির সাত দিনের ফেচবুক পাক টা একটিভ করুন একটিভ করতে ডায়াল করুন *৫০০০*৮# এখানে একদিনের পাক টিও নিতে পারেন। আমার মনে হয় সাত দিনের নেওয়া টাই ভালো হবে। আর যাদের ১ মাস ফ্রি ফেচবুক পাক আছে তাদের জন্য তো সুবিধা।

তার পর ISPCE টি ডাউনলোড করে সেট আপ দিন। সেটাপ শেষ হলে নিছে স্কিন সর্ট গুলো ফলো করুন। (ডাউনলোড লিঙ্ক)

ওপেন করলে এমন আসবে। আমার কানেকশন দেওয়া ছিলো তাই ১৪৮/কেবি মাক্স দেখতে পাচ্ছেন ছবিতে।

 

তার পর মার্ক করা ২ নং অপশন টা তে ক্লিক করুন দেখবেন নিছের মতো সব ঠিক ঠাক আছে কিনা।

 

৩ নং অপশন টা তে কিছু করার দরকার নাই আপনি সব ফাকা রাখেন।

 

 ৪ নং অপশন  টাতে ক্লিক করে সেটিং টিক করে নিন নিছের মতো.

 

 

এবার ৫ নং অপশন  এ ক্লিক করে দেখে নিন আপনার আইপি ঠিক আছে কিনা। সাথে পোর্ট টাও টিক করে নিবেন।

 

 

 

এবার ৬ নং অপশন এ ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করুন নিছের চিত্র টির মতো

তার পর ১ নং অপশন এ ক্লিক করে হোম এ আসেন আপনার কাজ শেষ। হোম এ ক্লিক করলে  ১ নং যে ইমেজ টা দিছি ওটার মতো দেখাতো।

 

 

 

এবার সিম্পিল সারভার এর পালা। সিম্পিল সারভার ডাউনলোড করুন এখান থেকে। (ডাউনলোড লিঙ্ক) তার পর আনযিপ  করলে নিছের simpleserver.ini নামে একটা ফাইল পাবেন ওটা ওপেন করুন নোটপ্যাড দিয়ে নিছের পিক টার মতো আছে কিনা দেখে নিন থাকলে ওকে আর না থাকলে পিক দেখে করে নিন। এটা ঠিক থাকার কথা তার পরো বললাম আপনাদের সুবিদার জন্য।

 

 

simpleserver.exe ফাইল টি তে ডাবল ক্লিক করুন।ডাবল ক্লিক করার আগে নেট কানেক্ট করে নিবেন। নিছে দেখাচ্ছি কিভাবে নেট কানেক্ট করবেন।

সিম্পিল সারভার রেডি দেখালে সব ঠিক ঠাক আছে মনে করবেন।

 

 

যেভাবে কানেক্ট দেন মানে ডিফল্ট এপিএন থেকে কানেক্ট করুন। ব্যাস কাজ শেষ।

 

 

দেখুন আমি নেট চালাচ্ছি আমার নিউ সিমে ১ জিবি ফেছবুক পাক সিলো সেটা দিয়ে ধুম চলতিছে। যেকোন ব্রাউজার ও আইডিএম সহ।

 

 

আর যারা ISPCE সেটিং করতে পারতিছেন না তারা এখান থেকে এখান থেকে সেটিং ফাইল টা ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিঙ্ক এখানে

  এবার ধুম চে চালান ইন্টার নেট ২ এম্বিপিএস স্পিড এ। সবাই ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। কোন কিছু বুজতে না পারলে    টিউন্মেন্ট করুন।  আমি আছি আপনাদের সাথে।

Level 0

আমি ডার্ক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks nice post… Try kore dekbo

    bro are u sure kaaj korbe???keu to comment korlo na je kaaj korche

    Level New

    ১ গিগাবাইট ফেসবুক প্যাক কিভাবে কিনব? *৫০০০*৮# ডায়াল করলে ওখানে এমন কোন প্যাকেজ তো দেখতে পেলাম না।

ফেসবুকের ১জিবি শেষ হয়ে গেলে তখন কি হবে ?

*5000*8# dial kora kinban

Not Working Bro

Amar Comment Keno Delete Korlen

Karo Ke Kaj Hoise

Na vai kaj kore na, accha amar 10gb social internet ache,ami oita diye tey korsi,bit mai daily social pack kini nai

ভাই কাজ করছে কি

Level 0

link theke download problem . media fire e upload den tuer vai
and keo ki successfully use korte parcen

    Level 3

    ডাউনলোডে কোন সমস্যা হচ্ছেনা

কাজ করে না

সেটিং লোড হয়না

ISPCE & simple server এক সাথে!!! কিভাবে সম্ভব? আর ফেসবুক সারভার তো কবেই Off…

karo kaz korle awaz den

simple server & ISPCE দুটো একসাথে চালাতে হবে ?

browser & idm proxy লাগবে ?

বিস্তারিত বললে ভাল হত।

    আপনি দুইটাই ওপেন রাখেন প্রব্লেম নাই। আর আপনি সেটিং টা ডাউনলোড করে নিন প্রব্লেম হবে না। আর কোথাও কোন প্রক্সি দিতে হবে না

যাদের পূর্বের facebook pack এ 10GB আছে তাতে কাজ হবে?

Level New

আমি ফেসবুক সাপ্তাহিক প্যাকটি ৯ টাকা দিয়ে কিনে চেষ্টা করলাম। ৩৩ মেগাবাইট ব্যাবহার হয়ে যাওয়ার পরে আর কাজ করে না, এবং অবশিষ্ট ব্যালেন্স ও কেটে নেয়।
বন্ধ সিমের ১০ গিগাবাইট ফেসবুক প্যাক ছিল, কিন্ত গতকাল প্যাকেজ টি বন্ধ করে ফেলেছি, তাই এখন বলতে পারছি না ওতে কাজ হবে কিনা। যাদের আছে তারা চেষ্টা করে দেখুন, কাজ হলে এখানে জানান।

sob i to dekhlam . ekhon ki ar bolmu bolen

    ভাই আপনাদের কমেন্ট দেখে আমি হতাশ । আমি যদি টিম ভিউয়ারে দেখাই দেই কে কে আসবেন ।

ami asi vai bolen ki korte hobe

Level New

আজকে একটা সিম পেলাম যাতে ১০ গিগাবাইট ফেসবুক ডেটা আছে (বন্ধ সিমের অফার থেকে)। ভেবেছিলাম এই পদ্ধতিতে ডেটা গুলো কাজে লাগাতে পারব, কিন্তু হতাশ হলাম।

    sorry Tune ta kaj na korar jonno amaro akon kaj kortecena . but akta kota bolte pari apnar/family member der jodi kono bondo sim take ba harai gace tule nite paren . r kisu grameen customer point jegula (thana ba zila r sub customer care ) ase jegula te jeye 20 tk barai dile r request korley sim ti tulte parben. ar aber 9 GB nite parben.