১ জিবি ওফার টা শেষ হয়ে যাওয়ার পর অনেক পস্তাইসি, আমি ৯ জিবি নিয়ে রাখলে হয়তো এটা হতো না। এখন *৫০০*৯১# ডায়াল করেও আর কাজ হয় না। কারন জিপি তাদের অফারটি বন্ধ করে দিছে। খুজতে লাগলাম কিভাবে ফ্রি নেট চালানো যায় আবার কারন ফ্রি নেট চালানোর মজাই আলাদা।
বের ও করে ফেললাম ফ্রি নেট চালানোর নতুন রাস্তা। সিম্পিলসারভার এবং আই,এস,পি,সি,ই দিয়ে আপনিও এখন একটি ফেচবুক পাকেজ একটিভ করে জিপি তে ফ্রি নেট চালাতে পারবেন।
আপনি জিপির সাত দিনের ফেচবুক পাক টা একটিভ করুন একটিভ করতে ডায়াল করুন *৫০০০*৮# এখানে একদিনের পাক টিও নিতে পারেন। আমার মনে হয় সাত দিনের নেওয়া টাই ভালো হবে। আর যাদের ১ মাস ফ্রি ফেচবুক পাক আছে তাদের জন্য তো সুবিধা।
তার পর ISPCE টি ডাউনলোড করে সেট আপ দিন। সেটাপ শেষ হলে নিছে স্কিন সর্ট গুলো ফলো করুন। (ডাউনলোড লিঙ্ক)
ওপেন করলে এমন আসবে। আমার কানেকশন দেওয়া ছিলো তাই ১৪৮/কেবি মাক্স দেখতে পাচ্ছেন ছবিতে।
তার পর মার্ক করা ২ নং অপশন টা তে ক্লিক করুন দেখবেন নিছের মতো সব ঠিক ঠাক আছে কিনা।
৩ নং অপশন টা তে কিছু করার দরকার নাই আপনি সব ফাকা রাখেন।
৪ নং অপশন টাতে ক্লিক করে সেটিং টিক করে নিন নিছের মতো.
এবার ৫ নং অপশন এ ক্লিক করে দেখে নিন আপনার আইপি ঠিক আছে কিনা। সাথে পোর্ট টাও টিক করে নিবেন।
এবার ৬ নং অপশন এ ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করুন নিছের চিত্র টির মতো
তার পর ১ নং অপশন এ ক্লিক করে হোম এ আসেন আপনার কাজ শেষ। হোম এ ক্লিক করলে ১ নং যে ইমেজ টা দিছি ওটার মতো দেখাতো।
এবার সিম্পিল সারভার এর পালা। সিম্পিল সারভার ডাউনলোড করুন এখান থেকে। (ডাউনলোড লিঙ্ক) তার পর আনযিপ করলে নিছের simpleserver.ini নামে একটা ফাইল পাবেন ওটা ওপেন করুন নোটপ্যাড দিয়ে নিছের পিক টার মতো আছে কিনা দেখে নিন থাকলে ওকে আর না থাকলে পিক দেখে করে নিন। এটা ঠিক থাকার কথা তার পরো বললাম আপনাদের সুবিদার জন্য।
simpleserver.exe ফাইল টি তে ডাবল ক্লিক করুন।ডাবল ক্লিক করার আগে নেট কানেক্ট করে নিবেন। নিছে দেখাচ্ছি কিভাবে নেট কানেক্ট করবেন।
সিম্পিল সারভার রেডি দেখালে সব ঠিক ঠাক আছে মনে করবেন।
যেভাবে কানেক্ট দেন মানে ডিফল্ট এপিএন থেকে কানেক্ট করুন। ব্যাস কাজ শেষ।
দেখুন আমি নেট চালাচ্ছি আমার নিউ সিমে ১ জিবি ফেছবুক পাক সিলো সেটা দিয়ে ধুম চলতিছে। যেকোন ব্রাউজার ও আইডিএম সহ।
আর যারা ISPCE সেটিং করতে পারতিছেন না তারা এখান থেকে এখান থেকে সেটিং ফাইল টা ডাউনলোড করে নিতে পারেন।
এবার ধুম চে চালান ইন্টার নেট ২ এম্বিপিএস স্পিড এ। সবাই ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। কোন কিছু বুজতে না পারলে টিউন্মেন্ট করুন। আমি আছি আপনাদের সাথে।
আমি ডার্ক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thx