বিমমিল্লাহির রাহমানীর রাহীম
প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। অনেক দিন লিখতে বসে গেলাম। এবারের লেখাটি পুরো্ বিষয়ই হ্যাকিং নিয়ে। হয়তো শিরোনাম দেখে এতক্ষণে বুঝে গেছেন।
আজকে আপনাদের মাঝে আমি বেশ কিছু শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার শেয়ার করবো। এগুলোর ব্যবহার পুরোপুরি আপনার উপরে নির্ভর করে। আপনি এর মাধ্যমে অনলাইনে পাসওয়ার্ড বের করতে পারবেন না। এগুলো দ্বারা পেন ড্রাইভ বা মেমোরী কার্ডের মাধ্যমে আপনার বন্ধুদের পিসি থেকে তাদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারবেন ৫ সেকেন্ডের মধ্যেই। তবে আপনি বুদ্ধি খাটিয়ে অনলাইনের মাধ্যমেও এগুলো ব্যবহার করতে পারবেন। যেমন ; কারো পিসির রিমোট কন্ট্রোল নিতে পারলে এগুলো দ্বারা তার পাসওয়ার্ড দেখতে পারবেন।
এগুলো আপনার জন্য মজার হলেও আপনার ভিকটিমের জন্য খুবই মারাত্নক। তাই বুঝে শুনে ব্যবহার করবেন। অপরের ক্ষতি করার চেষ্ঠা করবেন না (বললেও লাভ নাইরে ভাই, ক্ষতি করার জন্যই তো শেয়ার করতেছি)।
২টি পর্বের টিউনের আজকে প্রথম পর্ব।
আগে ডাউনলোড করে নিন সফটওয়্যারগুলো। সাইজ নিয়ে ভাবতে হবে না। সবগুলো ফাইলের সাইজই ১০০ কিলো বাইটের মাঝে।
ফাইলগুলো আগে ডাউনলোড করে নিন। এবার ফাইলগুলো Extract করে নিন। এর ভেতরে আপনার কাংখিত পাসওয়ার্ড ভাউয়ার টি দেখতে পাবেন। এবারা ডাবল ক্লিক করে রান করান। যেমন আমি Chrome Pass viewer টি রান কলালাম। কি দেখতে পেলেন ! আপনার সামনে ব্রাউজারের সকল সেভ করা পাসওয়ার্ড এসে হাজির। নিচের স্কিনশটটি দেখুন।
পাসওয়ার্ডের সাথে ইউজার নেম, লগিন করার এড্রেস সহ এসে হাজির। আপনি এই টেবিলটিকে html আকারে বের করে নিতে পারবেন। এ জন্য পাওয়ার্ড ভিউয়ারের মেনু থেকে View তে যান। একটি পপআপ মেনু আসলে সেখান থেকে HTML Report – All Items তে ক্লিক করুন। দেখুন একটি html ফাইল Export হয়েছে। সেখানেই পাসওয়ার্ডের পুরো ছকটি আছে। এভাবে সকল পাসওয়ার্ড ভিউয়ার থেকে সেই সফটওয়্যার দিয়ে লগিন করে সেভ করা পাসওয়ার্ড গুলো বের করে নিতে পারবেন।
আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে মজিলা ফায়ারফক্স সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় সফটওয়্যারের পাসওয়ার্ড ভিউয়ার আপনাদের মাঝে শেয়ার করবো।
লেখায় কোন প্রকার ভূল থাকলে ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। আর টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু বুঝতে কোন অসুবিধা হয় তবে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে সামনে আরও সুন্দর টিউন উপহার দিতে উৎসাহ প্রদান করবে। আর যে কথা না বললেই নয়, তা হলো লেখা কপি পেস্ট বর্জন করা। ৩-৪ ঘন্টা একটানা লিখার পর কপি পেস্ট করলে পুরো পরিশ্রমটাই বৃথা যায়। সবাই ভালো থাকবেন। সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমি আতিকুর রহমান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 289 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারণ একজন । প্রযুক্তিকে ভালবাসি, এর জন্য সব কিছুই করতে পারি । জীবনের লক্ষ্য হিসেবে প্রযুক্তিকেই বেছে নিয়েছি । জানি না কতটুকু সফল হবো । তবুও সারা দিন রাত চলে আমার লক্ষ্য অর্জনের অবিরন্ত প্রচেষ্ঠা । হয়তো একদিন হবে সফল , নয়তো বিফল । তবুও যতদিন থাকবো, প্রযুক্তিকে ভালোবাসবো...