খুব কষ্টে আছি। ডিজিটাল রোগে দরছে কিছু ই ভাল লাগে না। তাই কোন ভাই যদি সাহায্য করেন খুবই উপকৃত হতাম।
আমি আমার আন্দ্রইদ মোবাইল এ প্রতিদিন একটি গেম খেলি গেম এর নাম Age of Warring Empire।
ভাল লাগে খেলতে। গরিবের সব কিছু ভাল লাগতে নাই সেটা এই গেম খেলে বুজলাম। কারন এই গেম খেলতে হলে ডলার লাগে। ডলার হলে শক্তি কিনা যায়। শক্তি হলে শত্রু কে দংশ করা যায়। যারা ডলার দিয়া শক্তি দিয়া খেলে অদের দাপত বেশি। আমার মত খেলওারদের ওরা পাত্তা এ দেয় না। অনেক কষ্ট করে নিজের মত করে গেম সাজাই কিন্তু হারামির বাছহা গুলা সব লুতপাত কইরা লইয়া যায়। মনটা তখন খারাপ হয়ে যায়। আর তখন ই মাথার মধ্যে চিন্তা করি যদি হেক করে কিছু শক্তি বারাতে পারতাম তাহলে খুব ভাল হত। আশা করি আমি কি চাচ্ছি তা আপনারা বুজে গেছেন।
কোন বড় ভাই, ছোট ভাই যদি এই বেপারে হেল্প করতে পারেন তাহলে একটু দেখেন পিলিজ। এঁটে আপনার অ্যান্ড আমার দুজনের লাভ। আপনি নতুন চ্যালেঞ্জ নিলেন এবং সাকছেস হলেন আর আমি আপনার মাধ্যমে উপকৃত হলাম। [email protected] আমার ইমেইল ঠিকানা। সেখানে আমাকে মেইল করতে পারেন অথবা টীটি তে টিউমেন্ট করতে পারেন।
ভাল থাকেন আর আমাকে হেল্প করার জন্য একটু চিন্তা করেন।
পারলে হাত উঠান!! উপকার হবে! পারলে হাত উঠান!! উপকার হবে!
আমি রুদ্র মাহামুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ei game ta ki online game?????