আসসালামুয়ালাইকুম সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।আমরা সবাই কম বেশি হ্যাকিং শিখতে চাই কিন্তু পারি না এর কারন সঠিক গাইড লাইন নেই।আপনাদের মধ্যে আমিও একজন।আজ আমি আপনাদের সাথে আমার কিছু শিখা মেথড শিয়ার করবো।আসা করি হ্যাকিং শিখার্থীর কাজে আসবে।যদি আসে তাহলে আমার কষ্ট র্সাথাক হবে।চলো শুরু করা যাক…
আজকের বিষয় হলো SQL VULNERABLE ওয়েব সাইট বের করা। আজকে আমি এমন একটি Software share করতে যাচ্ছি যা আপনাকে খুব সহজে sql vulnerable website খূজে বের করে দিবে শুধু তাই নয় আপনি এই Software টি দিয়ে XSS VULNERABLE AND ADMIN PAGE ও খুজে বের করতে পারবেন।
চলুন Software টি সম্পর্কে জানি Software টির নাম হলো Maxisploit-Scanner
Maxisploit-Scanner টি দিয়ে যা যা করতে পারবেনঃ-
1/ SQL VULNERABLE সাইট খুজে বের করতে পারবেন
2/ XSS VULNERABLE সাইট খুজে বের করতে পারবেন
3/ ADMIN PAGE খুজে বের করতে পারবেন
এই Software টির সর্ম্পকে আরও বিস্তারিত জানতে চাইলে এখানে click করুন show the vedio
তো এখন চিন্তা করছেন Software টি download করবেন কোথায় থেকে? তো চিন্ত করার কোন কারণ নেই আমি বলে দিচ্ছি কোথায় থেকে download করবেন।
সরাসরি Download করার জন্য এখানে click করুন তো আর চিন্ত কিসের এবার Software টি ব্যবহার করুন আসা করি আপনাদের ভালো লাগবে
আর ভালো লাগলে অবশ্যই টিউমেন্টস করবেন। টিউমেন্টু করে উৎসাহিত করলে আসা করি আপনাদের হ্যাকিং রিলেটেড বিভিন্ন Software এবং টিউটিরিয়াল দিতে পারবো
ধন্যবাদ পরবর্তীতে এমনই আরেক টি Software নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য সবার জন্য দোয়া করবেন।
আমি Robin back। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেখে ভাল লাগছে।। কেমন কাজ করবে জানিনা।
শেয়ার করার জন্য ধন্যবাদ।