সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউন শুরু করছি। নিশ্চয়ই ভালো থাকবেন এমন আশা ই করি।
অরক্ষিত অ্যান্ড্রয়েড ফোন থেকে ফিঙ্গারপ্রিন্টের তথ্য চুরি করে নিতে পারে হ্যাকাররা। ফায়ারআই নামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের গবেষকেরা এ দাবি করেছেন। তাঁদের দাবি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত যেসব অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আসছে এসব ফোনে নির্মাতারা খুব বেশি নিরাপত্তা বা ব্যবহারকারীর জন্য সুরক্ষা নিশ্চিত করছেন না।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৫ আগস্ট বুধবার অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট হ্যাকার সম্মেলনে ফায়ারআইয়ের গবেষকেরা অ্যান্ড্রয়েড ফোনের ফিঙ্গারপ্রিন্ট থেকে তথ্য চুরি সম্ভব বলে দাবি করেন। গবেষক তাও ওয়ে ও ইউলং ঝ্যাং স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৫ ও এইচটিসি ওয়ান ম্যাক্সের দিকে ইঙ্গিত করে বলেন— এগুলো হচ্ছে সবচেয়ে দুর্বল নিরাপত্তার লক্ষণ। গবেষকেরা হুয়াই ও এইচটিসির স্মার্টফোনের কথাও বলেন। তাঁরা বলেন, আজ হয়তো ফিঙ্গারপ্রিন্টের এই দুর্বলতা বড় কোনো সমস্যা নয় কিন্তু বছর পাঁচেকের মধ্যেই তা বড় সমস্যা হয়ে দেখা দেবে। ২০১৯ সাল নাগাদ বাজারে আসা অর্ধেকের বেশি স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
টিউন নেয়া হয়েছেএখানে থেকে Prothom Alo থেকে নেয়া।
যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন।
আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না। সব ধরনের মুভিই পাবেন এখানে।
ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।
আমার আগের টিউনগুলো দেখে নিতে পারেন
ছোটবেলার খেলা সাপ লুডু খেলব এন্ডয়েড এ। খেলতে খেলতে চলে যাই ছেলেবেলায়।
CMD commands এর বিশাল সংগ্রহ A To Z ও স্পেশাল কিছু tricks
Android বা স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস যা না জানলেই নয়।
আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।
আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।