কম্পিউটার হ্যাক করার অভিনব ও আধুনিক কৌশল!

সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউন শুরু করছি। নিশ্চয়ই ভালো থাকবেন এমন আশা ই করি। টেকটিউনে সবাই টেকি বিষয়ে নিত্য নতুন খবর নিয়ে আসে। তাই আমিও আজ নতুন একটি খবর নিয়ে আসলাম। যাই হোক শুরু করছি আসল কথা।

 

ইন্টারনেট চালু না থাকলেও কম্পিউটারে রাখা গুরুত্বপূর্ণ ফাইল দূরে বসেই হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। সম্প্রতি একদল গবেষক ইন্টারনেট দিয়ে কম্পিউটারের নেটওয়ার্ক না ভেঙেই তা থেকে তথ্য চুরি করার একটি কৌশল দেখিয়েছেন। একাজে বিশেষ একটি সফটওয়্যার ব্যবহার করে সাধারণ অফিস প্রিন্টার থেকে নির্দিষ্ট বেতার তরঙ্গ কম্পিউটারে পাঠিয়ে কম্পিউটার থেকে তথ্য বের করে ফেলতে সক্ষম হয়েছেন তাঁরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

গবেষকেরা বলছেন, শুধু প্রিন্টার নয়, ঘরের ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনারের মতো যন্ত্র দিয়েও কম্পিউটার থেকে তথ্য চুরি করা সম্ভব। সত্যিই কি ওয়াশিং মেশিন বা এসির মতো যন্ত্র ব্যবহার করে কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে নেওয়া সম্ভব? গবেষকেদের দাবি, এটা এখন আর কল্পনার কোনো বিষয় নয়।

যুক্তরাষ্ট্রের রেড বেলুন সিকিউরিটি নামের একটি প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠানের গবেষকেরা বিশেষ একটি সফটওয়্যার তৈরি করেছেন যা অফিস প্রিন্টারকে রেডিওতে রূপান্তর করতে পারে।
গবেষক অ্যাং কুই দাবি করেছেন, প্রিন্টার, ওয়াশিং মেশিন ও এয়ার কন্ডিশনারের মতো যন্ত্র কয়েক কিলোমিটার দূর পর্যন্ত সংকেত পাঠাতে পারে, যা কেউ বুঝতে পারে না। এই সংকেতের সাহায্যে কোনো রকম কম্পিউটারের নিরাপত্তা বেল না বাজিয়েই তথ্য চুরি করে নেওয়া সম্ভব। গবেষকেদের দেখানো এই পদ্ধতিতে কম্পিউটার থেকে যে তথ্য বের করে আনা হয় তা এখনো অবশ্য অনেক ধীর গতির। সেকেন্ডে মাত্র একটি অক্ষর!

♣♣♣♣♣♣♣^^^^♣♣♣♣♣♣♣♣^^^♣♣♣♣♣♣♣

টিউন নেয়া হয়েছেএখানে থেকে Prothom Alo থেকে নেয়া।

যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন

আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না। সব ধরনের মুভিই পাবেন এখানে।

ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।

আমার আগের টিউনগুলো দেখে নিতে পারেন

প্রতিদিন বিনা মূল্যে নির্দ্দিষ্ট পরিমান ইন্টারনেট দিবে মোবাইল অপারেটরররা

ছোটবেলার খেলা সাপ লুডু খেলব এন্ডয়েড এ। খেলতে খেলতে চলে যাই ছেলেবেলায়।

CMD commands এর বিশাল সংগ্রহ A To Z ও স্পেশাল কিছু tricks

Android বা স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস যা না জানলেই নয়।

এন্ডয়েড এর সেরা ও অন্যরকম একটি গেম। খেলেই দেখুন কত মজা।

মোবাইল ভেরিভিকেশন ছাড়াই যত ইচ্ছা জিমেইল একাউন্ট খুলুন

কম্পিউটারেরর সবচেয়ে জনপ্রিয় গেমটি এবার খেলুন এন্ডয়েডে।

আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।

Level New

আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এমন টিউন কইরেন না ভাই, তার থেইকা মইরা যান ভাই -_-

Level 0

টিউন টা আরো তথ্যসমৃদ্ধ হওয়া উচিত ছিলো!