বিশ্বের সেরা হ্যকার কারা জানতে চান?? জানুন বিশ্বের সেরা ৫ হ্যাকার সম্পর্কে ! এবং তাদের আদর্শে গড়ে তুলুন আপনার হ্যাকিং জীবন। + তাদের সাথে যোগাযোগ করার লিংক

স্বাগতমঃ-

বাংলাদেশে, বিশ্বে কত হ্যাকার আছে তার কোন হিসাব নাই 😛 কিন্তু তাই বলে কি সবাই সমান??? না এর মধ্যে রয়েছে সেরা হ্যকার কয়েকজন। 

আজকের টিউনে থাকছে বিশ্বের সেরা ৫ হ্যাকার সম্পর্কে এবং বিস্তারিত 😀

টিউনটি আপনাদের জন্য উপস্তাপন  করেছে ➡  Green Hat Hacker's - We Hack To Save Online Pepole

01.Gary McKinnon:-

gary MCkinon

সেরা হ্যাকারদের মধ্যে অন্যতম  Solo হিসেবে পরিচিত।স্কটিশ কন্সপিরেসির এই থিয়োরিস্ট U.S এর এয়ার ফোর্স, আর্মি, ডিপার্টমেন্ট অব ডিফেন্স, নাসা, নেভির মত বড় বড় নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশ করে বিশ্বরেকর্ড করেন। গ্লোবাল এনার্জি ক্রাইসিস সমাধানের নিমিত্তে এগুলো থেকে তিনি এলিয়েন স্পেসক্র্যাফট এর যাবতীয় প্রমাণাদি চুরি ও নষ্ট করেন যা ইউএস আদালতের ভাষ্যমতে প্রায় $৭০০০,০০০ ক্ষতির সমতুল্য। ২০০২ সালে ইউ এস আর্মির সার্ভার স্ক্রিনে “Your security system is crap,” it read. “I am Solo. I will continue to disrupt at the highest levels.” এই ম্যাসেজ দেখা দিয়েছিল যা তিনিই করেছিলেন। Large scale hackings এর সূচনা করার মধ্যে দিয়ে তিনি ইউ এস আর্মির সার্ভার এ হামলা করেন। হামলার কারণ হিসাবে উল্লেখ করতে তিনি বলেন, “ আমার বিশ্বাস ছিল তারা এমন কিছু তথ্য সেখানে লুকিয়ে রেখেছিল যা সকলের জানা দরকার" 

তার সাথে যোগাযোগ করুনঃ- এখানে  😮

02Kevin Mitnick:- 

Kevin Mitnick

বিশ্বের সুপরিচিত ও ভয়ংকর হ্যাকারদের মধ্যে মিটনিক একজন যিনি আখ্যায়িত হয়েছেন The most wanted computer criminals in United States এবং The most dangerous hacker in the World হিসেবে। টাচ টোন এবং ভয়েস কন্ট্রোলের মাধ্যমে সেলফোন ব্যবহার করে মিটনিক কম্পিউটার নেটওয়ার্ক এর আক্সেস নিতেন। মটোরোলার মত বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক এই জিনিয়াসের দ্বারা হ্যাকড হয়েছিল যা তাকে সেই দিনগুলিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল।

তার সাথে যোগাযোগ করুনঃ- এখানে  😮

03Jonathan James:-

james

এবার যার কথা বলব তার কাহিনী শুনে আপনারও হ্যাকার হতে ইচ্ছে করবে।১৬ বছর বয়সের আমেরিকান এই কিশোর হ্যাকিংকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করেছিলেন যা তাকে ১৬ বারেরও বেশি কারাগারে নিয়ে গিয়েছিল। ইউএস ডিফেন্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট তার এই চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল। ইউ এস ডিফেন্স সার্ভার থেকে তিনি প্রায় তিন হাজার অতিগোপন বার্তা ও অনেক ব্যবহারকারীর পার্সওয়ার্ড চুরি করেছিলেন। ১.৭ মিলিয়ন ডলারের নাসা সফটওয়্যার চুরি করে নাসার সার্ভার ও সিস্টেমকে শাটডাউন করতে বাধ্য করেছিলেন তিনি। চিন্তা করতে পারেন নাসার সিস্টেম শাটডাউ! সাইবারস্পেসে তার এই অস্বাভাবিক ব্যবহার জেমসকে ১০ বছর কম্পিউটার স্পর্শ করা থেকে বিরত রাখতে বাধ্য করেছিল!!!

যোগাযোগ করুনঃ- এখানে  😀

 04 Adrian Lamo:- 

লেম
মাইক্রোসফট, ইয়াহু, সিটিগ্রুপ, ব্যাংক অব আমেরিকা, সিঙ্গুলার এবং দ্য নিউইয়র্ক টাইমস এর কম্পিউটার নেটওয়ার্ক ব্রেকডাউন করে Lamo সর্বপ্রথম বিশ্বরেকর্ড করেন। হোমলেস হ্যাকার নামে পরিচিত বিখ্যাত এই হ্যাকারকে ২০০২ সালে New York আদালতের নির্দেশে এই আচরনের কারনে ৬৫,০০০ ইউএস ডলার জরিমানা গুনতে হয়েছিলেন। ২০১০ সালে Bradley Manning কতৃক বাগদাদে বিমান আক্রমনের ভিডিও উইকিলিকস এর মাধ্যমে তিনিই প্রকাশ করেন। বর্তমানে তিনি একটি অলাভজনক প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন।
মজার কাহিনীঃ-  সুইপার ৭১ এর আরেক ল্যমার তামজিদ আহমেদ লিও (সানি লিeoন) বলেছিল ওনি নাকি লিওন কে হ্যাকিং শিখাবেন 😀 😀 ফিলিংসঃ মাইরলা 😀 যত সব ভাব !!
যোগাযোগ করুন আপনাকে ও শিখাবে হ্যাকিংঃ- এখানে

05 George Hotz-

 
২০১১ সালে সনি এরিকসন এর প্লেষ্টেশন জেলব্রেক করে তিনি পরিচিতি লাভ করেন। তবে তার বিচার কার্য চলাকালীন সময়ে তার সহযোগীরা তার তৈরি পদ্ধতি জনসমক্ষে প্রকাশ করে যার ফলশ্রুতিতে এনিনমাস হ্যাকারগ্রুপ সনির সার্ভারে হামলা করে প্রায় ৭৭ মিলিয়ন গ্রাহকের তথ্য চুরি করে। তবে তিনি এ বিষয়ে তার সম্পৃক্ততায় অস্বীকৃতি জানায়। তিনি বলেন “ একটি সার্ভার এ আক্রমন করে শুধু ইজজার এর তথ্য চুরি করার মতো কাজ তিনি হলে করতেন না কারণ এটি মোটেও সন্তোষজনক নয় অন্তত তার জন্য
যোগাযোগ করুনঃ- এখানে

আপনার প্রয়োজনে পাশে আছেঃ Green Hat Hacker's - We Hack To Save Online Pepole । 

যোগদিনঃ- Green Hat HAcker's অফিশিয়াল গ্রুপ  , অফিশিয়াল ফ্যান পেইজ 

আমায় পাবেন এখানে   😮

Level 0

আমি আমি একজন ভাল ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু নাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উপরে ৪ টা লিংক ( যোগাযোগ করার) ডিলেট হয়ে গেছে 😀 অপেক্ষা করুন আপডেট করে দিব 😛

yes gary mckinnon hacked nasa’s system and found some classified alien files picture etc. but the picture was 16bit and his machine was 4bit. so he couldn’t see those picture but others. and he didn’t share too much data about them…. but most of people ignore that fact!

valo lagce………..but 3 no er tar picture clear na kano…cartoon cartoon kano????