আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি Emran আছি আপনাদের সাথে !!
কালি লিনাক্স যারা চালাতে পারেন তারা জানেন কালি কি জিনিস !! আর যারা জানেন না তারা আমার আগের টিউন দেখে নিন : Kali Linux কি ? কি কি করা যায় এটা দিয়ে ?
এইবার কালি লিনাক্স ভার্সন ২ যার নাম কালি সানা আসছে আগামি ১১ আগস্ট !! কালি সানার শ্লোগান
দেখতে পুরানো কালি হতে সম্পূর্ণ ভিন্ন !!
নতুন যা যা থাকছে কালি সানাতে :
১। মূল টুলস গুলু প্রতি সপ্তাহে আপডেট করা হবে !
২। কালির ইউজার ইন্টারফেস পুনরায় ডিজাইন করা হয়েছে কাজের সুবিধার্থে !
৩। রুবি ২.০ কে মূল ভাষা হিসেবে নেয়া হয়েছে যাতে মেটাস্প্লোয়েট আরো দ্রুত কাজ করতে পারে !
৪। Wireless Hacking এর জন্য আরো নতুন টুলস যোগ করা হয়েছে !
৫। সকল টুলস এর আপডেট করা হয়েছে !
আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে কালি সানা !! দেখে নিন কালি সানা দেখতে কেমন হবে !
যারা নতুন হ্যাকিং শিখতে চান তাদের জন্য সুখবর এই যে কালি টুলস গুলুর কাজ এখন আরো সহজ হয়ে যাবে আর যে কালি লিনাক্স এর সব টুলস এর কাজ জানবে তাকে ঠেকায় কে ??
Information Source : Kali Official Website
আমরা যারা আপনাদের জন্য এত কষ্ট করে লিখি তাদের টিউন পরে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার টিউমেন্ট জানাবেন আর আমাদের উৎসাহিত করবেন 🙂
আমাকে ফেসবুকে ফলো করতে পারেন : Emran !! সবাইকে ধন্যবাদ !
Do Not Copy ! Copying Don't Make You Writer ! 😉
কেমন লাগলো জানাবেন !! ধন্যবাদ !
আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...
nice