আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আমি Emran আছি আপনাদের সাথে! আজ আমরা জানবো Kali Linux কি? কি কি করা যায় এটা দিয়ে?
Kali Linux হচ্ছে Debian এর উপর নির্মিত হ্যাকিং টুলস সমৃদ্ধ একটি Linux Distribution! Kali Linux হচ্ছে Backtrack Linux এর নতুন ভার্সন! অনেকেই বলেন দুইটা সম্পূর্ণ আলাদা! আসলে Backtrack Linux কে আরো বেশি টুলস এবং কাজের সুবিধার্থে আরো বেশি সাদামাটা করে Kali Linux তৈরি করা হয়েছে! হ্যাকারদের জন্য কালি লিনাক্স হচ্ছে বর্তমানে নাম্বার 1 Operating System!
Offensive Security প্রথমে Backtrack 2, Backtrack 3, Backtrack 4, Backtrack 5, এবং সর্বশেষ Kali Linux নামের এই Linux Distribution বের করে! বর্তমানে Kali Linux 2.0 যার নাম Kali Sana আগামি কয়েক মাসের মধ্যেই রিলিজ হতে যাচ্ছে!
Kali Linux এ Top 10 Hacking Tools ছাড়াও এতে প্রায় 600 Hacking Tools আছে!
হ্যাকিং এর পূর্ব শর্ত অনুযায়ী Information Gathering এর জন্য Kali Linux এ অনেক টুলস আছে!
Kali Linux এ Windows Hacking, Website Hacking, WiFi Hacking, Android Hacking, Bluetooth Hacking, অনেক ধরনের Hardware, Router আরো অনেক কিছু হ্যাক করার জন্য অনেক টুলস এবং স্ক্রিপ্ট আছে!
এর জন্য Kali Linux অনেক বেশি জনপ্রিয়!
আমরা যারা আপনাদের জন্য এত কষ্ট করে লিখি তাদের টিউন পরে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার টিউমেন্ট জানাবেন আর আমাদের উৎসাহিত করবেন 🙂
আমাকে ফলো করতে পারেন! সবাইকে ধন্যবাদ!
Do Not Copy! Copying Don't Make You Writer! 😉
কেমন লাগলো জানাবেন! ধন্যবাদ!
আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...
kali er theke Parrot valo….