আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি Emran আছি আপনাদের সাথে !! আজ আমরা শিখবো পাইথন স্ক্রিপ্ট দিয়ে কিভাবে ফেসবুক একাউন্ট হ্যাক করা যায় !
এর জন্য আমাদের যা যা লাগবে
১। Python2.7.10
২। Mechanize-0.2.5
৩। Facebook.py And Commonpass.zip
প্রথমে আমাদের যা যা করতে হবে :
এখন ১ নাম্বার সফটওয়্যারটা ইন্সটল দিতে হবে !!
তারপর C:\Python27 থেকে সব ফাইল কপি করে C:\Windows\System32 ফোল্ডারে পেস্ট করে দিতে হবে !!
এখন ২ নাম্বার জিপ ফাইলটা ডিরেক্ট C:\ তে আন-জিপ করতে হবে !! তাহলে এড্রেস তা হবে C:\mechanize-0.2.5 এমন !!
তারপর CMD ওপেন করে লিখতে হবে cd/ তারপর Enter দিতে হবে !
তারপর লিখতে হবে cd mechanize-0.2.5 তারপর Enter দিতে হবে !
তারপর লিখতে হবে python setup.py install তারপর Enter দিতে হবে !
দেখবেন কিছু ফাইল ইন্সটল / Extract হবে !!
এখন আমরা যার একাউন্ট হ্যাক করবো তার ফেসবুক Username/Email/Phone Number/ID Code যেকোনো একটা হলেই হবে।
আজকে আমরা যার একাউন্ট হ্যাক করবো তার Username হচ্ছে susmisiddika !
১। প্রথমে Facebook.py And Commonpass.zip টা সোজা C:\ তে আন-জিপ করে দিতে হবে।
2। তারপর CMD ওপেন করে লিখতে হবে cd/ তারপর Enter দিতে হবে !
৩। তারপর লিখতে হবে python facebook.py তারপর Enter দিতে হবে !
তারপর দেখবেন Username চাইবে !
এখন আমরা যার একাউন্ট হ্যাক করবো তার ফেসবুক Username/Email/Phone Number/ID Code যেকোনো একটা লিখে Enter দিবো ! এখানে তার Username হচ্ছে susmisiddika।
এখন আমাদের কাছে পাসওয়ার্ড লিস্ট কোথায় আছে জানতে চাইবে !!
৪। এখন commonpass.txt লিখে Enter দিবো। ব্যাস কাজ শেষ !! পাসওয়ার্ড পেয়ে গেলে নিচে লিখা আসবে Password Found। 😈 😆
Video Link : Hacking Facebook Account With facebook.py in Windows (Bangla)
আমাকে ফেসবুকে ফলো করতে পারেন : Emran সবাইকে ধন্যবাদ !
Do Not Copy ! Copying Don't Make You Writer ! 😉
কেমন লাগলো জানাবেন !! ধন্যবাদ !
আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...
Python script দিয়ে যে মেথডটা দেখালেন সেটা খুব effective না। এর জন্য আপনি common password dictionary use করলেন। যদি text file-এর লিস্টের সাথে victim-এর password মিলে, শুধুমাত্র তখনই তার account hack করা সম্ভব। আর অধিকাংশ ক্ষেত্রেই password মিলে না।