আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি Emran আছি আপনাদের সাথে !! আজ আমরা জানবো হ্যাকিং কি ? কত প্রকার ? কেনো শিখবেন ? কি কি লাগবে ?
১। হ্যাকিং কি ? : হ্যাকিং বলতে আমরা শুধু কম্পিউটার বা ইলেক্ট্রনিক্স এর জিনিস এর কাজ বুঝি আসলে তা না ! অনেকেই আবার শুধু ফেসবুক বা ওয়েবসাইট হ্যাকিংকে হ্যাকিং মনে করেন ! আসলে হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কিছু পরিবর্তন করে ! এখানে অনেক কিছু হতে পারে !
২। কত প্রকার ? : হ্যাকিং অনেক ধরনের হয়ে থাকে * সফটওয়্যার হ্যাকিং *হার্ডওয়্যার হ্যাকিং *ওয়েবসাইট হ্যাকিং *OS হ্যাকিং আরো হাজার ধরনের হ্যাকিং আছে ! যারা এই কাজগুলো করে তাদের বলে হ্যাকার !
৩। কেনো শিখবেন ? : হ্যাকিং শিখে আপনি শুধু ওয়েবসাইট হ্যাকিং করবেন তা কিন্তু না ! আপনি আপনার দক্ষতা ব্যবহার করে ভালো চাকরি পেতে পারেন অথবা আপনি ওয়েবসাইট নির্মাতাকে তার ওয়েবসাইট এর দুর্বলতা সম্পর্কে বলে বিশাল অংকের Bounty পেতে পারেন ! আবার শখের বসেও শিখতে পারেন 🙂
৪। কি কি লাগবে ? : বেশি কিছু লাগবে না !! যথেষ্ট ধৈর্য থাকতে হবে ! ইন্টারনেট এবং কম্পিউটার সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে ! একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলে আপনি সহজে শিখতে পারবেন ! যদি না থাকে সাইবার ক্যাফে গিয়েও আপনি শিখতে পারেন !
**কিছু প্রশ্নের অগ্রিম উত্তর :
>ভাইয়া আমি প্রোগ্রামিং পারি না আমি কি শিখতে পারবো ?
হুম পারবেন ! সকল প্রকার হ্যাকিং এর জন্য প্রোগ্রামিং লাগে না কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় তখন না হয় শিখে নিলেন 🙂
>ভাইয়া কত তারা তারি শিখতে পারবো ?
ভাইয়া মনে রাখা ভালো যে গাছ যত জলদি বারে সেটা তত জলদি ভেঙ্গে পরে !
আমাকে ফেসবুকে ফলো করতে পারেন : Emran সবাইকে ধন্যবাদ !
আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...