সবাইকে রমজানের শুভেচ্ছা।
গত ২৫ তারিখ এসএসসি পরিক্ষার্থী দের কলেজে ভর্তির ফলাফল প্রকাশের কথা ছিল। সেদিন ঢাকা শিক্ষা বোর্ডের সাইটে ঢুকে দেখলাম সাইটটি কোন এক "Unknown Lover" হ্যাক করে রেখেছে। গেল ওদের ফলাফল প্রকাশ পিছিয়ে। আজ দিবে কাল দিবে করতে করতে আজকে ২৮ ।
অনেকটা কৌতূহল বশত xiclassadmission.com সাইটটাকে পরিক্ষা করে দেখলাম এবং অবাক করার বিষয় যে ১২ টা high threat level পওয়া যায়। এখনি কেউ ইচ্ছা করলে সাইট হ্যাক করে ফেলতে পারে।
Apache Struts একটা well known ওয়েব অ্যাপ্লিকেশান। যা এই সাইট ব্যবহার করছে। মজার বিষয় ২০১০ সাল থেকে এর দুর্বলতা বের হওয়া শুরু হয় এবং তখন থেকেই চীনের কিছু হ্যাকার একটি টুল ডেভেলপ করে আসছে এই অ্যাপ্লিকেশান ব্যবহার করা সাইট হ্যাক করার জন্য। এছাড়া backtrack , kali তে exploit গুলা বিদ্যমান। কিছু code লিখলেই সাইট এ Shell upload দেয়া সম্ভব।
ভাল ভাবে বুঝার জন্য ভিডিও (হ্যাক করা শিখানো হয় নাই এতে) ঃ https://youtu.be/n0XLlzgqOwI
আমার পোষ্ট করার উদ্দেশ্য সাইট হ্যাক করা নয়। আমি হ্যাকারও না। বাংলাদেশে অনেক মেধা সম্পন্ন IT Expert আছেন যাদেরকে আমরা Platform দিতে পারছি না তাই তারা হ্যাকিং এর সাথে জড়িয়ে যাচ্ছেন। তাদের জন্য বলছি "কেন আমাদের দেশের ক্ষতি করছেন?"
আমি শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষন করছি যে আবার যাতে কেউ হ্যাক করতে না পারে তাই এটার সমাধান দ্রুত করুন।
ভেবেছিলাম আর টেকটিউনসে পোষ্ট করবো না,এটা অনেকটা রাগের সিদ্ধান্ত ছিল। মডারেটররা আমার একটা পোষ্ট রিমুভ করে দিয়েছিল। আমি নাকি রুলস ব্রেক করেছি। ভাই কি আর করার গরিব লেখক রাই তো রুলস ব্রেক করবে। জীবনেও একটা কপি পেষ্ট করলাম না তাতেই পোষ্ট রিমুভ হয়ে যায়। Phishing নিয়ে ইউটিউব এ upload করা দুটি ভিডিও যেগুলো দিয়ে এখানে পোষ্ট করতাম সেগুলো ও ইউটিউব ডিলিট করে দিয়েছে, এগুলোই কপাল।
যাই হোক সবাই ভাল থাকবেন। কারো ক্ষতি করবেন না। রমজানের পবিত্রতা বজায় রাখুন।
চাইলে আমার আগের পোষ্ট গুলো দেখে আস্তে পারেন ঃ https://www.techtunes.io/tuner/rayhanrabbi
ফেসবুকে আমিঃ Gomonto Balok
আমি Gomonto Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thankx.