ইন্টারনেটের গতি কম? IP হ্যাক করে বেশি গতির নেট ব্যবহারের জন্য এটি দেখুন!!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে যেটা নিয়ে লিখতে বসেছি তা হল হ্যাকিং। হ্যাকিং শব্দটা শুনলেই কেমন জানি আমাদের চোখ চকচক করে ওঠে! এটাকে অবশ্য হ্যাকিং না বলে ক্র্যাকিং বলাই ভাল! কারণ এখানে আমি যা লিখতে যাচ্ছি তা কোন গবেষণা নয় বরং ISP কে বোকা বানিয়ে অন্যের আইপি ব্যাবহার করে  বেশি ব্যান্ডউইথ ব্যবহার করা। পোষ্টা প্রথমে দিতে চাইনি কিন্তু অনেকেই এই ট্রিক্সটা জানার জন্য উতালা হয়ে আছেন। আর তাই অবশেষে আমি এটা নিইয়ে লিখতে বসলাম। এ্যাডভান্সড ব্যবহারকারীরা অবশ্য আগে থেকেই এই ব্যপারে হাফেজ! কিন্তু যারা নতুন তাদের জন্যই এই টিউনটি করছি আর বড় ব্যাপার হল আপনি যদি বেশি ব্যান্ডউইথের কানেকশন নিয়েও ঠিক মত ইন্টারনেট ব্যবহার করতে না পেরে থাকেন, তবে এর সাহায্যে (যে সফটওয়্যার গুলো আমি দিব) আপনি আপনার কানেকশন অন্যকেও ব্যবহার করছে কিনা তাও হয়ত জানতে পারবেন।  যাই হোক এবার কাজের কথায় আসি। আপনারা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন তারা খুব সহজেই আপনার ISP এর অন্য কোন ব্যবহারকারীর কানেকশন ব্যবহার করে উচ্চগতি লাভ করতে পারেন। তার জন্য আপনার নিচের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এরপর একে এক্সট্রাক্ট করার পর এর ভিতরে ipscan.exe রান করে আপনার হোস্টের IP গুলো দেখে নিন। নিচের ছবির মতো করে অনুসরণ করুন।

১. প্রথমে যা করবেন

২.

৩.

৪.

৫. এবার TMAC ইন্সটল করুন।

৬. TMAC এ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করুন।

৭. এর পর আপনার ম্যাক চেঞ্জ করে নিন এবং ঐ ম্যাকে ব্যবহৃত আইপি যোগ করুন। কোথায় কি করতে হবে তা সংক্ষেপে ছবিতে দেওয়া হল।

৮. কাজ শেষ এবার দেখুন আপনার আই ডি-ই পুরা চেঞ্জ। 🙂 🙂

আরও বিস্তারিত পরে কখোনও লিখব যদি প্রয়োজন হয়!!!

আর আপনাদের সুবিধার্থে প্রয়োজনীয় সফটওয়্যার গুলি একই আর্কাইভে দিয়ে দিলাম। এগুলো ফ্রী ওয়্যার তাই সিরিয়াল বা ক্র্যাকের ঝামেলা নেই। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

জানিনা কেমন লাগল আপনাদের। সবাই ভাল থাকবেন, এই কামনায় আজ এই পর্যন্তই। ভাল থাকুন সুস্থ্য থাকুন এই কামনায়।আর ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেননা। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখন আর লাগবে না । ৬ মাসে আগেও খুব দরকার ছিল….

হাহহাহাহাহাহ….।ভাই ট্রিকস ভালো বাট লেক আছে ট্রিকস এ। কারন এভাবে ইউস করলে যে কনো কমপানি টের পেয়ে যাবে। পরে কিন্তু জরিমানা দিতে হবে। কেস ও করে দিতে পারে। আপনার নাম কি রেজোয়ান টাইপের কিছু? সেদিন রেজয়ান নামের একজন কে এই ট্রিকস টা বলছিলাম। এনিওয়েস। একটা উপায় আছে……..
ভালো থাকুন

    আরেকটা কথা মনে করুন একটা সার্ভারে ১০০টা লাইন আছে, স্কেন করলে ১০০টা আই,পি শো করবে। এখন বলেন তো কিভাবে বুঝবেন যে কোন আই,পি টার স্পিড বেশী? তা না হলেতো লাভ নাই, তাই না? আর আবারো বলছি এভাবে ইউস করলে ধরা খাবেন যে কেউ, কমপানি টের পেয়ে যাবে।

    ভাই আমি জানি এতে ল্যাকিংস আছে। আর এটা শুধুমাত্র বিগিনারদের জন্য। কিন্তু নৈতিক ভাবেই এটা অন্যায়। তাই পুর্নাঙ্গ ট্রিক্সটা আমি লিখিনি। আর আমি জানি এটা অনেক পুরানো । আর আপনি যে শিঘ্রই হ্যাকিং নিয়ে লেখা শুরু করবেন তাও আমি আপনার একটা কমেন্ট থেকে জেনেছি। 🙂 🙂 🙂 আর ভাই আমার আসল নামটা আ…… দিয়ে শুরু হয়। ধন্যবাদ।

    বাহ খুব সুন্দর আমি ভাবসিলাম আপনে রাগ করবেন আমার কথায়। আসলে অন্য একটা ব্লগে কিছু পোস্ট আছে ৪০টার মত, সেগুলো এখানে দেয়ার পর থেকে হ্যাকিং পোস্ট দিবো অনেক। আরেকটা কথা, ম্যাক চেন্জ করতে সোফট লাগে নাতো, আপনে জানেন সেটা বুঝলাম, পোস্ট এ দিয়ে দিলে ভালো হবে না?
    ধন্যবাদ। কথা বলে আরাম পাইলাম, কমেন্টস করছিলাম ভয়ে ভয়ে …
    খুব ভালো থাকুন

    Level 0

    পাতা ভাই আপনার পর্ব গুলো শুরু করেন ।

    Level 0

    ‘একটা উপায় আছে…’ ভাইয়া উপায়টা share করলে ভাল হত। 🙂

কিছূ বুঝি নাই

বুঝতে কষ্ট হইতেছে আরো বিস্তারিত চাই,

কেউ যদি আপনার লেখা থেকে উপকৃত না হয়, তাহলে আপুনি কষ্ট করে পোষ্ট করে লাভ কি। আর কমেন্ট এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদঃ)

আমার, বুঝতে কষ্ট হইতেছে আরো বিস্তারিত চাই……………

পুদিনা ভাই যেইটা দিবে আমি সেটাই নিব হাহাহাহাহাহাহহাহাআআহ

@কমল ও শাহেদ ভাই -> হায় হায় আপনারা তো আমারে মাইর খাওয়াবেন। আরেক জনের পোস্টে আইসা আমারে ডাকতেছেন। খাইছে। হাহাহা…পোস্ট দাতা আমারে দৌরানি দিবো এখুনি..।হাহহাহাহাহাহ….
এনিওয়েস….।একটু পাশে থাকুন শুরু করবো আমি একটু ওয়েট করুন। অনেক ধন্যবাদ সবাইকে

    ভাই লেখক-ই তো আপনাকে বলেছেন। আর আমি আপনাকে একটা সফট-এর সিরিয়াল জানতে চেয়ে মেইল করেছিলাম।
    আচ্ছা যাক, তাড়াতাড়ি আই-এস-পি হ্যাক করার পদ্বতি শেখান।

    ভাই আর কতদিন wait করায় রাখবেন?? ঃ(

সব ঠিক আছে, কিন্তু আই.পি. স্ক্যান এ ম্যাক এড্রেস N/A আসায় বাকীটা করতে পারলাম না, sor…r…….y…………….

এতে কি ভাবে স্পিড বাড়ে বুঝলাম না রে ভাই। কতটুকু বাড়ে?

You are most welcome to my site to write these types of post. Very good..

ip scanner দিয়ে scan করলে mac adress N/S show করে এখন কি করব। আপনার ফেইসবুক আইডি টা দিবেন।

local area connection dia speed tik kori…
amader akane 4.GB upor download korle speed komay dey 30/40 KB te…
tokon abr IP change kore 180-200 KB nia asi…

vai joromana hoile to janjem

Level 0

ai tips ta sobi k na deyai valo.
bcoz amra jara jani tader problem hotey parey.
so plz don’t share it.plz plz

রহস্যময় অভিযাত্রী ভাই…বিস্তারিত চাই আমার স্পিড only 10kbsec…..pls vi শেখান>>>>>>>>>>

Level 2

ami ata dekhsi amar friend use kore. bisshas korben na or download speed 3 mb. ami or kas theke sikhte chai silam but sekhai ni. apnara keow ki bolben???????

dur meya ki tune korsen purta na janla lakan knao ……………..age sikan than lakan ok………….

রহস্যময় অভিযাত্রী@ vai , he apnake bolsi, ei dhoroner ISP hacking trick jodi shikhaite chan taile purapuri shikhan, eivave half shikhaile to amra vipode pormu, tohon jail jorimana hoile to vai ekkebare shesh hoia jamu. So, vai jodi shikhaite chan taile ekebare secure system ta shikan. ar jodi eita na paren taile ei dhoroner tune dia khamakha public ere bipode felaien na…………………

    @MHSIMON9999: আপনাদের অনেকেই যারা পুরোটা চান তাদের বলছি, আমি আপনাদের কিছু মুখে তুলে খাওয়ানোর জন্য এখানে লিখিনি।