আসসালামুয়ালাইকুম।কেমন আছেন?আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। 🙂
হ্যাকিং করা বা শেখাকে আগে খারাপ মনে করতাম।কিছুদিন পরে আমার ভূল ভেঙ্গে যায় যখন বাংলাদেশের জেলা ওয়েব পোর্টালগুলা বিদেশী হ্যাকারদের দ্বারা হ্যাকিং এর শিকার হয়।তখন খুব আফসোস লাগল ইস! যদি আমাদের দেশের পোলাপাইনগুলা হ্যাকিং করা জানত তা হলে ওদের সাইটগুলো হ্যাক করে দেখিয়ে দিতাম আমরাও পারি ।এই মনোভাব এর কারণে কিছুদিন হ্যাকিং নিয়া দৌড়াদৌড়ি করেছিলাম কিন্তু কাজের কাজ কিছু হয় নাই।সময়ের অভাবে কিছু শিখতে পারি নাই।এতটুকু বুজতে পেরেছি ভাল হ্যাকার হওয়া সহজ কোনো ব্যাপার না।অনেক পড়াশুনার পরেই একজন ভাল হ্যাকার হওয়া যায়। নেট গেটে কিছু বই পাইসি যে গুলাতে নতুনদের জন্য হ্যাকিং সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল দেয়া আছে।
1.HACKER HIGH SCHOOL
2.HACKING FOR DUMMIES
3.HACKING MATTER
4.HACKING WIRELESS NETWORKS FOR DUMMIES
এছাড়াও আরো কিছু বই এর রেপিডশেয়ার লিঙ্ক দিলাম
1.Hacking Google Maps and Earth
2.Hacking Dictionary
হটফাইল লিঙ্ক
1.Hacking Windows XP -Unlock XP
2.Hacking Windows Vista
3.Gmail Hacking
4.Hacking The Art Of Exploration
5.HACKS & TWEAKS
এছাড়াও এইখানে কিছু আর্টিকেল ও পিডিএফ ফাইল আছে যা নতুনদের কাজে আসবে
আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।
এটা আপনি বুঝলেই তো হবে না.. দেশের মাথামোটা দের (সরকার) বুঝতে হবে…
এজন্যই বোধ করি হাজার নিষেধাজ্ঞা স্বত্বেও বাংলাদেশে হ্যাকিং নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে।
আমি হ্যাকিং শিখার পক্ষে। হ্যাকার রাই কেবল পারে দেশের আইটি খাতকে বিদেশীদের হাত থেকে নিরাপদ রাখতে এবং দেশের আইটির নিরাপত্তা নিশ্চিত করতে।