বিসমি্লাহির রাহমানির রাহিম।
সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম।আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন।ভাল থাকুন,সুস্থ থাকুন,৩০ টি রোযা পালন করুন এই শুভ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার টিউনের লো শুরু করছি।আজ আমি আপনাদের যে টিউনটি দিব তা হয়ত অনেকেই জানেন।তবে যারা জানেন না তাদের কথা ভেবেই আমার এই টিউন।শিরোনাম দেখেই হয়ত এক্সপার্ট ভাইয়েরা বুঝে গেছেন আমি কি বলতে চেয়েছি।যাই হোক অনেক কথাই হল।এবার কাজের কথাই আসি।আমরা যারা ইন্টারনেট ইউস করি প্রত্যেকেই কোন না কোন ব্রাউজার ইউস করি।ভাইয়া আমি ইউস করি মজিলা ফায়ারফক্স।আর তাই আমি মজিলা ফায়ারফক্স নিয়েই আলোচনা করব।আপনার অজান্তেই আপনার বন্ধু আপনার পাসওয়ার্ড হ্যাক করছে ?আপনি জানুন কিভাবে পাসওয়ার্ড হ্যাক করছে এবং নিজেকে নিরাপদ রাখুন।আমরা অনেকেই জানি মজিলা ফায়ারফক্সে পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব।চলুন জেনে নেই কিভাবে পাসওয়ার্ড হ্যাক করবেন।
প্রথমে মজিলা ফায়ারফক্স এর মেনুবার থেকে Tool মেনুতে ক্লিক করুন।চিত্র নিম্নরুপ
এরপর Option এ ক্লিক করুন।চিত্র নিম্নরুপ
এরপর Security তে ক্লিক করুন।চিত্র নিম্নরুপ
এরপর Saved Password এ ক্লিক করুন।চিত্র নিম্নরুপ
এরপর Show password এ ক্লিক করুন।চিত্র নিম্নরুপ
এরপর Confirmation Sms আসবে Yes করে দিন।চিত্র নিম্নরুপ
এরপর আমরা দেখতে পাচ্ছি Saved password নামে একটি বক্স আসছে যেখানে আছে Site,Username,password,Last used,last change
আমরা নিচের চিত্র দেখলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবো।চিত্র নিম্নরুপ
এভাবেই আপনার বন্ধু আপনার অজান্তেই বিভিন্ন সাইটের পাসওয়ার্ড হ্যাক করছে।এতে করে আপনার অনেক তথ্যই হাতিয়ে নিচ্ছে।তাই এর থেকে মুক্তি পেতে হলে আপনাকে যা করতে হবে।
১/আপনি যখন কোন সাইটে লগিন করবেন তখন Would you like to remember password to :Remember password নামে বাটনে ক্লিক করবেন না।তাহলে আপনার পাসওয়ার্ডটি সেভ হবেনা।বিধায় কেউ আপনার কাঙ্খিত পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না।ক্লিয়ারভাবে বুঝার জন্য নিচের চিত্রটি দেখুন।
আজ এ পর্যন্তই।ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
যারা আমার আগের টিউন দেখেন নাই তারা এখানে দেখতে পারেন।
আমাকে Facebook page এ পেতে এখানে ক্লিক করুন।
খোদা হাফেজ।
আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর।ধন্যবাদ ভাই