বাংলাদেশী হ্যাকারদের কবলে ইন্ডিয়ান সরকারী সাইট

গতকাল বাংলাদেশ ক্রিকেট টিমের বিশাল সফলতার অানন্দকে বাড়িয়ে তুলতে বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকার্সের পক্ষ থেকে ইন্ডিয়ান গুরুত্বপূর্ন কিছু সাইট হ্যাক করা হয়। তার মধ্যে ইন্ডিয়ান সরকারী একটি সাইটও রয়েছে। সাইট টি  ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এর সাইট। সাইটটি গতকাল রাতে হ্যাক করা হয়। এরমধ্যে সাইটটি কয়েকবার রিকোভার করা হলে পূনরায়  হ্যাক করা হয়।  এর অাগেও বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকার্স ইন্ডিয়ান অনেক গুরুত্বপূর্ন সাইট হ্যাক করে যাদের মধ্যে http://www.apsrtc.gov.in (প্রমান-১, প্রমান ২), http://www.vgtmuda.gov.in (প্রমান) এবং http://www.mpurban.gov.in (প্রমান )

 

ইন্ডিয়ান সাইটটি হ্যাক করেন ওরিয়নস্ হান্টার নামক একজন হ্যাকার যিনি বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকার্সের কো ফাউন্ডার এবং বর্তমান এডমিনদের একজন।

সাইট:
http://www.nie.gov.in/

প্রমান:

http://dark-h.net/mirror.php?id=2767
http://zone-tn.org/mirror_11470.html
https://blackcyberroot.com/mirror_5803-1.html

ইউটিউব ভিডিও

আরও কিছু হ্যাকড সাইট:

official site of archeological survey of India Hacked !!
http://www.asichandigarhcircle.in/

http://www.mobexpo.in/
http://zone-h.net/mirror/id/24471820

http://thesalesman.in/
http://zone-h.net/mirror/id/24471860

 

বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকারস্ ভবিষৎ এ এর কার্যক্রম এভাবেই চালিয়ে যাবে এবং তারা নিজেদের কর্মকান্ডের মাধ্যমে নিজেদের যোগ্যতাকে তুলে ধরবে সারা বিশ্বের সামনে। ফেলানী হত্যার প্রতিবাদের সূচনা লগ্নে তৈরী হওয়া এই গ্রুপটি ইন্ডিয়ার অন্যায়ের বিরুদ্ধে  সবসময় প্রতিবাদী ভূমিকা পালন করেছে। এছাড়াও পাকিস্থানী এবং মায়ানমারের অনেক সাইটই এই হ্যাকিং গ্রুপটি হ্যাক করে। বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকারস্ এর ফ্যানপেজ এ যার অাপডেট পাওয়া যাবে।

বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকারস্ এর ফ্যানপেজ:

বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকারস্

 

বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকারস্ এর গ্রুপ :

https://www.facebook.com/groups/bbhhinternational/

Level 0

আমি বিবিএইচএইচ হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

যদিও হ্যাকিং করা অপরাধ, কিন্তু আমি খুসি হয়েছি জেনে যে বাংলাদেশিরা হ্যাক করেছে 🙂 ভালো

হ্যাকিং নিসন্ধেহে একটি অপরাধ। আপনি তা সাপোর্ট করেন বা পারেন বলে একে হালাল বানানোর কোন যুক্তি নাই। আপনি কোন ধর্ম বিশ্বাস করেন কিনা জানিনা তবে সকল ধর্মেই অন্যের ক্ষতি করা একটি শাস্তি যোগ্য অপরাধ। রমজানের এই কয়টা দিন অন্তত এই অপরাধ থেকে নিজেকে রক্ষা করুন। একটি অন্যায়ের বিচার অন্য একটি অন্যায় দিয়ে করা যায় না।

ভাই আপনার ইমেইল টা দেন।