Rooted Android mobile এ Cookie Theft/Session Hijacking এর মাধ্যমে access নিন যে কোন ব্রাওসারে লগিন থাকা সকল account এ।

সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এবারের টিউন।আশা করি সবাই ভালই আছেন???হুম ভাল থাকারি কথা টেকটিউনসের মত সর্ববৃহত বাংলা প্রযুক্তি ফোরাম সাইটের সাথে থাকলে ভাল না থেকে কি পারা জায়???আজকের টিউনে আমি আপনাদের দেখাব কি ভাবে কুকিস হিজকিং এর মাধ্যমে আপনার বন্ধুর বা gf এর মোবাইলে লগিন থাকা একাউন্টে এক্সেস নিবেন কোন ধরনের সিকুরিটি এলার্ট চাড়াই।কুকিস সম্পর্কে জারা জানেন না বা বুজেন না তাদের জন্য আমি যতটুকু জানি তা থেকে বলতেসি।কুকিস হল আমরা যখন কোন ব্রাওসার থেকে ইন্টারনেট ব্যবহার করি তখন আমাদের ইন্টারনেট ব্যবহার কে আর দ্রুত করার জন্য  আমাদের ব্যবহারকৃত হিস্টোরি গুলা একটা সেসানে/হার্ড ডিস্কে সেভ হয়ে থাকে।আবার আমরা যখন কোন একাউন্টে লগিন করার সময় save password দিয়ে রাখি এবং পরবর্তি আমাদের ঐ একাউন্টে দ্রুত লগিন এর জন্য আমরা যখন সরাসরি ঐ সাইট ভিসিট করি তখন নতুন করে আবার লগিন করা চাড়াই সরাসরি পুর্বে save password দিয়ে রাখা একাউন্টে এক্সেস নিতে পারি।এটাই হল কুকিস।এই কুকিস কে যদি কেউ কপি করে তার ব্রাওসারে inject করতে পারে তা হলে সে কোন ধরনের সিকুরিটি চাড়াই পুর্বে লগিন থাকা একাউন্টে এক্সেস নিতে পারবে।জাই হক অনেক বক বক করে পেল্লাম এবার আমি সরাসরি কাজের কথা চলে জাই।

যা যা লাগবে।

১: রুটেড এন্ড্রয়েড মোবাইল।রুট করা না থাকলে আগে রুট করে নিন।জারা রুট করতে ভোগান্তির মুখে আছে তারা vroot.exe pc apps টা ব্যবহার করতে পারেন।এটা দিয়ে ৮৫% মোবাইল সফল ভাবে রুট করা সম্ভব।

২:root xplorer apps apk downald from here

কাজের ধাপ:

ধাপ ১: প্রথমে আপনি রুট এক্সপ্লোরার এপ্স টি download করে ইন্সটল করে ওপেন করেন।

ওপেন করলেই data নামের একটা folder পাবেন।data folder এ ক্লিক করেন তারপর আবারো data  নামের আরেকটা ফোল্ডার পাবেন।এবারো data folder এ ক্লিক করেন।এই folder এ আপনি সকল apps এর data পাবেন।

 

ধাপ ২:

এখন আমরা অপেরা মিনির কুকিস কপি করব।

এবার আপনি com.opera.mini.android folder এ প্রবেশ করেন।

ধাপ ৩:

এখন আপনি databases folder টা কপি করে মেমোরি কার্ডে নিয়ে জান।

 

এখন আপনি databases folder টা Bluetooth বা share it এর মাধ্যমে আপনার মোবাইলে নিয়ে আশেন।হুম এখন দাড়ালো আরেকটা সমস্যা folder ত কোন ভাবেই সেন্ড করা সম্ভব না।তারমধ্যে মোবাইল হল আপনার friend বা gf এর এখন এই মোহর্তে আবার মেমোরি কার্ড মোবাইলে প্রবেশ করিয়ে কপি করাও সম্ভব না।এমন সমস্যার সমাধান একটাই আপনি databases folder এ প্রবেশ করে সব গুলু ফাইল মার্ক করে সেন্ড করে দিন।ফাইল গুলু আপনার মোবাইলে চলে আসলে আপনি আপনার মোবাইলের মেমোরি কার্ডে databases নামে একটি folder তৈরি করে সব গুলা ফাইল ঐ folder cpy/move করে রেখে দেন।এবার আপনি জার মোবাইলের এবং যে ব্রাওসারের data copy করেছেন সে ব্রাওসারের নাম এবং ভার্সন টা লক্ষ রাখবেন।(ব্রাওসারের নাম এবং ভার্সন দেখার জন্য apps এ ক্লিক করে ধরে রেখে app info তে জান।)কারন আপনি data copy করছেন ওপেরা মিনির কিন্তু সেটা আপনার মোবাইলে inject করলেন uc browser এ অথবা কপি করলেন ওপেরা মিনি ৭.১ এর কিন্তু inject করলেন আপনার মোবাইলে ওপেরা মিনি ভার্সন ১২ তে তাহলে কিন্তু কাজ করবেনা।

ধাপ ৪:data ত কপি করা হয়ে গেল এবার হল inject করার পালা।আপনি প্রথমে যে ব্রাওসারের data copy করেছেন সে ব্রাওসার আপনার মোবাইলে ইন্সটল করে রাখেন আর আগে থেকে থাকলে আর কিছু করা লাগবে না এবার আপনার মোবাইলের একই ব্রাওসারের data clear করে পুর্বে যে ভাবে অন্যের মোবাইলের থেকে databases folder টা কপি করেছেন সেভাবে আপনার মোবাইল থেকে root xplorer apps দিয়ে প্রথমে data folder তারপর আবারো data folder তারপর com.opera.mini.android folder এ কপি করে রেখে দেন।অথবা আপনি আপনার ব্রাওসারের data clear না করেও সরাসরি databases folder আগের টা deleat করে victim এর databases folder copy করে দিলেও কাজ করবে।ব্যাস আপনার কাজ এখানেই শেষ।

আজ এই পর্যন্তই সবাইল ভাল থাকবেন।কোন সমস্যা হলে আমার সাথে ফেচবুকে যোগাযোগ করতে পারেন।আমার ফেচবুক profile id

Level 2

আমি সাইবার গোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আর শিখতে চাই অনেক কিসু কিন্তু দুষ্ট বুদ্ধির কারনে কিসুই শিখা হয় না।।। আইটি-কম্পিউটার আর ইন্টারনেট পাগল....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস