জেনে নিন একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার শীর্ষ 10 উপায় !

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? Techtunes এ এটা আমার প্রথম Tune তাই  কোন ভুল হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

আজ আমি আপনাদের  বলব একটা ফেসবুক অ্যাকাউন্ট কি কি পদ্ধতিতে হ্যাক করা যায়। হয়ত এ বিষয়ে Techtunes এ আরোও Tune করা হয়েছে। এটা শুধু যারা জানেন না তাদের জন্য।

ত কথা না বারিয়ে শুরু করছি।

1. ফেসবুক ফিশিং

ফিশিং এখনও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এর জন্য ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। ফিসিং এ হ্যাকার  ঠিক বাস্তব ফেসবুকের লগ ইন পেজ এর মত দেখতে একটি পেজ তৈরি করে, যা একটি জাল লগইন পেজ। এই জাল লগ ইন পেজ কে ভিক্টিম আসল ফেসবুক পেজ মনে করে লগ ইন করে এবং লগ ইন এর সাথে সাথে ভিক্টিম এর পাস অ ইমেইল হ্যাকার এর কাছে চলে যায়।

2. keylogging

আমি মনে করি ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে keylogging। keylogging খুবই বিপজ্জনক পদ্ধতি, কখনও কখনও কম্পিউটার সম্পর্কে  ভাল জ্ঞান আছে  এমন ব্যক্তিও এটা দ্বারা আক্রান্ত  হতে পারে। এ কেত্রে হ্যাকার একটি Photo অথবা অন্য কোন ফাইল keylogger বাইন্ডিং করে Internet অথবা ভিক্টিম এর  কম্পিউটারে সেন্ড করে দেয়,  keylogging  ভিক্টিম এর কম্পিউটারে সকল ধরনের অ্যাক্টিভিটি রেকর্ড করে FTP- র দ্বারা বা সরাসরি হ্যাকারের ইমেইল ঠিকানায়  এর ইমেইল সেন্ড করে।তাই আপনার কম্পিউটারে সবসময় একটি ভাল এন্টিভাইরাস ব্যবহার করুন। এবং Untrusted ফাইল ব্যবহার পরিহার করার চেষ্টা করুন।

3. Stealers

প্রায় 80% শতাংশ মানুষ,  তাদের ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করে ব্যবহার করে কিন্তু কখনও কখনও অত্যন্ত বিপজ্জনক হতে পারে এই ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করা। Stealers সফটওয়্যার  বিশেষভাবে ভিক্টিমের ব্রাউজারে সঞ্চিত সংরক্ষিত পাসওয়ার্ডগুলি ক্যাপচার করার জন্য ডিজাইন করা হয়েছে।
4. সেশন ছিনতাই

অনেক সময় সেশন ছিন্তাই খুভ ভয়ানক হতে পারে, এখানে ভিক্টিম যুদি http:// connection ব্যবহার করে তাহলে হ্যাকার এই পদ্ধতিতে ভিক্টিম এর ব্রাউজারের cookie ছিন্তাই করে। এটা বেসিরভাগ সময় Lan's Network এ।

5. Sidejacking With Firesheep

Sidejacking attack ২০১০ সালে প্রথম শুরু হয় এবং সেই সময় এটি খুভ ব্যবহার হত। কিন্তু এখনও এই পদ্ধতি ব্যবহার করা হয়। যকন আক্রমণকারী এবং শিকার একই ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে তখন। Sidejacking attack সম্পর্কে ভাল ভাবে জানতে Google এ সার্চ করে দেখতে পারেন।

6. মোবাইল ফোন হ্যাকিং

হাজার হাজার ফেসবুক ব্যাভার কারি ফেসবুক ব্যবহার করে তাদের মোবাইল দিয়ে, যুদি হ্যকার ভিক্টিমের মোবাই হ্যাক করতে পারে তাহলে হ্যাকার খুভ সহজেই সে ভিক্টিম এর ফেসবুক access নিতে পারবে।

কিছু জনপ্রিয় মোবাইল হ্যাক করার Apps

1. Mobile Spy 
2. Spy Phone Gold

7. DNS Spoofing 

যুদি ভিক্টিম এবং অ্যাটাকার একই Network এ থাকে তাহলে হ্যাকার খুভ সহজেই DNS Spoofing  ব্যবহার করে Facebook.com অরজিনাল পেজ কে চেঞ্জ করে ফিসিং পেজ এ রুপান্তর করতে পারে।

8. USB Hacking 

হ্যকার তার পেনড্রাইভে এমন একটি প্রোগ্রাম করে রাখে যা ভিক্টিম তার কম্পিউটারে লাগানো মাত্রই আটোমেটিক ইন্সটল হয়ে যায় এবং keylogging এর মত কাজ করে।

9. Man In the Middle Attacks

শিকার এবং আক্রমণকারী একই ল্যান এবং একটি সুইচ ভিত্তিক নেটওয়ার্ক এ থাকে তাহলে হ্যাকার নিজেকে b/w হিসেবে স্থাপন করতে পারেMan In the Middle Attacks একটি অনেক বড় বিষয় তাই কেউ বিস্তারিত জানতে চাইলে Google সার্চ ব্যবহার করতে পারেন।

10. Botnets

এই অ্যাটাক টা করতে অনেক খরচ হয়  আর আমি বিস্তারিত জানিও না তাই আর বিস্তারিত বললাম না।

 

 

ধন্যবাদ সময় দিয়ে টিউন টা পড়ার জন্য।

Level 0

আমি রাজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ @নাজমুল সাগর

ভাই দয়া করে আমাকে একটি উপায় বিস্তারিত বলে দিন।অনেক চেষ্টা কর ছি বাট পারি নাই।
ইমেইল [email protected]

ভালো লাগলো।

অনেক বানান ভুল… বানানগুলোর দিকে নজর দিবেন আশাকরি।

Nice Tune 🙂 But kisu banan vol ace… Tune korar somoy ak2 keyal koriyen, jate banan vol na hoy 😀

বিশাল

ধন্যবাদ সবাইকে আপনাদের Feedback এর জন্য। বানান ভুল এর জন্য ক্ষ্মা চেয়ে নিচ্ছি।

ধন্যবাদ।।

খুবই ভালো লাগলো, তবে আরও বিস্তারিত হলে আরও মজার হত…

অজানাকে জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া।

Onek valo tune