আশা করি সবাই ভাল আছেন? আমি ও আল্লাহর রহমতে ভাল আছি।
আমি এই ১০-১৫ দিন হবে টেকটিউনস এ লিখা লিখি করছি !
জা যখন জানতে পাই তা আপনাদের জানানো চেষ্টা করি।
hacker
আর আমরা সবাই হ্যাকিং জিনিষ টার উপর একটু বেশি ইন্টারেস্ট?
আর আমি আপনাদের চেষ্টা করব ১০ পর্বের মাধ্যমে কিছু টা হলে হ্যাকিং শিখানোর!
আর আমি কোন বড় মাপের হ্যাকার নই কিংবা হ্যাকিং সম্পর্কে বেশি কিছু জানিও না!
জা জানি তা আপনাদের কে বুঝনোর চেষ্টা করব (আমার মত করে)
আর এটা শুদু মাত্র নতুন যারা হ্যাকিং জগত শুরু করতে চায় তাদের জন্য
তাই অভিজ্ঞ ভাইয়েরা ভুল ধরিয়ে দিবেন?
যেহুতে এটা নতুন দের জন্য তাই আমরা প্রথম থেকে শুরু করব!
হ্যাকিং কী? কারা হ্যাকার?
মানে আগে পরিচিত হব হ্যাকিং কী? হ্যকার কারা? এই সব এর।
শুরু করছি মহান আল্লাহ্ তায়ালার নাম নিয়ে প্রথম পর্বঃ
প্রথম আমদের জানতে হবে হ্যাকার কারা?
হ্যাকার কারা?
হ্যাকার হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিরাপত্তা অনিরাপত্তার সাথে জড়িত এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিক খুঁজে বের করায় বিশেষভাবে দক্ষ অথবা অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী! সাধারনভাবে হ্যাকার শব্দটি (কালো-টুপি) হ্যাকার অর্থেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যারা মূলত ধ্বংসমূলক বা অপরাধমূলক কর্মকান্ড করে থাকেন। এছাড়া আরো নৈতিক হ্যাকার রয়েছেন যারা সাধারনভাবে (সাদা টুপি) হ্যাকার নামে পরিচিত এবং নৈতিকতা সম্পর্কে অপরিষ্কার হ্যাকার আছেন যাদের (ধুসর টুপি) হ্যাকার বলে!
এদের মধ্যে পার্থক্য করার জন্য প্রায়শ শব্দটি ব্যবহার করা হয় যা কম্পিউটার নিরাপত্তা হ্যাকার থেকে একাডেমিক বিষয়ের হ্যাকার থেকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় অথবা অসাধু হ্যাকার কালো টুপি হ্যাকার থেকে নৈতিক হ্যাকারের সাদা টুপি হ্যাকার পার্থক্য বুঝাতে ব্যবহৃত হয়।
উইকিপিডিয়া থেকে সংগৃহিতঃ
এখন আপনি যদি হ্যাকার হতে চান তাহলে আগে আপনাকে টিক করতে হবে আপনি কি ধরনের হ্যাকার হবেন?
কি ধরনের হ্যাকার আপনি হতে চান?
যেমন উপরে ৩ ধরনের হ্যাকার এর কথা বলা হয়েছে যেমন
BLACK HAT,HACKERS, WHITE HAT HACKERS, GREY HAT HACKERS।
এখন জানব এই সব হ্যাকার ধরনের বিস্তারিতঃ
সাদা টুপি হ্যাকার (White Hat Hacker)
এরা কম্পিউটার তথা সাইবারওয়ার্ল্ডের নিরাপত্তা প্রদান করে এরা কখনও অপরের ক্ষতি সাধন করে নাএদেরকে ইথিকাল হ্যাকারও বলা হয়ে থাকে!
ধূসর টুপি হ্যাকার (Grey Hat Hacker)
ধূসর টুপি হ্যাকার Grey Hat Hacker
এরা এমন একধরনের হ্যাকার যারা সাদা টুপি ও কালো টুপিদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে এরা ইচ্ছে করলে কারও ক্ষতি সাধনও করতে পারে আবার উপকারও করতে পারে
কালো টুপি হ্যাকার (Black Hat Hacker)
কালো টুপি হ্যাকার Black Hat Hacker
হ্যাকার বলতে সাধারনত কালো টুপি হ্যাকারদেরই বুঝায় এরা সবসময়ই কোন না কোন ভাবে অপরের ক্ষতি সাধন করে সাইবার ওয়ার্ল্ডে এরা সবসময়ই ঘৃনিত হয়ে থাকে
এছাড়া আর অনেক ধরনের হ্যাকার আছে যেমনঃ
স্ক্রিপ্ট কিডি (Script Kidie)
স্ক্রিপ্ট কিডি Script Kidie
এরা নিজেরা কিছুই পারে না বরং বিভিন্ন টুলস্ বা অন্যের বানানো স্ক্রিপ্ট ব্যবহার করে এরা কার্যোসিদ্ধি করে
নিওফাইট বা নোব (Neophyte or noob)
নিওফাইট বা নোব Neophyte or noob
এরা হ্যাকিং শিক্ষার্থী এরা হ্যাকিং কেবল শিখছে অন্য অর্থে এদের বিগিনার বা নিউবাই বলা যায়
নীল টুপি হ্যাকার (Blue Hat Hacker)
Blue Hat Hacker
এরা আসলে হ্যাকিংয়ের সাথে তেমন জড়িত নয় কোন সফটওয়ার বা সিস্টেম শুরু করার পূর্বে এরা ঐ সফটওয়ার বা সিস্টেমের খারাপ বা ক্ষতিকারক
দিকগুলো যাচাই বাছাই করে তা শোধরানের চেষ্টা করে!
সবুজ টুপি হ্যাকার (Green Hat hacker)
green hat hacker
এদের কাজ হলা আনলাইন এ সাধারন মানুষদের নিরাপত্তা দেওয়া।এরা যে কোন সময় যে কোন কাজ করতে পারে !
বিদ্রঃ আমি ভালবাসি এই গ্রুপ কে আর আছি এই গ্রুপ এর সাথে
হ্যাকটিভিস্ট (Hacktivist)
হ্যাকটিভিস্ট Hacktivist
এরা মূলত কোন রাজনৈতিক ব্যাপার ধর্ম সোসাল এ্যাটাক ইত্যাদির সাথে জড়িত। তবে অধিকাংশ হ্যাকটিভিস্টরা মূলত ডস এ্যাটাক বা ডি- ডস এ্যাটাকের সাথেই জড়িত।
কিছু পরামর্শঃ
পর্যায় ক্রমে সবগুলো টিউটোরিয়াল খুব ভালোভাবে অধ্যায়ন করতে হবে। নিজে নিজে এগুলো অনুশিলনের চেষ্টা করতে হবে। কথনই নিজে অরক্ষিত থেকে হ্যাকিং চেষ্টা চালাবেন না। মনে রাখবেন কিছু কিছু টিউটোরিয়াল হবে অনৈতিক তাই সেগুলোর যেকোন দায়ভার আমি বহন করব না।
এখন নিজে ভাল করে ভাবুন আপুনি কি ধরনের হ্যাকার হবেন।
আজকের পর্ব এখানেই শেষ ! দেখা হবে অন্য ২য় পর্বে
আর একবার ভাবুন কাল ২৭ তারিখ আমার পরিক্ষা! (কিন্তু আমি না পড়ে আপানদের জন্য টিউরেটিয়াল লেখলাম!)
আমার জন্য দোয়া করেবন!
আর ২য় পর্ব নিয়ে খুব তারতারি আসছি আর ভেবে রাখুন কি রকম হ্যাকার হবেন।
আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hacking tuner ra du 5ta post diya okale hariye jan,r post gulo hoy jano tano dhoroner,eder target muloto hacking sekhar agrohider, tara vule jan hacking akta high technique bigginer ra sohoje bujhbena,, amar mone hoy hacking tuner der uddesso pathok dorkar,r notunra sei pathok,jody keu realy sekhaten tobe step by step example diya dharabahik sekhaten, dudin por hariye jeten na, (touch screen tai banan vul hote pare amar,khoma chacchi tar jonno)
টিউনটি পড়ে ভালই লাগল। বেশ বিস্তারিতভাবে লেখা হয়েছে, তাই যারা এ বিষয়ে জানতে চায় তাদের বেশ উপকার হবে বলে মনে করছি। আর ২৭ তারিখ পরীক্ষা আছে বলেছেন তাই বুঝতে পারলাম আপনি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাই আপনার প্রতি উপদেশ বলুন আর আনুরোধ বলুন বানান লিখার ক্ষেত্রে আরো সচেতন হতে হবে। আর শেষকথা হল আমি সিলেট থাকি। ভাল থাকবে আর নিয়মিত টিউন করবেন।
@মোঃ মমিনুল ইসলাম খান: ভাই বানান ভুল হবে তাই ক্ষমার দৃষ্টি তে দেখবেন ! আমার একটা অব্যাশ আমি যে কোন কিছু লিখার পর আর ফিরে থকাই না! তাই মিস্টেক হয়! আর মন্তভ্য করার জন্য ধন্যবাদ
ভাই এসব নিয়ে এ পর্যন্ত প্রায় অনেকবার টিউটোরিয়াল লেখা হয়েছে 🙂 লেখলে শেখা যায় এমন কিছু নিয়া লিখেন ব্ল্যাক হ্যাট গ্রে হ্যাট ওয়াইট হ্যাট এগুলো হ্যাকার নাম দিয়ে সার্চ দিলে গুগলের প্রথম রেসাল্টেই দেখা যাবে 🙂
@মাছুম আহমদ: বানানটা এটলিস্ট ঠিক রাখেন 🙂 আর ভাই আপনি যে ২য় টিউটোরিয়ালে বললেন হ্যাকিং এর জন্যে হ্যাকিং নিয়ে তৈরি করা মুভি দেখা লাগবে, প্রোগ্রামিং শিখা লাগবে? হ্যাকিং নিয়ে মুভি দেখা লাগবে !! সিরিয়াসলি ? প্রোগ্রামিং শেখার কথা বলেছেন ঠিক বলেছেন যথার্থই বলেছেন, কিন্তু আবার তার নিচে দিয়ে Havij এর লিঙ্কও দিয়ে দিলেন ? প্রোগ্রামিং শেখার কথাটা ভাই আপনার মুখে মানায় না আর তাইলে, আর বানানে প্রচুর ভূল দয়া করে ঠিক করে লেখবেন আশা করি সামনে থেকে।
টিউন টি খুব ভালো লাগল। আর সবগুলো টিউমেন্ট ও দেখলাম। আর এও দেখলাম যে কিছু লোক আছে তারা শুধু অন্যদের নিয়ে গবেষণা করে। কিন্তু …………….। যাক আমি এখানে কারো সম্পর্কে মন্তব্য করতে আসিনি। keep going on @ মাছুম আহাম্মদ
আপনার post টি অনেক গুছানো