ব্লগার হ্যাকিং : অন্য কোন সাইটে সয়ংক্রিয় নিয়ে যাওয়া

বিসমিল্লাহির রহমানির রহিম

অনেক সময় বিভিন্ন কারনে ব্লগের নাম পরিবর্তন করতে হয় বা অন্য কোন ব্লগ চালু করতে হয়, তখন আপনার পুরনো ব্লগটি মুছে দিলে ব্লগটির পাঠকরা আপনার ব্লগ আর খুজে পায় না এবং পাঠক গুলোকে হারাতে হবে। আপনি চাইলে আপনার পুরনো ব্লগ থেকে পাঠকদের সয়ংক্রিয় আপনার নতুন ব্লগে বা সাইটে নিয়ে যেতে পারেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।

প্রথমে ব্লগারে গিয়ে লগঅন করুন। তারপর Design ট্যাব থেকে Edit HTML এ ক্লিক করুন।

তারপর কী-বোর্ড থেকে F3 চাপ দিন। তাহলে সার্চ উইন্ডো আসবে। সেখান <head> লিখে শব্দটি বের করুন।

শব্দটি খুজে পেলে শব্দটির নিচে নিচের কোডটি দিন এবং কোডটির “www.example.com” এর জায়গাতে আপনার নতুন সাইটের ঠিকানা দিন।

<meta content='0;url=http://www.example.com' http-equiv='refresh'/>

কোডটি দেয়ার পর কোড গুলো দেখতে নিচে মত হবে।

তারপর SAVE TEMPLATE এ ক্লিক করুন।উদাহরন হিসেবে নিচের সাইটে ক্লিক করে দেখতে পারেন।

usefultricksforwindows.blogspot.com

কোন সমস্যা হলে কমেন্ট করবেন।

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

:D:D:D aitare hacking bole? hahaha. jantam na. dhonnobad

    ভাই হ্যাকিংয়ের সংজ্ঞাটি কি আপনার কাছে? না কি হ্যাকিং বলতে শুধু ক্র্যাকিং বুঝেন?

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

    kichui bujhi na bhai…ami bhai khub shadharon ar thekeo shadharon manush. mind korar kichu nai. sotti kotha onek valo hoise apnar post. ami to kharap boli nai. anywas….thanks

    আগে জানতেন না!! ঠিক আছে আজ থেকে জেনে নিন। আপনাকেও ধন্যবাদ।

আপনি কি উদাহরণ দিলেন ঠিক বুঝলাম না। এটা তো রিডাইরেক্ট হয় না।
আর আপনার কোডে সম্ভবত একটা সিনট্যাক্স ইরর আছে। ওখানে রিফ্রেশ টাইমটা উল্লেখ করতে হবে।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

    দুঃখিত ভাই একটা সাইটের ঠিকানা দিতে আরেকটার ঠিকানা দিয়েছি। পোষ্ট আপডেট করেছি, এখন উদাহরনের লিঙ্ক কাজ করবে।

সোহাগ ভাই,
একটা অন্য জিনিস জানতে চাই, কমেন্টে কীভাবে লিন্ক যোগ করা হয়।
যেমন বাবর ভাই দিয়েছে Movie, Music, Ebooks, Software all is here.

    আপনি লিঙ্ক দিতে এ সূত্রটি ব্যবহার করতে পারেনঃ

    <a href="http://www.example.com/">NAME</a>

    এখানে http://www.example.com/ এর জায়গায় আপনার ঠিকানা এবং NAME এর যায়গায় নাম যেমনঃ Movie ।

    ———————-

    IW wintricks

what will happen in case of wordpress if i want to transfer?
thanks.

Vece thakle dekha hobe. Ami tomader e lok.
http://armanworld.jw.lt