শর্টকাট ভাইরাস দিয়ে আপনার বন্ধুর পিসি ঝালা-পালা করে দিন।।

আপনাহয়তো অনেকে Shortcut ভাইরাসের সাথে পরিচিত। আমি নিজেও জানি না এইটার আবিস্কারক কে সিস্টেম নিজে না অন্যকেউ যাই হক আজ আমি আপানাদের Shortcut ভাইরাস সেয়ার করব

তো নিচেথেকে Shortcut ভাইরাস গুলি ডাউনলোড করে নিন। 😎

Download :mrgreen:

এটি একটি রার ফাইল। এই ফাইল টি Extract করুন ভিতরে কতগুলো Shortcut ফোল্ডার দেখতে পারবেন। এগুলি হল ভাইরাস। খেয়াল রাখবেন আপনি যাতে ভুল করেও সেই Shortcut ফোল্ডর গুলোতে ক্লিক না পরে। 😯

এইবার এই ফাইল গুলো পেনড্রাইভ বা মেমোরির মাধ্যমে আপনার বন্ধুর পিসি তে পাঠান। এবং তাকে বলুন ক্লিক করতে। তাকে দিয়ে কিভাবে ক্লিক করাবেন সেই আইডিয়া আপনি আগেথেকে পরিকল্পনা করে রাখবেন। 🙄

তার পিসি তে যদি এন্টি ভাইরাস দেওয়া থাকে তাতেও কোন সমস্যা নেই কারন এই ভাইরাস সাধারন এন্টিভাইরাস ধরতে পারে না। 😮

 

এখন আসি কী ভাবে এই ভাইরাস থেকে পিসি কে রক্ষা করবেন।

সহজে শর্টকাট রিমুভ করার জন্য একটা ফাইল ডিলিট করতে হবে, সেটা হল

C:\Windows\system32\wscript.exe

এই ফাইলটা ডিলিট করতে দেবে না আপনাকে, আগের টিউনে ইউজারদের কন্ট্রোল বদলে কিভাবে ডিলিট করতে হয় সেটা বলেছে কিন্তু Unlocker নামের সফটওয়্যারটা দিয়ে সহজেই ডিলিট করা যায়। সফটওয়্যারটির সাইজ মাত্র ১ এমবি।

Download 😛

আর পেন ড্রাইভ থেকে শর্টকাট রিমুভ করতে চাইলে নিচের কম্যান্ড টুকু CMD তে রান করান।

attrib -h -r -s /s /d g:\*.*

এখান থেকে "g" এর জায়গায় আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার দেবেন। কাজ হওয়ার পর কোন মেসেজ দেবে না শুধু আরেকটা নতুন কম্যান্ড লাইন ওপেন হবে। তারপর আপনার পেন ড্রাইভে গিয়ে দেখবেন আপনার ফাইল গুলো ঠিক হয়ে গেছে। সব গুলো ফাইল কপি করে পেন ড্রাইভ ফরমেট করুন।

তাছারা আপনি Smadav এন্টিভাইরাস ব্যহার করতে পারেন

Smadav 10.0 😮

আপনাদের জন্য আমার তৈরি করা ছোটো একটি অ্যান্ড্রয়েড এপ্লিকেশন আশা করি আপনাদের ভালো লাগবে /  😳  😮 

Downlaod 😳

আমি ফেইবুকে MEHEDI.SHAON.12

Level 0

আমি ShaOn Kr। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এগুলা দিয়া win7 এর পরের ভার্সনে কিছু হয় না।

kaj pan na neta, akam koren?

akam ar post hole0 nic post…

ভাল হয়েছে । শেয়ার করার জন্য ধন্যবাদ।