Bangladesh এর সাইবার স্পেস রক্ষায় উদ্যোগ নিল BD Script Kiddie Hackers

ইদানিং বাংলাদেশের সাইবার স্পেসে ভারতের ব্যাপক হামলা দেখা দিয়েছে । ইতিমধ্যে দেখা যাচ্ছে BD Script Kiddie hackers নামক দল বাংলাদেশের বেশ কিছু সাইটে দুর্বলতার বার্তা দিচ্ছে

Gonoshasthaya Samajvittik Medical college বাংলেদেশের এই মেডিকাল কলেজের সাইট টিতে গেলে এই বার্তাটি লক্ষ করা যায়


কয়েকদিন আগে http://epb.gov.bd/ বাংলাদেশের এই সরকারি সাইটটিতে ইন্ডিয়ার আক্রমন লক্ষ করা যায় । আর কিছুক্ষন পরেই তা রিকোভারিতে নেওয়া হয় । BD Script Kiddie Hackers এর একজন ক্রু এর কাছে জানা যায় যে ," এই সাইটির ভিতরে কমপক্ষে ১০টি ফাইল পাওয়া গিয়েছে যা দিয়ে হ্যাকাররা এই সাইটটি তাদের কবলে আনতে সক্ষম হত । আমরা তা সরিয়ে দিয়েছি । আর সাইটের দুর্বল জায়গা গুলো ঠিক করে দেওয়া হয়েছে ।

" তাদের একজন ক্রু Cyber_x এর কাছ থেকে জানতে পারা যায় যে " আসলে আমাদের দেশের সাইটের এডমিন দের কে আরো সচেতন হওয়া দরকার । তারা সাইটে 12345 ইত্যাদি এমন পাসওয়ার্ড দেওয়ার ফলে ওদের সাইটি হারাতে হয় । আর আমরা তাদের দুর্বলতার ব্যাপারে জানালে তাদের সাড়া পাওয়া যায়না । ফলে আমরা ওনাদের ফ্রন্ট পেজ এ সতর্ক বার্তা দিতে বাধ্য হই । " অবাক হলেও সত্য যে ওনাদের কিছু কিছু বার্তা এখনো সাইটে ঝুলে আছে বেশি কিছু সাইটে !!

গ্রুপের এডমিনের নির্দেশে BD Script Kiddie  Hackers ( BSKH ) বাংলাদেশের সাইট সিকিউর করার কাজ নিরবে করে যাচ্ছে এবং সামনেও করতে থাকবে আর বাংলাদেশের এডমিনদের অনুরোধ করা যাচ্ছে তারা যেনো ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখে

BD Script Kiddie Hackers এর সমস্ত আপডেট দেখা যাবে এখানে https://www.facebook.com/BD.Script.Kiddie

Level 0

আমি সাইবার এক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ছোট কাল থেকেই টেকনোলজি নিয়ে অনেক আগ্রহী ছিলাম. নানারকম জিনিস নিয়ে খুটিনাটি করতে পছন্দ করতাম . ইলেকট্নিক অনেক জিনিস নিয়েও খেলতাম. আমার ছোটকাল থেকেই মানুষকে হেলপ করতে চাইতাম.হেলপ করার যথাসমভব হেলপ করার চেষটা করি এখনও.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ!! চমৎকার !!
আপনারা কি টেকটিউনসে শো-অফ করতে আসছেন ??? টেকটিউনস কি শো-অফ করার জায়গা ????

চারদিকে এত এত হ্যাকার !!! আমরা কই যাই ???

হালা নিজের আইডি থেইকা নিজের সাক্ষতকার লেখস! দিলি তো টেকটিউন্সের পরিবেশ টা নষ্ট কইরা :3