টাকা কাটবে আপনার বন্ধুর মোবাইল থেকে আর MB আসবে আপনার মোবাইল এ

কেমন আসেন আপনারা? আশা করি অনেক ভাল।
আপনারা ইতিমধ্যে শুনেছেন যে GramennPhone তাদের ইন্টারনেট এ ইচ্ছা মত প্লান নিয়ে এসেছে।
আজ আপনাদের কে দেখাবো এ সার্ভিস এর একটা খারাপ দিক।

পোস্ট এর টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন।

আসুন শুরু করি।

প্রথম এ নিচের লিঙ্ক এ যান।

Link Here

গেলে নিচের মত একটা পেজ দেখতে পাবেন।

এখান থেকে আপনার ইচ্ছা মত MB সিলেক্ট করুন।


এবং মিনিট 0 মেয়াদ কয়দিন নিবেন সেটা সিলেক্ট করুন।
যদি SMS না নিতে চান তাহলে ওটাও 0 করুন।


এবার দান দিকে Buy Now নামে একটা অপশন পাবেন ওটা তে ক্লিক করুন।

 

এবার নিচের মত একটা অপশন পাবেন আপনি Gift This এর পাসে টিক দিন।


তাহলে নিচের মত অপশন পাবেন।
এখন আপনি যার ফোন থেকে টাকা কেটে আপনার ফোন এ নিতে চান তার নাম্বার টা প্রথম বক্স এ দিন।
আর আপনার নাম্বার টা পরের বক্স এ দিন।

এবার নিচের মত একটা বক্স আসবে।
আপনি প্রথম বক্স এ যার নাম্বার দিসেন তার ফোন এ ৪ সংখ্যার একটা কোড SMS এসেছে।
ওই কোড টা আপনি নিয়ে এই বক্স এ বসিয়ে Submit করলেই কেল্লা খতম।

 
কিছু কথাঃ
আপনি ভাবতে পারেন যে। ওই কোড আমি কি করে পাব?
সেটার জন্যই আমি টাইটেল এ বলে দিসি যে ফ্রেন্ড এর মোবাইল।
আরে ভাই, আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে?
এখন আপনি কি ভাবে কোড নিবেন সেটা আপনার ব্যাপার।
ভাল থাকবেন সুস্ত থাকবেন, আর আমার জন্য দুয়া করবেন।
জাতে নেক্সট টাইম ভালো কিছু উপহার দিতে পারি।

Level 0

আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Simple But Not Simple


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Kn Je Eigula Tune Koren Bujhi Na. Nijer Mulloban Buddhi Ke Shothik Pothe Poricalona Koren.

নিজে চুরি করবেন তা আবার অন্য কে শিক্ষা দিতেছেন

বাহ ডিজিটাল চুর

ধন্যবাদ। এত কথার দরকার কি! সকলকেই সচেতন থাকতে হবে মোবাইলে যত প্রকার পিন কোড আসুক নিজে ব্যতিত কখনোই ২য় জনের নিকট প্রকাশ করব না। তার পর দেখি কিভাবে কাজ কিংবা হ্যাক হয়!!

Level 0

ভাল টিউন

Level 1

বুঝলামনা!! TT আজকাল মনি-ঋশি আর ব্রহ্মচারীদের আস্তানা হয়েগেল নাকি? যতদুর জানি, টিটিতে সবাই আসে শিখতে-আর সম্ভব হলে শিখাতে; অযাচিত উপদেশ দেওয়া বা শুনার জন্য নয়। জিপি একটি নতুন প্ল্যান দিয়েছে আর সাগর ভাই জানার পর সেটা সবার সাথে শেয়ার করেছেন। (যদিও শিরোনামটা হয়তবা পাল্টানো যেত)। এতে দোষের কিছু নাই। অনেকেই টিউমেন্টে এমনসব কথা লিখছেন যেন উনি মহা অপরাধ করে ফেলেছেন। তথাকথিত টিউমেন্টার গণদের বলছি ভাই, কোন ট্রিক্স শিখানোতে দোষ নেই, যদিনা আপনার মানসিকতা নোংরা হয়। হলফ করে বলতে পারি আমি কখনো অন্যায়ভাবে এটা ব্যবহার করবোনা, শুধুমাত্র গিফট দেওয়া বা নেওয়া ছাড়া।

tnx via. Akhon thake gp sim a taka rakhbo na.

Level 0

খুবি ভাল লাগল চালিএ জান thanks.

বন্ধু বেকুব হলে সম্ভব।

sagor via gp free net for pc taratari den

Level 0

Thnx for warning brother…:)

Level 0

সাগর ভাই আপনাকে ধন্যবাদ টিউন টি করার জন্য। 1000 টি ‍এস,এম,এস এর মূল্য 57.50. তার মানে 0.05 পয়সা .দারুণ ।

ধন্নবাদ আপনাকে।। জেনে সতরক থাকা ভাল…।। চালিএ জান আমরা আছি আপনার সাথে…।

Level 0

ধোঁকাবাজী!

এতো হারামী হলে দুনিয়ায় চলতে পারবনা

Level 0

টেকটিউন্সের দৃষ্টি আকর্ষন করছি, এই পোষ্ট রিমুভ করুন