প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন?আশা করি ভালো তবে এই পোস্ট পড়া শেষে মনে হয় আপনার রক্ত গরম হয়ে যাবে এবং আর ভালো থাকবেন না 😀 ।আপনারা মনে হয় প্রায় সবাই জানেন যে কয়েকদিন ধরে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে তাঁদের প্রতিপক্ষ দলগুলোর বিরুদ্ধে 'মউকা মউকা'শিরোনামে এক ধরণের অপমানমূলক ভিডিও বানিয়ে এসেছিল।কোন দল এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি।ফলে ইন্ডিয়া লাই পেয়ে কয়েকদিন আগে বাংলাদেশের বিরুদ্ধে মউকা মউকা সিরিজের এমন ভিডিও বানায় যেখানে এক পর্যায়ে লেখা উঠে 'India created Bangladesh' যা ছিল চূড়ান্ত ধরণের অপমান।এখানে বাংলাদেশের ইতিহাসের উপর তারা অপমান করতে চেয়েছিল।কিন্তু বাঙালি এই অপমানের শোধ নিয়েছে আরও নানা ভিডিও বানিয়ে।ঘটনা কিন্তু এখানে শেষ নয়,ইন্ডিয়ানরা এই বাংলাদেশি মউকা মউকা ভিডিওর বদলে ইন্টারনেটে বাংলাদেশিদের নিয়ে হাসাহাসি শুরু করে এবং নানা বাজে কথা ছড়ায়।
এ পর্যন্ত হ্যাকাররা বসে ছিল,কিন্তু এ পর্যায়ে এসে আর বসে থাকতে পারেনি।বাংলাদেশের সেরা হ্যাকারদের টিমগুলো একত্র হল।অবিশ্বাস্য!কারন এই টিমগুলোর মাঝে নানা ঝগড়া ঝাটি ছিল কিন্তু দেশের জন্য তারা একত্র হল।তারা সবাই সিদ্ধান্ত নিল এই মউকার বিরুদ্ধে তারা ইন্ডিয়ার উপর সাইবার এটাক চালাবে,ইন্ডিয়ার সাথে শুরু করবে সাইবার ওয়ার( না জানলে এই লিঙ্কে যান গুগলে সার্চ করেন)ও বলতে ভুলে গেছি,এটা বাংলাদেশের প্রথম সাইবার ওয়ার না,২০১২ সালে ইন্ডিয়ার সাথে এরকম আরেকটি যুদ্ধ হয়েছিল এবং আমাদের বাংলাদেশ এতে জিতেছিল 😎
যেসব টিম এ সাইবার ওয়ারে (২০১৫) সালে অংশ নিচ্ছে তারা হল
Bangladesh Script Kiddie Hackers
Team_CC
Cyber Sword
Bangladesh Cyber Army
Bangladesh Grey Hat Hackers
3xp1r3 Cyber Army
এবং...... Bangladesh Black Hat Hackers
সব দলগুলো একত্রিত হয়ে একযোগে ইন্ডিয়ার ওয়েবাসাইটগুলোর উপর হামলা চালাচ্ছে এবং প্রচুর সাফল্য পাচ্ছে।ওয়েবসাইটগুলোর লিস্ট দেখতে চাইলে কমেন্ট করুন
আপনারা hacked হওয়া যেকোনো একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে এরকম দেখবেন
দেখুন ইন্ডিয়ান হ্যাকারদের জন্য বাংলাদেশি হ্যাকারদের ম্যাসেজ https://www.youtube.com/watch?v=pwsdPk9y61U
কিন্তু এখানে শেষ নয়,গতকালের বাংলাদেশের ম্যাচে আইসিসি যে বড় দুর্নীতি করল,এর জন্য হ্যাকাররা ইন্ডিয়ান ওয়েবসাইটগুলোর ওপর বড় ধরণের হামলা চালানোর পরিকল্পনা করছে।কিন্তু কয়েকটি টিম মিলে একা তো পারবে না,কথায় আছে,'দশের লাথি,একের বোঝা'তাই এখন আপানার কাছে হেল্প চায়।
আমি!!!!!!আমিতো হ্যাকিং এর হ জানিনা?
আপনাকে খালি হ্যাকিং করতে হবে এমন কোন কথা আছে?আপনি ফেসবুক বা টুইটারে এই হ্যাকিঙের কথা জানিয়ে দিন যাতে সবাই জানতে পারে।কিংবা আপনি ইচ্ছা করলে ফেসবুকে তাঁদের পেজ লাইক দিয়ে সব খবর জানতে পারেন(পেজ https://facebook.com/ROTTIGERS অথবা তাঁদের ইভেন্টে অংশ নিতে পারেন (ইভেন্ট https://facebook.com/events/415570758603052 )
অথবা আপনি তাঁদের সাপোর্ট করতে পারেন এই Hashtag ইউজ করে #RiseOfTheTigers #OpIndia
দূর মিয়া!এগুলা ফালতু কাম।আপনি না বললেন হ্যাকিং শিখাবেন???
না আমি হ্যাকিং শিখাব না।তবে আপনি যদি কিছু না জানেন তবু হ্যাকিং নিয়ে আগ্রহী হন তবে এই গ্রুপে জইন করুন https://facebook.com/groups/1427433174216895 এই গ্রুপে জয়েন করে আপনি ডিডওএস এটাক চালাতে পারেন।এই গ্রুপটি কিন্তু যারা সাইবার ওয়ার করছেন তাঁদের দ্বারা চলে!(শুধুমাত্র পিসি ও Android)(DDos Attack সম্পর্কে জানতে গুগলে সার্চ করেন) এখানে গ্রুপের এডমিনের নির্দেশ অনুসারে এটাক চালাবেন।(আপনি যদি চান তবে কোন গ্রুপে না থেকেও এটাক চালাতে পারেন)
আশা করছি আপনারা আমাদের সাহায্য করবেন।
ইন্ডিয়া এবার হ্যাকার সামলা!
আমি আরিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়েবসাইটগুলোর লিস্ট দেখতে chai……………………