শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে।
আমরা এখন এমন একটা জীভন অতিবাহিত করছি যখন ইন্টারনেট ছাড়া লাইফ ইম্পসিবল। আর আমাদের দেশের ইন্টারনেটের যা দাম, তা দিয়ে ঠিক ভাবে ইন্টারনেট ব্রাউজ করাও সম্ভব না।
তাই আমাদের আরাম আয়েসের জন্য একটু বাকা পথে ইন্টারনেট ব্রাউজ করতে হয়। বাকা পথের মধ্যে Wifi Hack অন্যতম। যখন দেখি আমার মোবাইল এ অনেকগুলা Wifi লাইন আছে তখন একটা চিন্তাই মাথায় আসে। কিভাবে Wifi Hack করা যায়। যদি Wifi Hack পারতাম তাইলে কি মজাই না পেতাম??
যাক আর কথা বাড়াব না। নিচে কার্জ পদ্ধতি দেয়া আছে।
ওয়াইফাই নেটওয়ার্ক হাকিং পদ্দতি ১০০% কাজ করবে
প্রথমে CMD তে Administrator mode এ জান
"netsh wlan show profiles" Type করে Enterচাপুন
তারপর "netsh wlan show profiles <যেই ওয়াইফাই Hack তার নাম> key=clear" Type করে এন্টার চাপুন
তারপর একটা পেজ আসবে
যেখানে লিখা আছে key content এইটা হল পাসওয়ার্ড।
আরও সহজ পদ্দতিতে অনুসরন করতে চাইলে এই লিঙ্কটিতে ক্লিক করুন
100% working!!
আমি জাতির বিবেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thx..