টেকটিউনস এর উস্তাদ ভাইরে কই! আমার একটা ফাইলের পাসওয়ার্ড খুলে দেননা!

আমার জানামতে বাংলাদেশের সব বড় বড় টেকি উস্তাদেদের আনাগোনা এই টেকটিউনস এ, আমি একটি দরকারি RAR ফাইল ডাউনলোড করেছি ৬ মেগাবাইটের মত। কিন্তু ফাইলে দেখি পাসওয়ার্ড দেওয়া। অনেক চেষ্টা করলাম কিন্তু পাসওয়ার্ড খুলতে পারলাম না। কোনো ভাই যদি হেল্প করতেন বা কোনো কার্যকরী পরামর্শ দিতেন কৃতজ্ঞ থাকবো।

একই রকম আর একটি exe ফাইল পেয়েছি কিন্তু এটাতেও পাসওয়ার্ড দেওয়া। যেকোনো একটা খুলতে পারলেই হতো।

সবাইকে অগ্রিম ধন্যবাদ!

http://www.mediafire.com/download/mnqvlrqmsmbwak5/garments.rar

http://www.mediafire.com/download/pbzeq3lc46dbs3s/9.0+crack+key.exe

Level New

আমি Arman Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান, winrar ফাইল যতই চেষ্টা করেন, খুলতে পারবেন না। আমি নিজেই হাজারবার ট্রাই করছি। তাই সময় নষ্ট করবেন না। কিন্তু কয়েকটা পেইড Software আছে যা দিয়ে winrar file খুলতে পারবেন, কিন্তু ফ্রী পারবেন না।

Level 0

hobe na vai… ami o onk try korsi…

Level 0

hoy but onek somoy laga……..

আসলে পাসওয়ার্ড ভাঙ্গা যায় না ঠিক তা নয় , কিন্তু অনেক সময় লাগে , ছোট খাট বা খুব সরল পাসওয়ার্ড বা ভাগ্য খুব ভাল হলে হয়ত ভঙ্গা যেতেও পারে ! তবে ট্রাই করে টাইম নষ্ট করা ঠিক নয় আমি মনে করি ।

শফিউল আলম, mdsajolrj, Prial Khan, Ashikur Rahman Tomal সবাইকে ধন্যবাদ!
আমি একটি সফ্টওয়্যার দিয়ে ট্রাই করেছিলাম। ৭ দিন একটানা চলার পর সে মাত্র ৬ ডিজিট পর্যন্ত যতে পেরেছে। তার মানে পাসওয়ার্ডটা যদি ১০ বা ১২ ডিজিটের হয় তহলে ১ মাসের বেশি সময় লাগবে।
তবে ইউটিউবের একটি ভিডিও দেখে ফাইলগুলো বাইপাস করে কপি করতে পেরছি। কিন্তু ফাইলগুলি মনে হয় করপ্টেড হয়ে গেছে , কাজ করে না।

@নিষ্পাপ হ্যাকার । ভাই তারা তো ১০ ইউরো চায়।
তাদের কোনো বাংলাদেশী এজেন্ট থাকলে টাকা দিতে রাজি আছি।

Level 2

Password যিদি সহজে খুলাই যেত, তাহলে আর পাসওয়ার্ডের নিরাপত্তা রইলো কোথায়। তাই পাসওয়ার্ড ভাঙ্গার চিন্তা না করে, ফাইলের মালিকের কাছ থেকে আনার চেষ্টা করা উচিৎ (টাকা খরচ করে হলেও)।

it is wrong bro….so can’t help u