আমার জানামতে বাংলাদেশের সব বড় বড় টেকি উস্তাদেদের আনাগোনা এই টেকটিউনস এ, আমি একটি দরকারি RAR ফাইল ডাউনলোড করেছি ৬ মেগাবাইটের মত। কিন্তু ফাইলে দেখি পাসওয়ার্ড দেওয়া। অনেক চেষ্টা করলাম কিন্তু পাসওয়ার্ড খুলতে পারলাম না। কোনো ভাই যদি হেল্প করতেন বা কোনো কার্যকরী পরামর্শ দিতেন কৃতজ্ঞ থাকবো।
একই রকম আর একটি exe ফাইল পেয়েছি কিন্তু এটাতেও পাসওয়ার্ড দেওয়া। যেকোনো একটা খুলতে পারলেই হতো।
সবাইকে অগ্রিম ধন্যবাদ!
http://www.mediafire.com/download/mnqvlrqmsmbwak5/garments.rar
http://www.mediafire.com/download/pbzeq3lc46dbs3s/9.0+crack+key.exe
আমি Arman Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইজান, winrar ফাইল যতই চেষ্টা করেন, খুলতে পারবেন না। আমি নিজেই হাজারবার ট্রাই করছি। তাই সময় নষ্ট করবেন না। কিন্তু কয়েকটা পেইড Software আছে যা দিয়ে winrar file খুলতে পারবেন, কিন্তু ফ্রী পারবেন না।