আমরা বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স! আপনারা জানেন , এই দেশে ভাল যে কোন কাজ করতে গেলেই বাধার সম্মুখিন হতে হয়! আপনারা জানেন আমরা যমুনা টিভিতে প্রোগ্রাম করে হ্যাকিং নিয়ে মানুষের ভুল ভাঙ্গানো এবং প্রকৃত ধারনা দেওয়ার চেষ্টা করেছি, ম্যাগাজিন বের করে আইটি জ্ঞান এবং সাইট এডমনদের সিকিউরিটি ইস্যু গুলো নিয়ে সাহায্য করেছি, জন সাধারনের জন্য ফ্রি তে প্রোগ্রামিং ক্যাম্প করে তাদের প্রোগ্রামিং ভাষা শিখানোর চেস্টা করেছি, ফেসবুক গ্রুপে অনলাইন সিকিউরিটি এর উপড় ৩ দিনের ফ্রী কোর্স করিয়েছি, নতুন নতুন টুলস রিলিজ দিয়েছি এবং তা সবার জন্য উম্মুক্ত করে দিয়েছি! বাংলাদেশের সাইবার স্পেস রক্ষার্তে আমাদের পরবর্তী জেনারেশন যেন এগিয়ে আসে, তাদের হ্যাকিং জ্ঞানে পারদর্শী আর আমাদের নিয়মিত কাজ বাংলাদেশী সাইটের ক্রুটি পরীক্ষা করে তা সাইট এডমিন কে মেইল করা অব্যাহত রেখেছি। আর বিদেশী হ্যাকারদের আক্রমন থেকে নিজ দেশের সাইটগুলোকে যতটা সম্ভব সিকিউর করার চেস্টা করেছি এবং যে দেশের হ্যাকার রা দেশীয় ওয়েবে আক্রমন করলে তাদের উপড় পালটা আক্রমন করে তাদের দেশের সাইট ধ্বসে দিয়েছি! আর সাইবার ওয়ার নিয়ে কি করেছি সেটা সবাই জানেন । আর এ সব কিছু আমরা করে থাকি ফ্রীতে।
তবে কিছু প্রফেশনাল লেভেলের প্রতারক আমাদের নাম দিয়ে করে গেছে একের পর এক ল্যামিং! কারন আমাদের কারনে তারা তাদের অবৈধ মানুষ ঠকানো বিজনেজ চালিয়ে যেতে পারছিল না তাই তারা আমাদের নামে ফেইক গ্রুপ, পেইজ, নামের পাশে বিডি ব্ল্যাক হ্যাট পরিচয় দিয়ে ট্রেইনিং জোন খোলার নামে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এবং তাদের দিয়ে করিয়ে যাচ্ছে অমানুষিক কিছু কাজ! আমাদের বিরুদ্ধে একের পর পর এক বুনে গেছে ষড়যন্ত্রের জাল! তারা আমাদের মেইন পেইজ এবং প্রতিটি এডমিন, মডারেটর, ক্রু দের আইডি তে জন প্রতি ৩০ টা ফেইক আইডি দিয়ে রিপোর্ট করে আমাদের পেইজ এবং আইডি গুলো বন্ধ করার চেস্টা করেছিল যাতে তারা নিজেদের আসল বিডি ব্ল্যাক হ্যাট বলে প্রতিষ্ঠিত করতে পারে! ইতিমধ্যেই তাদের অনেকের পিসিতে আমাদের স্পাই ওয়্যার ঢুকে গেছে !
আজ তাদের পরিচয় এবং ল্যামিং গুলো আমরা উমুক্ত করে দিয়েছি! এ নিয়ে আমাদের ব্লগে ডিটেইলস পোস্ট দেওয়া হয়েছে! সবাই এদের চিনে নিন এবং এদের থেকে নিজেকে সাবধানে রাখবেন। এদের প্রতারণার ফাঁদে আর কেউ পা দেবেন না!
বিস্তারিত: http://bdblackhats.blogspot.com/2015/01/blog-post_31.html
Official page: Bangladesh Black HAT Hackers
আমি পার্থ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks.