বাংলাদেশের সাইবার স্পেসের কিছু ল্যামারকে চিনে নিন!

আমরা বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স! আপনারা জানেন , এই দেশে ভাল যে কোন কাজ করতে গেলেই বাধার সম্মুখিন হতে হয়! আপনারা জানেন আমরা যমুনা টিভিতে প্রোগ্রাম করে হ্যাকিং নিয়ে মানুষের ভুল ভাঙ্গানো এবং প্রকৃত ধারনা দেওয়ার চেষ্টা করেছি, ম্যাগাজিন বের করে আইটি জ্ঞান এবং সাইট এডমনদের সিকিউরিটি ইস্যু গুলো নিয়ে সাহায্য করেছি, জন সাধারনের জন্য ফ্রি তে প্রোগ্রামিং ক্যাম্প করে তাদের প্রোগ্রামিং ভাষা শিখানোর চেস্টা করেছি, ফেসবুক গ্রুপে অনলাইন সিকিউরিটি এর উপড় ৩ দিনের ফ্রী কোর্স করিয়েছি, নতুন নতুন টুলস রিলিজ দিয়েছি এবং তা সবার জন্য উম্মুক্ত করে দিয়েছি! বাংলাদেশের সাইবার স্পেস রক্ষার্তে আমাদের পরবর্তী জেনারেশন যেন এগিয়ে আসে, তাদের হ্যাকিং জ্ঞানে পারদর্শী   আর আমাদের নিয়মিত কাজ বাংলাদেশী সাইটের ক্রুটি পরীক্ষা করে তা সাইট এডমিন কে মেইল করা অব্যাহত রেখেছি। আর বিদেশী হ্যাকারদের আক্রমন থেকে নিজ দেশের সাইটগুলোকে যতটা সম্ভব সিকিউর করার চেস্টা করেছি এবং যে দেশের হ্যাকার রা দেশীয় ওয়েবে আক্রমন করলে তাদের উপড় পালটা আক্রমন করে তাদের দেশের সাইট ধ্বসে দিয়েছি! আর সাইবার ওয়ার নিয়ে কি করেছি সেটা সবাই জানেন । আর এ সব কিছু আমরা করে থাকি ফ্রীতে।

তবে কিছু প্রফেশনাল লেভেলের প্রতারক আমাদের নাম দিয়ে করে গেছে একের পর এক ল্যামিং! কারন আমাদের কারনে তারা তাদের অবৈধ মানুষ ঠকানো বিজনেজ চালিয়ে যেতে পারছিল না তাই  তারা আমাদের নামে ফেইক গ্রুপ, পেইজ, নামের পাশে বিডি ব্ল্যাক হ্যাট পরিচয় দিয়ে ট্রেইনিং জোন খোলার নামে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এবং তাদের দিয়ে করিয়ে যাচ্ছে অমানুষিক কিছু কাজ! আমাদের বিরুদ্ধে একের পর পর এক বুনে গেছে ষড়যন্ত্রের জাল! তারা আমাদের মেইন পেইজ এবং প্রতিটি এডমিন, মডারেটর, ক্রু দের আইডি তে  জন প্রতি ৩০ টা  ফেইক আইডি দিয়ে রিপোর্ট করে আমাদের পেইজ এবং আইডি গুলো বন্ধ করার চেস্টা করেছিল যাতে তারা নিজেদের আসল বিডি ব্ল্যাক হ্যাট বলে প্রতিষ্ঠিত করতে পারে! ইতিমধ্যেই তাদের অনেকের পিসিতে আমাদের স্পাই ওয়্যার ঢুকে গেছে !

আজ তাদের পরিচয় এবং ল্যামিং গুলো আমরা উমুক্ত করে দিয়েছি!  এ নিয়ে আমাদের ব্লগে ডিটেইলস পোস্ট দেওয়া হয়েছে! সবাই এদের চিনে নিন এবং এদের থেকে নিজেকে সাবধানে রাখবেন। এদের প্রতারণার ফাঁদে আর কেউ পা দেবেন না!

বিস্তারিত:  http://bdblackhats.blogspot.com/2015/01/blog-post_31.html

Official page: Bangladesh Black HAT Hackers

Level 0

আমি পার্থ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @মোঃখায়রুজ্জামান বাপ্পি: আপনাকে পুরোপোস্ট কস্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

এগুলারে পিটানো দরকার। যাহারা প্রতারনা করে।

    @আমিনঃ ঠিকই বলেছেন। আপনাকেও পুরোপোস্ট কস্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

Level New

আসলে কাহারা অরিজিনাল BBHH, তা নিয়ে খুবই চিন্তায় আছি । আপনারা এত বড় পোস্ট দিয়ে নিচে যে ব্লগস্পট লিঙ্ক দিলেন তা ঘুরে ফিরে দেখে মনে হয়নি যে আপনারাই অরিজিনাল BBHH । “The scrap of a tiger indicates the activities of Tigers”. অরিজিনাল BBHH দের খুজে পাওয়া অন্নেক কঠিন !!
I’m seeking during a long time to identify them, but failed.

    @Engr. M Hasan: ভাই এটা নিয়ে চিন্তার এত কিছুই নেই। আমি এখানে বলার চেস্টা করেছি কে ল্যামার আর কে হ্যাকার। আর আমিও বলছিনা যে আপনাকে বিশ্বাস করতে হবে যে আমরাই আসল BBHH। আপনারা আমদের কার্যক্রম দেখেই বিচার করবেন কে আসল BBHH। আর আমরা কাউকে কখনো ট্রেনিং জোনের কথা বলে ফেক আইডি খুলতে বলি না। :p আসলে এখন সবাই সবার ব্যক্তিগত কাজ নিয়ে নিয়ে ব্যস্ত। তাই অনেকেই অনলাইন এ নাই। তাহলে বুঝতে পারতেন কে আসল কে নকল।
    পুরোপোস্ট কস্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

ভাই বাছাইলেন । আমি খেপা রুস্তম ভাই কে অনেক শ্রদ্ধা করতাম । কিন্তু এখন তাকে জুতা পেটা করার ইচ্ছা জাগসে। আমি এই ওদের প্রতারনার শিকার । এখন বুজতে পারলাম। আমাকে বলছিল স্কাইপি তে ভিডিও কল করার জন্য আমি করি নাই। কারণ তখনই আমার সন্দেহ হইসিল। পরে আমাকে গ্রুপ থেকে বাদ দিসিল।
যাই ই হোক এখন আসল সত্য জেনে খুব ভাল লাগসে। আর লেমারদের এখনি আনফ্রেন্দ করতেছি।

বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার এর কি এখানে দেয়া পেজ ছাড়া আর কোন পেইজ, গ্রুপ আছে কি?

Level 0

কয়েক মাস আগে আমি না জেনে ওদের পোস্ট দেখে ক্রু মেম্বার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম ওদের এ ইমেইলে ([email protected] -সরাসরি দিয়ে দিলাম) এ।
ওইখানে সঠিক অ্যাড্রেস,শিক্ষাগত যোগ্যতা,মোবাইল নাম্বার সহ প্রয়োজনীয় সব দিতে বলে।
উল্লেখিত ” ক্ষ্যাপা রস্তম” এর সাথে যোগাযোগ হয়।
কয়েকদিন পরে এই নাম্বার থেকে আমাকে কল দেওয়া হয় (01623894761 – সরাসরি দিয়ে দিলাম,যদিও দেওয়া উচিত না )।
আমি যথেস্ট ন্ম্রভাবে এবং সব প্রশ্নের উত্তর দেই এবং পরে আমাকে সিলেক্ট করে একটা ক্লোজড ফেবু গ্রুপ এ নেওয়া হয় ।
আমাকে বলা হয় গুগল করে প্রয়োজনীয় হ্যাকিং শিখতে,তাছাড়া গ্রুপে একজন(ওদের মতে বাংলাদেশের সব থেকে উচ্চ সারির হ্যাকার) প্রতিদিন নুতন নুতুন পোস্ট করে হ্যাকিং এর।
বলা হয় গ্রুপ এ অ্যাক্টিভ থাকতে এবং নুতুন একটা ফেক আইডি খুলতে।
আমার ফাইনাল পরিক্ষার কারনে গ্রুপ এ অ্যাক্টিভ থাকতে না পারায় আমাকে বাদ দেওয়া হয়।
অনেক কষ্ট পেয়েছিলাম, এবং আপনাদের আজকের এই পোস্ট এর মাধ্যমে আসল ঘটনা জানতে পারলাম।
🙁 🙁
>>এখন যারা নুতুন আছে(শিখছে আমার মত,জানে না কোটা আসল গ্রুপ) তারা ওদের হাতের পুতুল,গ্রপ থেকে বাদ দেওয়ার ভয় দেখিয়ে তাদের দিয়ে যেকোন কিছু করাতে পারে,
যেমনঃ জন প্রতি ৩০ টা ইমেইল+ফেক ফেবু আইডি।
চিন্তা করে দেখেন এইগুলো করতে কত সময় ও পরিশ্রম হবে,তা ছাড়া শুধু শুধু আপনাদের আইডি/পেজে জাস্ট একটা রিপুট করার জন্য ১+১ ফেক ফেবু+জিমেল আইডি।
এইভাবে ৩০ জন করলে কত হয় হিসাব করে দেখেন 🙁
এই ভাবে গুগল/ফেসবুকে বাংলাদেশের রেপুটেশন নষ্ট ছড়াও বিভিন্নমুখী প্রভাব পড়বে<<

আর, এরা সত্যিই মানুষকে ব্যবহার করে, মানুষের সরলতার সুযোগ নিয়ে, মানুষরূপি জানোয়ারগুলো কত নিচে নামতে পারে,এইটা তার উৎকৃষ্ট উদাহারন।

    @Ai.munna: আপনি ব্যান হয়ে লাভবান হয়েছেন। নাহলে আপনার অনেক মূল্যবান সময় নস্ট হত। সামনের এরকম ব্যাপার থেকে সাবধানে থাকবেন। ধন্যবাদ।

Hhhmmmm

সবাইকে ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম। তাই আপনাদের রিপ্লে দিতে পারি নাই।
এত দেরি করে রিপ্লে দেয়ার জন্য দুঃখিত।