অনেক দিন পরে টিউন করতেছি। আমার সালাম নিবেন । গত টিউনে ভাল সারা পেয়েছি তাই আবার টিউন করছি । যাই হক কথা না বারিয়ে কাজের কথা বলি ।
আজকাল প্রায়ই দেখা যায় ফেসবুকে অনেকেই প্রোফাইল পিকচার লক করে রাখে [Privacy : Only me] । এজন্য ইউজার ছাড়া অন্য কেউ তার প্রোফাইল পিকচার দেখতে পারে না। তাই আজকে আমি আপনাদের লক করা প্রোফাইল পিকচার কিভাবে দেখতে হয় তাইই শিখাব।
এইটা খুবই Simple একটা কাজ । যে কেউ ই করতে পারবেন ।
Step 1 :
প্রথমে আপনার ফ্রেন্ড এর প্রোফাইল এ যান ।
তার প্রোফাইল লিঙ্কটা কপি করুন ।
ধরুন আমারটা https://facebook.com/rhyme.ahnaf
Step 2 :
নিচের লিঙ্ক এ যান ।
http://is.gd/hiddenfbpic_rhyme
বক্সটার ভিতর আপনার ফ্রেন্ড এর প্রোফাইল লিঙ্কটা Paste করুন এবং 'OD' এ ক্লিক করুন ।
আর উপভোগ করুন আপনার ফ্রেন্ড এর লক করা প্রোফাইল পিকচার তাও আবার Full Resolution এ।
ধন্যবাদ । ভাল লাগলে আমাকে Follow করতে পারেন ।
আমি রাইম আহনাফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Just passed HSC :)
ফেসবুকের ছবির লিঙ্ক বদলানোর পরে অনেক খুঁজেছি এবার পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে 🙂