হ্যাকার হচ্ছে সেই ব্যাক্তি জিনি নিরাপত্তা অনিরাপত্তার সাথে জরিত এবং নিরাপত্তার ব্যাবস্থার দুরবল দিক খুজে বের করায় বিষেশ ভাবে দক্ষ অথবা অন্য কম্পিউটার ব্যাবস্থার অবইধ অনপ্রবেশ করতে সক্ষম বা এর সম্পরকের গভির জ্ঞানের অধিকারি । সাধারন ভাবে হ্যাকার শব্দটি কালো টুপি হ্যাকার অর্থেই সবচেয়ে বেশি ব্যাবহিত হয় যারা মুলত ধংস মুলক বা অপরাধ মলুক কর্মকান্ড করে থাকেন । এছারা আরো নইতিক হ্যাকার রয়েছে যারা সাধারন ভাবে সাদা টুপি হ্যাকার নামে পরিচিত এবং নইতিকতা সম্প্ররকে অপরিস্কার হ্যাকার আছেন জাদের দুসর টুপি হ্যাকার বলেন । এদের মধ্যে পারথক্য করার জন্য প্রায়শ শব্দটি ব্যাবহার করা হয় যা কম্পিউটার নিরা পত্তা হ্যাকার থেকে একাডেমিক বিষয়ের হ্যাকার থেকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় , অথবা অসাধু হ্যাকার (কালো টুপি হ্যাকার) নইতিক হ্যাকারের (সাদা টুপি হ্যাকার) পার্থক্য বুজাতে ব্যাবহিত হয় , হ্যাকাররা বার্চুয়াল জগতের নতুন কিছু শ্রিস্টি করতে পারে , সমস্যার সমাধান করতে । পারে তারা সাধিনতা এবং পারস্পারিক সহযোগিতায় বিশ্বাসি । হ্যাকার হওয়ার সর ব প্রথম শর্ত হচ্ছে আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কোন ধরনের হ্যাকার হবেন । উপরে তিন ধরনের হ্যাকার সম্পর্কে আলচনা করা হয়েছে আপনাদের সুবিধার্থে আরেক্টু লিখতেসি
সাদা টুপি হ্যাকার (White Hat Hacker)- এরা কম্পিউটার তথা সাইবার ওয়ার্ল্ডের প্রদান করে । এরা কখনো অপরের ক্ষতি করেনা । এদের কে ইথ্যেকেল হ্যাকার বলা হয় ।
ধুসর টুপি হ্যাকার (Grey Hat Hacker)- এরা এমন এক ধরনের হ্যাকার যারা সাদা টুপি এবং কাল টুপি হ্যাকারের মধ্যপর্তি স্থানে অবস্থান করেন । এরা ইচ্ছা করলে কারোও ক্ষতি ও করতে পারে এবং উপকারো করতে পারে
কালো টুপি হ্যাকার (Black Hat Hacker)- হ্যাকার বলতে সাধারনত কালো টুপি হ্যাকার দের বোঝায় এরা সব সময় কোন না কোন ভাবে অপরের ক্ষতি করার চেস্টা করে । সাইবার ওয়ার্ল্ডে এরা সবসময় ঘ্রিনিত হয়ে থাকে । এছারাও আরো কিছু হ্যাকারের ধরন রয়েছে । যেমন-
সাইবার এক্সডি (Cyber XD)- এরা নিজেরা ভিবিন্ন শেল আপলোড করে থাকে ওয়েব সাইটে এবং অন্যের ক্ষতি করেনা
স্ক্রিপ্ট কিডি (Script Kidie)- এরা নিজেরা কিছুই পারেনা বরং ভিবিন্ন সফটওয়ার টুলস ব্যাবহার করে থাকা
ক্ষমা করবেন আমার বানান গুলা অনেক ভুল হইছে এটা আমি জানি কারন আমার কিবুর্ড টা হালকা নস্ট তাই ধনবাদ
পরের পর্ব আরো অনেক পার্ট আছে কিন্তু কেও মিস করবেন্না
ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘোরে আইসেন DuniaBD.Com
এই গ্রোপে জয়েন করতে পারেন হ্যাকিং নিয়ে অনেক কিছু পাবেন
ফেসবুক গ্রউপ
আমাকে ফেসবোকে পেতে
শিমান্ত হাসান
আমি Shimanto Neer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, এক কাসুন্দি আর কতবার ঘাটবেন?