কম্পিউটার হাকিং ও সোসিয়াল ইঞ্জিনিয়ারিং এর তিনটি অসাধারন বই- লেখক কেভিন মিটনিক

পুর্বে হ্যাকার ও বর্তমানে কম্পিউটার সিকিউরিটি কন্সালটেন্ট কেভিন মিটনিক এর নাম ডিজিটাল জগতের খুব কম মানুস আছেন যারা শুনেন নি। কেভিন মিতণিক হচ্ছেন একজন আমেরিকান কম্পিউটার নিরাপত্তা কনসালট্যান্ট, লেখক, সাজাপ্রাপ্ত সাইবার অপরাধী এবং হ্যাকার। তাকে বিভিন্ন সময় কম্পিউটার এবং যোগাযোগ-সংশ্লিষ্ট অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। যখন মিটনিক পুলিশের হাতে ধরা পড়েন, তখন তিনিই ছিলেন যুক্তরাষ্ট্রের কম্পিউটার-সংশ্লিষ্ট অপরাধের জন্য ‘মোস্ট ওয়ান্টেড’ হ্যাকার।

এফবিআই ১৯৯৫ সালের ১৫ ফেব্রুয়ারি মিটনিককে তার নর্থ ক্যারোলাইনার এপার্টমেন্ট থেকে গ্রেফতার করে এবং ২০০০ সালে কেভিন মুক্তি পান, তবে শর্ত ২০০৩ সালের আগে তিনি কোনো কম্পিউটার, সেল ফোন এবং ইন্টারনেটযুক্ত ডিভাইস ব্যবহার করতে পারবেন না। বর্তমানে তিনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন।

" আপনারা যারা হ্যাকিং এ উত্তসাহি এবং শিখতে চান এই বই গুলো আপনাদের অনেক সাহায্য করবে । এগুলো পরে যে আপনি রাতা রাতি হ্যাকার বনে যাবেন তা নয়। এগুলো আপনাকে আরো উত্তসাহ করবে। ফিকশন এবং বাস্তবে হ্যাকিং আসলে কি আপনার বুঝতে পারবেন এবং কিছু সিখতেও পারবেন। আর কিছু হোক না হোক পরে সময় কাটাতে তো পারবেন। এ বই গুল অনেকে নেট এ খুজে পাই না , আবার পেলেও সহজে ডাউনলোড করতে পারে না। আর কোন ঝামেলা পোহাতে হবে না আপনাদের , শুধু আপনাদের জন্য আজ আমি আমার মেডিয়াফায়ার আকাউন্ট এ আপলোড করলাম। আপনাদের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার মনে করতে পারেন। ভাল থাকবেন সবাই। "

The Art of Deception

The Art of Intrusion

Ghost in the Wires

ভাল লাগলে সেয়ার , লাইক ও কমেন্ট দিতে ভুলেন না যেন - অয়ন উপাধ্যায় ।

Level New

আমি অয়ন উপাধ্যায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

vai boi koi pabo?

boi gula deower jonno special thanks.
.
.
vai apnar ses er boitaar download link blok dekhay
“Ghost in the Wires”

@অয়ন উপাধ্যায়: ভাইয়া আমার ইমেল এড্রেসঃ [email protected]