গ্রামীণফোন এ আনলিমিটেড নাইট প্যাকেজ এ ২জিবি ব্যবহার করার পরেও ১MBPS স্পিড এবং এই প্যাকেজ ২৪ ঘণ্টা ব্যবহার করার দারুন টিপস!

সবাইকে আমার সালাম জানাই।

আশা করি আপনারা সবাই ভালো আছেন

প্রথমেই আমি সবার কাছে ক্ষমা ছেয়ে নিচ্ছি, কারণ আমার আগের টিউন এ জিপি মামুকে ভুল বুঝে উল্টা পাল্টা লিখেছিলাম

যাই হোক এখন আমি আপনাদের দারুণ একটা টিপস দিবো

আমরা তো এখন ১১ টাকায় নাইট আনলিমিটেড প্যাকেজ এ ইচ্ছা মতো বাঁশ দিয়ে যাচ্ছি

অনেকেই মনে করছে এটা একটা অফার। কিন্তু না এটা কোনো অফার না এটা হচ্চে জিপির একটি প্যাকেজ!

জার মূল্য হচ্ছে ২৫০টাকা। শুধু বন্ধু প্যাকেজ এ আসলেই এর মূল্য হয়ে যায় মাত্র ১১টাকা।

ওরা যদি এই ক্রুটি ঠিক না করে তাহলে আমরা এভাবেই বাঁশ দিয়ে জেতে পারবো।

বাঁশ দিচ্ছি ঠিকই কিন্তু যখন ২জিবি ব্যবহার করা হয়ে যায় তখন ১এমবি পি এস তো দূরের কথা ১০কেবি পি এস ও পাওয়া যায়না।

এরি সমাধান আজ আমি আপনাদের দিবো

২জিবি ব্যবহার করার পর যখন আর স্পিড পাবেন না তখন *১১১*৬*৬# ডায়াল করে ইন্টারনেট প্যাকেজ ডিয়েক্টিভ করে নেন!

তারপর সিম টা ১৫মিনিট বন্ধ রাখুন, তারপর সিম টা ওপেন করে প্রথমে *৫০০০*১# ডায়াল করুণ।

তারপর আবারো ১১টাকায় *৫০০*৩# ডায়াল করে আনলিমিটেড নাইট প্যাকেজ টি একটিভ করে নেন।

এখন নেট ইউজ করে দেখেন ১এম বি পি এস স্পিড পাচ্ছেন!

এই পদ্ধতি রাত ১ টার পর করবেন। আর একটা টিপস দিয়ে যাচ্ছি

এই প্যাকেজ টি শুধু রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত চলে!

কিন্তু না এটি আমরা ২৪ঘন্টা ব্যবহার করবো কারণ আমরা বাঙ্গালী!! :p

এর জন্য আপনি সকাল ৯টা ৫৫মিনিট এ একটা বিগ ফাইল ডাউনলোড দেন। ডাউনলোড হতে হতে যখন ১০টা ৫ বাজবে তখন থেকেই আপনি ২৪ঘন্টা ব্যবহার করতে পারবেন এই প্যাকেজ টি

উপরের বিষয়গুলো আমি নিজে ট্রাই করে টিউন করেছি!

কনো সমস্যা বা কনো প্রয়োজন হলে আমাকে ফেসবুক এ পাবেন।

আমার ফেসবুক আইডি

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ওরা যদি এই ক্রুটি ঠিক না করে তাহলে আমরা এভাবেই বাঁশ দিয়ে জেতে পারবো।<<<<<< eta truti naki ora service chalu kore diche?

Level New

eta kruti karon ora jodi service kore dito tahole oder fanpage e ei news ta dito, oder jiggasa kore dekhen, ora bolbe 11takay ei peckej nai

এটাকে ত্রুটি বলা জাবেনা।কারন তারা এই অফারটি আমাকে পপ আপ ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে।

Level 0

nah ami 121 e phn ditechi, ora bolese eta tader ekta limited tym offer, eta cholbe ey mash jure, ar eta sms and oder fb fan page er cmnt sb khane dewa, so jehetu tara offer diyeche so etake amra <<gp k bamboo ditechi eta bolte pari nah ebong truti etaw bolte pari nah < <<< ar jeta tottho seta ey offer ey mash jurey thakbe,

Level New

Ok

এই আপনাদের জন্য একটু শান্তি তে নেট ইউজ করতে পারি না এই যে বাঁশ বাঁশ কর ছেন এই টা ওরা সার্ভিস না দিলে কই পাইতেন কিছু মনে কইরেন না

Vai ami sob cesta koreo 1Mbps i.e 128KBps speed pelam na. ami sorbocco passi 200kbps i.e. 23KBps. Modem e sudhu 3G select koreo dekhechi tao eki kahini. Majhe majhe speed 0 hoye jai. What can I do? Ami apnar process onuja-e kore abar 11.49tk die pack nilam but age ja hossilo ekhono tai ache. Ageo ei rokom speed chilo. Tai 1Mbps er asai ei poddhoti follow korechilam but holo na. Is there any solution?

Level 0

এত জামেলার দরকার কি ? আমি তো প্যাকেজ চালু অবস্থাই আরও তিন বার চালু করেছি। ২ জিবি ডাউনলোড করতে ১ ঘন্টা সময় লাগে আরকি।
২জিবি শেষ হয়ে গেলে মোবাইল ১২ টাকা রেখে *৫০০*৩# ডায়াল করলেই হবে। আবার নাইট টাইম আনলিমিটেড পেয়ে যাবেন।

যেই লাও সেই কদু, সেই তো ঘুরে দুই জিবির জন্য 11.50 টাকা লাগতেছে। দুই বিজি ফুরে যাবে আর বারবার একটিভ বরবো এরা কি সমাধান হইল

“এর জন্য আপনি সকাল ৯টা ৫৫মিনিট এ একটা বিগ ফাইল ডাউনলোড দেন। ডাউনলোড হতে হতে যখন ১০টা ৫ বাজবে তখন থেকেই আপনি ২৪ঘন্টা ব্যবহার করতে পারবেন এই প্যাকেজ টি”

ভাই এই কথাটা কি আসলেই সত্য।

ভাই সারাদিন unlimited চালান যাবে ।

এই সব লোক দের কি বলতে ইচ্ছা করে আপনারাই বলেন? *৫০০০*১# ডায়াল করার সাথে সাথে আমার ৮০৫ টাকা কেটে নিছে। Volume 3GB 1Mbps 3G has been activated and charged BDT 805.0 (including 15% VAT). Enjoy this Internet Package till 12:01 AM, 24 Dec, 2014. After volume expiration, you will be charged as Tk 0.01/10KB.

amar to kaj hocca na. plz solution dan..

সর্ব কালের সেরা ভুয়া টিউন। ভুলেও কেউ সিম এ টাকা রেখে *৫০০০*১# ডায়াল করবেন না।

ai offer ta akon ki r asey

Level 0

দিনের বেলা তো দুরের কথা এখন রাত ১ টায়ও প্রথম দিনের মতো ইস্পিড পাই না।

যত্তসব ভকাস কথাবার্তা।

only 12 tk 2 GB r ki lage. ami to protidin e 2gb nichche akhane r tricks used korar kono proyojon nei.

vai ra vai apnader paye dhori r kichu bolen na akhane gp er onak chamchara acha janen na.

Level 2

ব্যালেন্স চেক করতে গিয়ে আমি অফারটির কথা জেনেছি। সুতরাং, এটি অফিসিয়াল হওয়ার কথা..

ভাইয়া টেকটিউন্স যেমন তেমন টেকসাইট না যেখানে যেমন তেমন পোষ্ট করবেন।।বার বার এইরকম বাজো পোষ্ট করেন কেন??আর টিউন পিকচার টাতে ভাল ছবি দিবেন যা মানান্সই।

আপনার টিপস্ কতটুকু কার্যকর জানি না । তবে কোন টিপস ছাড়াই আমি ২৪ ঘণ্টা চালাতে পারছি । ১১.৫০ টাকায় ২ জিবি এক্টিভ করার পর ব্যালেন্স যা ছিল ২৪ ঘণ্টা ব্যবহারের পরে ও ব্যালেন্স তাই আছে ।

Level 1

কপাল ভালো যে ৮০৫ টাকা মোবাইল এ ছিলনা 😀

Level 2

gp er page ei bolse 3december porjonto jotobar khushi neya jabe miya nijei bolod hoilen 😛 ar eishob bishoi tectune e post koiren na korle eikhanew speed komai dibo bisshash hoyna? dekhen akhon ke speed bar bar 0000 speed

Level 2

tectune e post koira gp re ar help kora lagbo na bug thik korte haire polpain eikhane operator er lokjon alltime active

Level 0

ata truti na offfer……………….accont bal check koren or niche likha ase 11.49 takai night time unlimited

Your Volume 3GB 1Mbps 3G request cannot be activated due to insufficient balance. Please keep Tk 805.0 and try again.
when dial *১১১*৬*৬#

Dear Customer, 3G Heavy Night Time (P3) pack cannot be activated due to technological up gradation at this moment. Sorry for the inconvenience
*৫০০*৩#

give solution

vai amar to 2 minite hoyar pore net sheh…hoye gelo……..

Oita bondho hoia gese…..