সময়ের সেরা গুজব! গ্রামীনফোনের ওয়েবপোর্টাল হ্যাকড!!

হ্যাকিং প্রত্যেক ওয়েব ডেভেলপারের জন্য এক চরম দুঃস্বপ্ন। আর যারা হ্যাকিং এর সাথে জড়িত তারাই হ্যাকার। অতি সম্প্রতি বাংলাদেশে মাথাচাঁড়া দিয়ে উঠেছে হ্যাকার গ্রুপ “সাইবার-৭১”। দেশের কয়েকটি ওয়েব পোর্টাল হ্যাক করে তারা হিরো বনে গেছে। তাদের এই হ্যাকিং এর সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে গ্রামীনফোনের ওয়েবপোর্টাল হ্যাকিং।

বেশ কিছুদিন ধরেই অনেক পত্রপত্রিকা গ্রামীনফোন হ্যাকের নিউজটা বেশ ফলাও করে প্রচার করছে। নিউজটি আমি প্রথমে দেখি ঢাকারনিউজ ডট কম নামের একটি অনলাইন নিউজ মিডিয়াতে গত ১৪ ই তারিখে। এতে আমার মনে অজান্তেই প্রশ্ন জাগে, দেশের এতোবড় বিখ্যাত মোবাইল অপারেটর, তাদের সিকিউরিটি সিস্টেম কি এতোই দুর্বল? আমি নিজে কোন বড় হ্যাকার, প্রোগ্রামার বা ওয়েব ডেভেলপার নই। একজন সামান্য গবেষক। আমার আগ্রহ জাগলো এর রহস্যটি উদঘাটন করার। এরপর আমার ছয় দিনের পথচলা এবং সংগৃহিত সামান্য তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করছি।

কোন বিষয়ে তথ্য দিতে গেলে প্রথমে বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে হয়। এজন্য আমি প্রথমে যোগাযোগ করি আমাদের এক বড় ভাই “দ্যা ব্ল্যাক হোল” (ছদ্মনাম। কারন এরা প্রকৃত পরিচয় লুকিয়ে রাখে। অন্যের সাথে যোগাযোগের জন্য বিশেষ কোডনেম ইউজ করে। এটা তার কোডনেম) এর সাথে। আমি তার সাথে বিষয়টা শেয়ার করলাম। সব শুনে তিনি তো হেসেই খুন। তিনি বললেন, দ্যাখো, এটা আসলে রাতারাতি হিরো বনে গিয়ে আলোচনায় আসার কৌশল ছাড়া আর কিছুই নয়। এরপর আমি তাকে উপরের (ইমেজ-১) টা দেখাই। তিনি বলেন এটা জাস্ট লোকাল সার্ভারে করা।

তিনি জানালেন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ওয়েবডেভেলপাররা অফলাইনে কাজ করার জন্য বিশেষ একটা সফটওয়ার ব্যবহার করে থাকে। সফটওয়ারটির নাম XAMPP. এই সফটওয়ার এর মাধ্যমে ওয়েবসার্ভার ছাড়াই যেকোন কম্পিউটারেই যেকোন কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করা যায়। আর গ্রামীনফোন ড্রুপাল নামের এক বিশেষ ওপেনসোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে তৈরী। আর যেকোন কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভিত্তিক ওয়েবসাইট সাধারণত MySQL নামক বিশেষ ডাটাবেজে সকল তথ্য জমা রাখে। এজন্য কোন সাইট যে ডাটাবেজে তথ্য সংরক্ষিত রেখেছে, যদি উক্ত ডাটাবেজে এক্সেস নেওয়া যায়, তবে ঐ সাইটের যাবতীয় তথ্য হাতানো সম্ভব। আর এখানে সাইবার-৭১ গ্রামীনফোনের উক্ত ডাটাবেজে নিজেদের এক্সেস দেখিয়েছে। তবে ব্যাপারটি আসলে সম্পুর্ন ভুয়া! তারা এই সফটওয়ারের মাধ্যমে লোকাল সার্ভারে একটা ফেইক ডাটাবেজ এবং তাতে কিছু ডাটাটেবিল তৈরী করেছে।

এই সফটওয়ার পিসিতে ইনস্টল করে চালু করে ব্রাউজারে localhost অথবা 127.0.0.1 লিখে এন্টার করলে নিচের মত স্ক্রিন আসে।

এছাড়া ঐ বড় ভাই উক্ত সফটওয়ার এর মাধ্যমে পিসিতে জুমলা নামক একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করে দেখালেন। যা কিনা হুবহু ওয়েবপেইজের মত।

এরপর তিনি বলেন সাইবার-৭১ এর বেশ কয়েকজনের সাথে তার নিয়মিত যোগাযোগ হয়। এবার তিনি একটি ফেইক ডাটাটেবিল তৈরী করে দেখালেন।

তাহলে মূল বিষয়টা আসলে কি??? আমি আর কিছু ভাবতে পারছিনা। এরপর গত দুইদিন অনেক কাঠ খর পুড়িয়ে গ্রামীনফোন ওয়েবের টেকনিক্যাল ডিপার্টমেন্টের একজনকে পেয়ে যাই এবং তার সাথে যোগাযোগ করি। নাম ঠিকানা প্রকাশ না করার শর্তে তিনি জানান, গ্রামীনফোনের সাইট কিভাবে হ্যাক হলো, বা আদৌ হ্যাক হয়েছে কি না এ ব্যাপারে তিনি কিছু বলতে পারছেন না। তবে তাদের সিকিউরিটি সিস্টেম এবং ফায়ারওয়াল অনেক উন্নত। এছাড়া ওয়েবপোর্টালকে সবসময় মনিটর করা হয়। এর পরেও এটা কিভাবে হ্যাক হতে পারে এটা তার বোধগম্য নয়। তিনি বলেন, “আমাদের সার্ভার হ্যাক করারা জন্য কেও যদি ১০টি ট্রিকস বের করে, তাহলে তার জানা উচিত ঐ দশটি ট্রিকস এড়ানোর জন্য অনেক আগেই আমরা ১০০টি ট্রিকস প্রয়োগ করে রেখেছি।”

এরপরঃ সাইবার-৭১ দাবী করেছে যে তারা জিপি হ্যাকিং শেষে জিপি থেকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করেছে। এটা শুনে অনেকেই হেসে উঠবেন, ইতোমধ্যে হয়তো অনেকেই হেসে ফেলেছেন। কারন জিপি থেকে যে ফ্রি ইন্টারনেট ইউজ করা যায়, এটা আজকে নতুন নয়। আর এটার জন্য গ্রামীনের ওয়েবসাইট হ্যাক করার প্রয়োজন পরেনা। আমাদের অনেক ভাই বোনেরা অনেক থেকেই বিভিন্ন পদ্ধতিতে জিপির ফ্রি নেট ইউজ করছেন। আমি এটা সম্পর্কে প্রথম জানি ২০১১ তে। আমি নিজেও তখন বেশ কিছুদিন এটা ব্যবহার করেছি। এরপর ব্রডব্যান্ড আসাতে ওটা বাদ দিয়েছি।

এইসবের পরে গ্রামীনফোন আসলে কতটুকু হ্যাক হয়েছে, তার জন্য পাঠকদের মন্তব্য আশা করছি।

অশ্লীল ও বাজে সংবাদ প্রকাশের জন্য নিউজ পোর্টাল হ্যাকঃ

অশ্লীল ও বাজে সংবাদ প্রকাশকদের নিরুতসাহিত করতে এটা সাইবার-৭১ এর একটি ভালো উদ্যেগ নিয়েছে। তবে আসলে এর দ্বারা আসলে কি ধরনের সাইটে আক্রমন চালানো হচ্ছে? তিনটির মত দেশী নিউজ পোর্টাল হ্যাক করে তাদের সতর্কবানী প্রদান করা হয়েছে। এর মধ্যে হয়েছে ই-কালেরকন্ঠ এবং উত্তরানিউজ ডট কম। কিন্তু আমাদের দেশী অনেক চটি সাইট, যে সবের প্রতি আমাদের তরুনেরা হুমড়ি খেয়ে পরে আছে, সেসবের প্রতি কিন্তু কোন অ্যাকশন নেওয়া হচ্ছেনা। এছাড়া নাস্তিক ব্লগারদের বিভিন্ন ব্লগ রয়েছে, যেখানে সকল ধর্মের বিরুদ্ধে অনেক অশ্লীল লেখা নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এসবের দিকে কিন্তু সাইবার-৭১ কোন দৃষ্টি দিচ্ছেনা। কিন্তু কেন?

দ্যা ব্ল্যাক হোল জানালেন অনেক ওয়েবসাইটে কিছু কিছু দুর্বল পয়েন্ট থাকতে পারে। যাকে হ্যাকিং এর ভাষায় বলা হয় vulnerability. যদি কোন সাইটে এই ধরনের কোন দুর্বল পয়েন্ট থাকে, তবে তাতে এক্সেস নেওয়া সম্ভব। এমনকি বিশেষ স্ক্রিপ্ট ব্যবহার করে একজন বাচ্চা ছেলে অথবা যার শুধু ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আছে, সেও ঐ সাইটে এক্সেস নিতে পারবে। এই ধরনের হ্যাকারদের আসলে প্রচলিত অর্থে হ্যাকার বলা যায়না। এরা হচ্ছে স্ক্রিপ্টকিডি অর্থ্যাত, যারা নতুন হ্যাকিং শিখছে। এরা সাধারনত নিজেদের মুন্সিয়ানা দেখানোর জন্য এসব করে থাকে। যদি তা-ই না হয়ে তাহলে প্রিয় ডট কম (আমি নিজেও এর নিয়মিত পাঠক। এর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।)  মাঝে মাঝে এমন সব বাজে পোস্ট প্রকাশ করা হয় যা সব ধরনের অশ্লীলতাকে ছাড়িয়ে যায়। অনেক সাইট এই সাইট অবলম্বনে আর্টিকেল পোস্ট করে। কিন্তু প্রিয় এর প্রতি কোন অ্যাকশন নেওয়া হচ্ছেনা।

এর কারন কি জানেন? কারন এটি অনেক সিকিউর। যা-ই হোক, আমি কিন্তু বলছিনা যে আপনারা প্রিয় ডট কম হ্যাক করুন।

তবে হ্যা, অশ্লীলতা রোধে এটা সাইবার-৭১ এর একটি ভালো পদক্ষেপ। আমি স্বাগত জানাই এই পদক্ষেপকে। কারন এর ভয়ে ইতোমধ্যেই অনেক সাইট তাদের ডেটাবেজে থাকা অনেক বাজে সংবাদ মুছে দিয়েছে। তারা এখন আর কোন বাজে সংবাদ প্রকাশ করছেনা। কাজেই এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যেগ।

[এডমিনের প্রতিঃ ভাই, আমি কোন প্রকার উদ্দেশ্যমুলক ভাবে এই পোস্ট লিখিনি, অথবা কাওকে কটাক্ষ বা কারও পক্ষ নিয়ে এটা পোস্ট করিনি। যদি এটা আপনাদের নীতিমালা বহির্ভুত হয়, তবে টিউনটা ডিলিট করে দিবেন। কিন্তু দয়া করে আইডি মুছে দিবেন না]

আমি উদয় খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে। লিখাটি সুন্দর।

Level 0

কয় কি?

হে হে হে, ‘XAMPP সফটওয়ার দিয়ে লোকাল সার্ভারে সাইট তৈরি করে ডাটাবেসের ভুয়া স্ক্রিনশট নিয়ে সাইবার একাত্তর মানুষকে বোকা বানাবে ।’ এটা একমাত্র বোকাছাড়া আর কেউ বলতে পারেনা । কারন XAMPP-এর ব্যবহার ‘বাচ্চা ছেলে’রাও মোটামোটি জানে এখন । আপনার একজনের সাথে কথা না বলে এ ব্যপারে আরো কয়েকজনের সাথে কথা বলা প্রয়োজন ছিল বলে আমি মনে করি । ধন্যবাদ ।

    @ইশতিয়াক আহমেদ: আপনার সাথে আমিও একমত। কারণ সাইবার ৭১এর কোন হ্যাকারকে আমি চিনি না তবে তারা যে চটি টাইপের সাইট হ্যাক করছে এটা জানি এবং গ্রামীনের এই বিষয়টি মিডিয়ায়ও এসেছে।

ডাটাবেসের ভুয়া স্ক্রিনশট নিয়ে সাইবার একাত্তর মানুষকে বোকা বানাবে? তবে হ্যা, অশ্লীলতা রোধে এটা সাইবার-৭১ এর একটি ভালো পদক্ষেপ। আমি স্বাগত জানাই এই পদক্ষেপকে। কারন এর ভয়ে ইতোমধ্যেই অনেক সাইট তাদের ডেটাবেজে থাকা অনেক বাজে সংবাদ মুছে দিয়েছে। তারা এখন আর কোন বাজে সংবাদ প্রকাশ করছেনা। কাজেই এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যেগ।

কি আর কমু হ্যাকার না হকার !!

সাইবার একাত্তরের মুল উদ্দেশ্য অশ্লীলতা দূর করা না,এটা তাদের শিরনাম মাত্র।
এরকম অনেক সাইট ই তারা হ্যাক [! যদি এটাকে হ্যাকিং বলেন আরকি] করছে,যা শুধুমাত্র প্রচার করে বিখ্যাত হওয়ার ধান্দা ছাড়া আর কিছুই না।মালদ্বীপের সাইবার স্পেস নাই,তবুও মালদ্বীপের এক ফেসবুক পেইজে দেখছেছিলাম তাদের নিয়ে মশকরা করছে – The Way Bangladesh Hacker Hackes A Website এই শিরনামে।লেখার ধরন কিছুটা এই টিউনের মতই।

যেখানে হাজার হাজার বিখ্যাত চটি সাইট আছে,পর্নগ্রাফিক জনপ্রিয় নিউস সাইট আছে।তা বাদ দিয়ে তারা কালের কন্ঠর সাইট হ্যাক করল,[মিনিট খানেকের জন্য]।তারপর এক টিউনের মধ্য ২০-২৫ টা এড দিয়ে টিউনও করল দেখলাম একজন ৮ ঘন্টা পর।
এগুলাকে কি বলা উচিত?

Level 0

vai shob id gula ki apnar? tai to mone hocce mittha bole kono lav nai shobai jane CyBer-71 ki pare r pare na. joto mittha kotha bole post kore beraban totoi nije poche jaben…

লোকাল সার্ভার Xamp বা Wamp দিয়ে এরকম ডেটাবেস তৈরি করাটা সহজ, এটা সাধারন অনেকেই জানেন। চিন্তার বিষয় হল অল্প জ্ঞান ভয়ংকরী -এটা সাইবার৭১ এর সদস্যরা মানেন কিনা ?
আমি অশ্লীলতার বিরুদ্ধে একজন থুথু দানকারীকেও অনেক সম্মানের চোখে দেখি। আশা করি ভবিষ্যতে সাইবার৭১ আমাদের বিশ্বাস নিয়ে খেলা করবেনা ।
___________________________
| উদয় খান এবং সাইবার৭১ -কে ধন্যবাদ |

    @জিহান: সাইবার ৭১ এর প্রতিটা কার্যক্রম ই উন্মুক্ত ভাবে দেশ্র জন্য। গুগলে আমাদের সম্পর্কে সামান্য ঘাটাঘাটি করলেই জানতে পারবেন। কিন্তু যারা সন্দেহের ভিত্তিতে আমাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তার জবাব আমাদের পক্ষ থেকেও দেওয়া হয়েছে।
    আশা করি “সাইবার ৭১” এর পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। ধন্যবাদ…

    আমাদের পক্ষ থেকে সকল জবাব, https://www.techtunes.io/hacking/tune-id/317458

Level 0

😀 মজা মজাই 😀

দারুন লিখেছেন মামু…….. 😀 😛

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

    @উদয় খান: উদয় খান… আপনার বক্তব্য মিথ্যাচার এবং সন্দেহের ভিত্তিতে এটা বলার অবকাশ রাখে না। https://www.techtunes.io/hacking/tune-id/317458
    সাইবার ৭১ থেকে এই পোস্টে আপনার কথার জবাব দেওয়া হয়েছে।
    একটা সাধারন উদাহরন, আপনি উল্লেখ করেছেন “দ্যা ব্ল্যাক হোল” তিনি দাবী করেছেন তার সাথে “সাইবার ৭১” এর নিয়মিত যোগাযোগ হয়। অথচ আমাদের সাথে এই কোড নাম কারো সাথ কোন ধরনের সম্পর্ক নেই।
    আরো বাকি সব জবাব পোস্ট এর মাধ্যমেই দেওয়া হয়েছে। “সাইবার ৭১” এর পক্ষ থেকে আপনাকে বলা হয়েছে সম্ভব হলে এর উত্তর দিতে, আর যদি প্রমান সহ তথ্য দিতে না পারেন তাহলে শুধুনাত্র সন্ধের ভিত্তিতে সরাসরি গুজব বলার কারনে সম্মুক্ষে ক্ষমা চেয়ে নেবার জন্য বলা হলো। ধন্যবাদ…

    ~ [ সাইবার ৭১ ]

Level 0

আমি খারাপ মন্তব্য করতে চাই না .তবে যদি তারা আসলেই কাজ করে অসস্লিলতার বিরুদ্ধএ তবে তাদের সাগতম .

Level 2

wamp বা xamp এর কাজ সকলেই জানে। ভাল কথা। কিন্তু যদি কোন ডাটাবেজ এর ব্যাকআপ নেওয়া হয় তাহলে সেটা ওপেন করে কি দিয়ে? wamp বা xamp দিয়েই। সুতরাং স্ক্রিনশট অন্যকিছুর হবে এটা কিভাবে আশা করলেন? ডাটাবেজের সরাসরি স্ক্রিনশট দেওয়া হয়েছে এমনটি কি কোথাও বলা হয়েছে? আর সবচেয়ে বড় কথা, মিডিয়ার যারা নিউজটি পাবলিশ করেছে তারা কখনই এতবড় একটি ব্যাপার যাচাই না করে প্রকাশ করবেন না এই সাধারণ জ্ঞানটুকু মাথায় থাকা উচিত। প্রত্যেক নিউজ পোর্টাল যারা নিউজ প্রকাশ করেছে তারা এর সত্যতা পরীক্ষা করে তবেই তা প্রকাশ করেছে। তাই কোনকিছু বলার আগে সত্যতা যাচাই করা উচিত ছিল আপনার।

    @Leo: ধন্যবাদ ভাই, আপনি ডাটাবেজের সরাসরী স্ক্রিন-শট দেননি, তাহলে ওটা কিসের স্ক্রিন-শট ছিলো? যদি আপনার কাছে অরিজিন্যাল ডেটা থাকেই, তবে আপনি কেন সেটা বাদ দিয়ে ফেইক ডেটা ইউজ করবেন। আর জিপির বিষয়টা মিডিয়াতে এসেছে ঠিক আছে। মিডিয়াতে না এলে আমিও হয়তো জানতাম না। তবে সেটা কিছু অনলাইন মিডিয়াতে এসেছে। কোন কাগজের পত্রিকায় এসেছে কিনা আমার জানা নেই।আর অনলাইন মিডিয়া নিউজের সত্যতা কতটা যাচাই করে সেটা সকলেরই বোধগম্য বিষয়। এটা নিয়ে বিশেষ কিছু বলার প্রয়োজন মনে করছিনা।
    আর তার বড় প্রমান আপনারাই দিচ্ছেন। যেমন ধরুন কালেরকন্ঠ এবং উত্তরা নিউজ। এদের কেন হ্যাক করেছিলেন? কারন এরা বাজে নিউজ পোস্ট করত। আর বাজে জিনিসের কতটুকু সত্যতা থাকতে পারে, তার বিচারের ভার পাঠকদের ই দিলাম। এতেই কিন্তু প্রমানিত হয়ে যায় এই দুইটি মিডিয়া নিউজ যাচাইয়ের ক্ষেত্রে কতটা সত্যতা যাচাই করত। এই রকম উদাহরন আরও অনেক আছে। সব বলতে গেলে কয়েকটি বিশাল আকৃতির পোস্ট হয়ে যাবে। আর আমি দীর্ঘ ছয়দিন যাচাই-বাছাই করে তবেই এই পোস্ট লিখিছি।
    আমি যে আপনাদের বিরোধিতা করি বা আপনাদের অপছন্দ করি তা কিন্তু নয়। বরং অশ্লীল ও বাজে নিউজের ব্যপারে আপনাদেরকে অন্যন্য সবার মত আমিও সমর্থন করি। আর দ্যা ব্ল্যাক হোল এর সাথে আপনাদের কতটুকু যোগাযোগ হয়, কি ধরনের যোগাযোগ হয়, বা তিনি অন্যকোন কোড ইউজ করে যোগাযোগ করেন কি না সেটা আপনাদের ইন্টারনাল ব্যাপার। আমি পরে আর এ ব্যপারে খোজ নিতে পারিনি। তবে ইনশাআল্লাহ আমি এই বিষয়েও প্রমান নিয়ে আসার চেষ্টা করব।
    পরিশেষে, আপনার অগ্রযাত্রার সফলতা কামনা করে আপাতত বিদায় নিচ্ছি।

Level 0

Hoiteo pare 🙁 Wamp Server / Xampp dieeo to ai page ta ana jay

এখন আমি বলছি।
যেহেতু কাজটি আমার বন্ধু @ba4dbo0y এবং আমি করেছি। কাজটা সম্পর্কে সবথেকে ভালো আমরা ই বলতে পারব। এখন যা বলব দয়া করে হ্যাকার গ্রুপ দন্দ ভাবে দেখবেন না। কাজটি দেখুন। তার পর সেটী বুঝে কমেন্ট করবেন। আর আপনার পোস্ট ডিলিট/এডিট করবেন। ভুল তথ্য মানুষের কাছে ছড়াবেন না।

সবার FNF Number বের করে দিতে পারব কি না জানি না। তবে আমাদের ডেটাবেজ এ অধিকাংশ গ্রামীনফোন ইউজার এর ইনফরমেশন রয়েছে। বলতে পারব ৮০% এর ও অধিক গ্রাহকের ইনফরমেশন রয়েছে। জিপি এর ইউজার পোর্টাল এ কিছু ত্রুটির কারনে আমরা কিছুদিন ধরে এ ধরনের তথ্য SQL ইঞ্জেকশন এর মাদ্ধমে দেখতে পারছিলাম। এবং তখন আমরা সব ডাটা আমাদের লোকাল ডেটাবেজ এ সেভ করি। এবং এভাবে আমাদের কাছে সব ইনফরমেশন চলে আশে। এখনো আমরা নতুন ত্রুটি খুজছি। যদি পারি তাহলে বাকি ২০% ও নিয়ে নিব। আর না হলে যা আছে তা ই যথেষ্ট।

আমি জিপি ফ্রি নেট বা রেডিও স্টেশন হ্যাক সম্পর্কে কিছু বলতে চাই না কারন আমি ওই সম্পর্কে দক্ষ নই। বললে হয়তো ভুল কিছু ও বলে ফেলতে পারি। আমি আমার কাজটি কমেন্টে উপস্থাপন করেছি মাত্র। এখানে কোন প্রকার দন্দ নিয়ে আমার সাথে তর্ক করবেন না। আর এ সম্পর্কে আপনারা বার বার প্রমান চাইলে সেটা ও দেওয়া সম্ভব নয়। কারন আমরা এই ডেটাবেজ যথেষ্ট সুরক্ষ ভাবে রাখতে চাই। অন্য কারো তথ্য দিতে পারব তাই এই ধরনের রিকুয়েস্ট ও করবেন না। আমরা সাংবাদিক দের যথেষ্ট প্রমান দিয়েছি। এই সম্পর্কে আর কথা বাড়াতে চাই না।

ধন্যবাদান্তে
llxx_LORD_xxll