এবার টেলিটক দিয়ে ফ্রি ইন্টারনেট চালান ফুল স্পিডে। সময় কম যে কোনো সময় বন্ধ হতে পারে

  • এটি অনেক আগে বন্ধ হয়ে গিয়েছিলো এখন দেখছি আবার কাজ করছে।
  • আপনি শুধুমাত্র অপেরা মিনি দিয়ে এই কাজটি করতে পারবেন।আমি জাভা মোবাইল ইউসারদের এখান থেকে Opera mini টা  ডাউনলোড করে ইউস করতে সাজেস্ট করব।কারণ আমি এই ভার্সন দিয়ে পরীক্ষা চালিয়ে সফল হয়েছি। এছাড়া আপনি লেটেস্ট টা দিয়েও ট্রাই করতে পারেন। এই নেট ব্যাবহার এর অসুবিধা হল আপনি টেলিটক এর আফিসিয়াল কনফিগারেশন  Setting ( TT-INTERNET ) দিয়ে ফ্রী নেট ব্যাবহার করতে পারবেন না,তাই  ইউজারদের ঝামেলা সিম্বিয়ান ইউসেরদের Apn,Port ইত্যাদি সেট করার প্রয়োজন পরবে।
  • আপনি সিমটা চালু করলেই ইন্টারনেট সেটিং এসে যাবে।এটা সেইভ করুন। তারপর Settings=>configuration=> থেকে TT-INTERNET  select করুন।
  • নিচ থেকে Active default in all app active করুন।
  • অপেরাতে গিয়ে টাইপ এড্রেস বারে বা Goto address এ লিখুন0.facebook.com/l.php?u=site link
  • যেমন আপনি facebook এ ভিসিট করতে চাইলে লিখবেন0.facebook.com/l.php?u=http://m.facebook.com
  • একটা পেইজ আসবে leaving facebook লেখা এবং কনফার্ম করতে বলবে।Confirm করবেন।যে সাইটের লিংক দিয়েছেন সেটা চলে আসবে।

Level 0

আমি ইমন মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

net ki kena lagbe?

PC Te ki cholbe?

PC এর জন্য নাই ।

PC এর জন্য টেলিটক ফিরি নেট কার লাগবে

বায়েজীদ ভাই, আমার লাগবে । প্লীজ বলবেন ।

🙂 আমার লাগবে

টেলিটক নিয়ে এসব টিউন করা বাদ দেন । কারন টেলিটক এর ইন্টারনেট এর দামা ও স্পিড দিয়ে আমাদের মত গ্রাহকদের সন্তুষ্ট করেছে । যারা আমাদের রক্ত শুষে নিচ্ছে তাদের কে সায়েস্তা করুন কাজে লাগবে ।

    @মোহাম্মাদ মিজানুর রহমান: ভাই খুবই চমৎকার কথা বলেছেন আমিও আপনার সাথে একমত।

    @মোহাম্মাদ মিজানুর রহমান: amio 1mot

Level 0

টেলিটক আমাদের ফোন। দয়াকরে টেলিটক এর ফ্রি নেট ব্যবহার থেকে সবাই বিরত থাকুন।

vai pc er jonno kono tips thakle bolen.pls