গ্রীন স্পাইডার এর সাথে অনেক ভালো ব্যবহার করে ফেলেছি আর না। ওই জিপির দালালকে ব্যান মারার কারণে সে টার্গেট করেছে আমাকে। আমার টেকটিউনস আইডি কিছু সময়ের জন্য হ্যাকিং এর শিকার হয়েছিল। যার দায় সম্পূর্ণ গ্রীন স্পাইডারের। বেশ কিছু টিউনে কিছু সময়ের মধ্যেই আমার আইডি থেকে জিপির পক্ষে টিউমেন্ট করেছে। যা আমি করিনি। নজরে আসার সাথে সাথে আমি অ্যাকাউন্ট আয়ত্তে নিয়ে নিয়েছি। আমি সকলকে আবারো বলছি, আমি কমেন্টগুলো করিনি। আপনারা শুনে রাখুন, আমি জীবনেও জিপির দালাল ছিলাম না, এখনও নেই, থাকবো না। সে এখন আমাকে অনলাইনে নানাভাবে হুমকি দিচ্ছে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন।
মডারেটরদেরকে এই গ্রীন স্পাইডারের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
আমরা তোমার সাথেই আছি…………………………………………………… বাট টিটি টিম কেনো যে গ্রিন স্পাইডার এর বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নিচ্ছে না কে জানে<,।