আসসালামুয়ালাইকুম!
প্রিমিয়াম! জি ঠিকই শুনছেন! হটফাইল, রেপিডশেয়ার আর মেগাআপলোড থেকে প্রিমিয়াম ভাবে ডাউনলোড করার কয়েকটি সাইট থাকলেও অধিকাংশ সময়ই এগুলো অতিরিক্ত ইউসারের ভার বহন করতে অক্ষম! এখন আপনাদের তিনটি সাইট দিব যেখান থেকে আপনি প্রিমিয়াম ভাবে ডাউনলোড করতে পারবেন! রেপিডশেয়ার আর মেগাআপলোড এর প্রিমিয়াম সাইটটি নিরমানাধিন থাকায় শুধু হটফাইলের টির বরনণা দিলাম!
২. এতে নিচের মত পেইজ দেখাবে।
৩.তারপর আপনাকে একটি সারভার সিলেক্ট করে সিকিউরিটি কোড টি দিতে হবে!{সিকিউরিটি কোড টি বেশ ছোট তাই জুম করে নিবেন}
৪.তারপর হটফাইলের লিঙ্কটি দিয়ে দিবেন। নিছের চিত্রটি দেখুন-
৫. তারপর ডাউনলোড ইট বাটন এ ক্লিক করলে ফাইলটি হাই স্পিডে তাদের সারভারে ডাউনলোড হবে!
৬।Then তারা আপনাকে একটি লিঙ্ক দিবে সেখান থেকে ডাউনলোদ করে নিন! ব্যস খতম!
সমস্যাঃ
১.মাঝে মাঝে রিসাম সাপরট করে না!।
২.ইরর দেখায়
আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।
কাজ করে না।