আসসালামু অলাইকুম , আগের টিউনে কিছু ভিউয়ার টিউমেন্ট করেছেন দূরের কাউকে কিভাবে হ্যাক করা যায়।
তাই আমি এই টিউনটি করলাম।
আজকের কিলগার টির নাম Emissary Keylogger। হয়তো অনেকের নামটা নতুন লাগছে। এর আগে টেকটিউনস এ কি লগার নিয়া আলোচনা হইসে কিন্তু বেসির ভাগ ই reffect keylogger নিয়ে। তাই আমি এইবার নতুন কিছু দিলাম। এই কি লগার এর বিসয়ে এখনও কোন টিউন করে নি , কিন্তু করে থাকলে আমি দুঃখিত। আমি এমন টিউন দেখি নাই। তাই আমিও করলাম। ত শুরু করি আজকের টিউন। বেশি বক বক করলে আবার রাগ করবেন ( কি ইমো দিমু বুজলাম না ,তাই দেই নাই )
হুম শুরু করি,
আজকে যেইটা দিতাছি এটা দ্বারা একটি শক্তিশালী keylogger বলতে পারেন। ভিকটিমের পিসিতে একবার চালাতে পারলে ভিকটিম যা যা টাইপ করবে তা আপনার কাসে চলে আসবে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (৩০০কেবি) extract করলে ১ এমবি হবে।
এইটা দিয়ে ভাইরাস তৈরি করা হবে। তাই আন্টিভাইরাস এইটাকে ভাইরাস বলে ধরবে তাই download করার আগেই আপনার এন্টিভাইরাস ডিজেবল করে দিবেন। নয়ত ডাউনলোড করার আগেই ডিলিট করে দিব। (নোটঃ এন্টিভাইরাস ডিযেবল কেম্নে করে না জানলে একটু গুগল এ সার্চ দেন ,আমি অ্যাভাস্ট এর টা দিলাম ,কারন আমি এইটা use করি > প্রথমে অ্যাভাস্ট এর আইকন এ right ক্লিক করুন তারপর avast shild control থেকে disable until computer is restart এ ক্লিক দিন।তাহলে কম্পুতার বন্ধের আগ পর্যন্ত আর ব্লক করব না। পিসি restart দিয়ে এইটা নিয়ে কাজ করলে আবার উপরের মত কাজ করতে হইব। ) এইটা বাকি keyloggar থেকে সহজ তাই আসা করি on করলেই বুজবেন , তবু আপনাদের সুবিধার জন্য কিভাবে কি করতে হবে নিচে দিলাম ( স্লো স্পিড এর জন্য screenshot দিতা পারলাম না )
এখন নিচের স্টেপ গুলোর মত করুন
ভয় নেই হ্যাক হবেন না। প্রয়জনে একটা নতুন আইডি ওপেন করুন। এবার send test mail করুন। সব কিছু ঠিক থাকলে আপনার মেইল এ একটা টেস্ট মেইল যাবে। send interval এ আপনি কতক্ষণ পর পর ভিকটিম এর ইনফ পেতে চান সেই সময় টা দিন। 15 দিলেই ভাল হয়।
এবার option এর যান এবং add to start up এ টিক দিন। sarver name এ কি নাম দিতচান ভাইরাস টির টা দিন। বাকি গুলাতে কিছু করার দরকার নাই। চাইলে ওইগুলা দিয়া experiment করতে পারেন।
শেসে bind এ ক্লিক করন। জেই ফোল্ডার এ keyloggar টি extract করছেন ওঁই ফোল্ডার এ আপনি ভাইরাস টির জা নাম দিয়েছেলেন ওঁই ফাইল টি পাবেন এখন
কিজেন বা প্যাচের কথা বলে এইটা ভিকটিম এর কাছে পাঠিয়ে দিন। আপনাদের সুবিধার জন্য তাও একটা screenshot দিলাম। এই একটায় ই সব দেওওয়া আছে যে কথায় কি করতে হবে। বড় করে দেখতে picture এ ক্লিক করুন >
তাকে বলবেন এটা প্যাচ তাই এটা কম্পিউটারে ঢুককানোর আগে যেন সে এন্টিভাইরাস ডিজেবল করে দেয়। ভিকটিম ওপেন করলেই কেল্লাফতে। আপনার ইমেইল এ তার সব কিছু চলে আসবে। এখন কিছু কথা বলি। সময় না থাকলে পইরেন নাইঃ আমি ৮ এর ছাত্র।এইবার JSC দিব। তাই এই বসর বিজি। সাম্নের বসর আপনাদের জন্য অনেক কিছু দিব।
এইটা পর্ব ১। আপনাদের উৎসাহ পেলে আমি আরো বড় ও শক্তিশালী কিলগার শেয়ার করব। টিউনটি কেমন হইসে সবাই টিউমেন্ট করে জানাবেন কিন্তু। নাহলে রাগ করমু। আর কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন অথাবা ফেসবুক এ আমাকে মেসেজ দিতে পারেন।
( কেও আমারে হেল্প দিবেন ? ফেসবুক পেজ কিভাবে verify করে মানে পেজ এর নামের পড়ে কিভাবে টিক চিন্নহ আনে এইটার একটা বাংলা Tutorial দিবেন? তাহলে খুব উপকৃত হতাম) চাইলে আমার হ্যাকিং সাইট থেকে ঢু মেরে আসতে পারেন। আমার সাইট >
Click HERE
আমি জিসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 532 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাহ বেশ ভালো লিখেছো আমি এবার এসএসসি দিলাম।