অন্যের কম্পিউটার হ্যাক করার মজাই আলাদা। হ্যাকিং কথাটির অর্থ হল বিনা অনুমতিতে ব্যবহার। এসব ক্ষেত্রে বন্ধুদের কম্পিউটার হ্যাক করতে বেশি ভালো লাগে। নিরাপত্তার জন্য আমরা সবাই আমাদের কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লক করে রাখি। এটা খুব কার্যকরী একটা প্রক্রিয়া। কম্পিউটার এর পাসওয়ার্ড হল অনেকটা বাড়ির দরজা জানালার মতো। বিনা অনুমতি তে কাউকে ঢুকতে দেয় না। অফিস-আদালত, স্কুল-কলেজে আমরা প্রায় এই সমস্যায় ভুগি। কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লক করা। ফলে কম্পিউটার গুলো ব্যবহার করা যায় না। আমার এই প্রক্রিয়ায় উইন্ডোজ এর পাসওয়ার্ড বাইপাস করে পিসি তে লগ ইন করতে পারবেন খুব সহজেই।
নিচের ডাউনলোড লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এর পর সফটওয়্যারটিকে সিডিতে বার্ন করান। আপনি চাইলে পেনড্রাইভএ ও সফটওয়্যারটিকে লোড করাতে পারেন। এর পরের কাজ খুব সহজ। কম্পিউটার এ সিডি প্রবেশ করিয়ে রি স্টার্ট দিন। বুট মেনু থেকে বুট ডিভাইস আপনার সিডি বা পেনড্রাইভ সিলেক্ট করে দিন।
সব কাজ শেষ। এবার বন্ধুদের কম্পিউটার হ্যাক করে তাক লাগিয়ে দিন। আর বন্ধুদের কাছে হয়ে যান হ্যাকিং মাস্টার।
ডাউনলোড লিঙ্ক "ডাউনলোড "
আশা করি, তেমন সমস্যা হবে না। ভালো লাগলে মতামত জানাতে ভুলবেন না। ডাউনলোড লিঙ্ক এ গেলেই সফটওয়্যার টি ডাউনলোড করতে পারবেন।
এই টিউন এর বিষয় বস্তু পূর্বে আমার এই ওয়েবসাইট এ পূর্বে প্রকাশিত হয়েছিল।
আমি ভাস্কর বনিক বনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি বিগত পাঁচ বছর যাবত এসইও এবং ওয়েব ডেভোলাপমেন্ট এর বিভিন্ন কাজ করেছি। টেকটিউনস একটি অসাধারন প্লাটফরম নিত্য নতুন কিছু জানার ও শিখার। আমি টেকটিউনস অনেক ভালবাসি।
অনেক সুন্দর @ কাজে আসবে।