[রেড এলার্টঃ এই সফটওয়্যারটি ভালো কাজে ব্যাবহার করা যায়। দয়া করে কেউ খারাপ কাজে ব্যাবহার করার চেষ্টা করবেন না। শুধু জানানোর জন্য আপনাদের সাথে সফটওয়্যারটি শেয়ার করছি।]
টেকটিউন্সে আমার তৃতীয় পোস্ট ছিল এই সফটওয়্যারটি নিয়ে কিন্তু সেটা ছিল পুরনো ভার্সন যেখানে অনেক কিছু ছিল না। এখন সেই সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন দিচ্ছি সাথে ব্যাবহারের নিয়ম। সফটওয়্যারটির নাম Total Spy 3.0!
পোস্ট শুরু করার আগে জ্ঞানী লোকদের উদ্দেশে একটু ভাষণ দেই 😛 বাঙালিকে যদি বলি ভাই এই কাজটা কইরেন না, তাহলে সেটা আরো বেশি করবে (আমি নিজেও) আর যদি বলি এটা করেন তাহলে বলবে আমি কি তোর চাকর?!? 😛 যারা মনে করছেন সফটওয়্যারটি শেয়ার করা ঠিক হচ্ছে না তাদেরকে বলছি, এটা থেকে বাচার উপায় এবং কিছু সাবধানতার কথা আমি বলে দেবো যেগুলো দিয়ে নিজেকে মন্দ লোকের হাত থেকে বাচাতে পারবেন। তাই দয়া করে মন্তব্যে এমন কিছু বলবেন না যেন পরের টিউন করতে গিয়ে আপনার নামটা আমার চোখে ভাসে।
প্রথম কাজ হল সফটওয়্যারটি ডাউনলোড করা। সাইজ মাত্র ৮৫৮ কেবি যেটা ডাউনলোড হতে ১-২ সেকেন্ড লাগতে পারে। নিচে অনেক গুলো লিঙ্ক দিলাম, আপনার ইচ্ছা মতো যেকোনো একটা থেকে ডাউনলোড করে নিন।
(লিঙ্ক নষ্ট হয়ে গেলে আমাকে ফেসবুক নক করুন)
Rar ফাইল থেকে বের করে সফটওয়্যারটি ইন্সটল দিন এবার রান না করে Patch ফাইলটা ওপেন করে সার্চে ক্লিক করে C:\Program Files\TSS Manager\tsmon.exe সিলেক্ট করে Patch it! এ ক্লিক করুন। ব্যাস, এবার স্টার্ট মেনু থেকে সফটওয়্যারটি রান করুন।
সফটওয়্যারটি কিভাবে কাজ করে এবং কিভাবে ইমেইলের মাধ্যমে তথ্য আনতে হয় জানতে এই ভিডিও টিউটরিয়ালটি দেখুন।
কিছু বিশেষ সুবিধার আছে যে কারনে সফটটি একটি আদর্শ স্পাই,
হট-কি ভুলে গেলে সফটওয়্যারটি ক্লোজ করার জন্য Task Manager থেকে Processes ট্যাবে যান, তারপর tsman.exe তে ক্লিক করে End Process এ ক্লিক করেন। আপনার যদি সন্দেহ হয় কারো কম্পিউটারে স্পাই আছে তাহলে এই পদ্ধতিতে সেটা বন্ধ করে দিতে পারবেন।
আমি খুব ভয় পাচ্ছি, কে জানি কি বলে ফেলে মন্তব্যে! 😀 যাই হোক, সফটওয়্যারটি ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন আর ভালো না লাগলে, আমাকে প্যারাসুট ছাড়া হেলিকপ্টার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন! (বিঃ দ্রঃ হেলিকপ্টার ভাড়া আপনার 😛 😀 )
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
valo laglo