আজ অনেক দিন পর লিখছি । যাই হোক ।। ডস ( ডেনিয়াল অফ সার্ভিস ) অ্যাটাক সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন । তবুও ধারনা পরিষ্কার করার জন্য আমার এই পুরনো লেখাটি পড়তে পারেন ।
ডস অ্যাটাক বিভিন্ন ধরনের হয় । যেমন ;
এই অ্যাটাক এর মাধ্যমে যেকোনো সিস্টেম কে সাময়িক ভাবে অকেজো করে দেয়া যেতে পারে । এখানে অ্যাটাকার বারবার একই আইপি তে ডেটা পাঠাতে থাকে বা পিং করতে থাকে । উইন্ডোজ থেকে সাধারানত কম্যান্ড প্রম্পেট এর সাহায্যে এটি করা হয়ে থাকে । পিং অফ ডেথ এর মাধ্যমে ধিরে ধিরে যেকোনো সার্ভার কে অকেজো করে দেয়া সম্ভব । আবার এর সাহায্যে সার্ভার এর সংযুক্ত ওয়েবসাইট এ যারা প্রবেশ করতে চেষ্টা করেন তাদের সিস্টেম এও ডিডস করা সম্ভব ।
ssping হল এমন একটি টুল যার সাহায্যে যেকোনো বড় ডেটা কে ফ্রাগ্মেন্ট অবস্থায় টার্গেট সিস্টেম এ পাঠানো যায় . এটি ভিক্টিম সিস্টেম কে ফ্রিজকরে দেয় ।। এবং ক্রমেই পুনরায় আরও ডেটা পাঠানোর প্রচেস্টা চালায় ।
ল্যান্ড আ্যটাক হল এমন এক ধরনের ডস আ্যাটাক যেখানে আ্যাটাকার ভিকটিম কে ডেটা প্যাকেট পাঠায় ও তার সিস্টেম ক্র্যাশ করায় । এই আ্যটাক এর বিশেষত্ব হল আ্যাটাকার তার সিস্টেম আইপি ভিকটিম এর সিস্টেম আইপি এর সাথে মিলিয়ে নেয় । যার ফলে আইপি কনফ্লিক্ট হয় । যার ফলে সিস্টেম কনফিউজ হয়ে যায় বারবার নিজের আইপি কেই পিং করতে থাকে । এর ফলে লুপ বা চক্রকারে ভিকটিম এর সিস্টেম আক্ষরিক ভাবে নিজেকেই আঘাত করে যার পরিনতিতে এক সময় অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে .
cpuhog হল এমন একটি টুল যা টার্গেট সিস্টেম এর রিসোর্স কে ইউযার এর কাছে সিস্টেম কে অকেজো করে দেয়
এই পদ্ধতিতে আ্যাটাকার ভিকটিম এর সিস্টেম (বিশেষত উইন্ডোজ)এ নেটবায়োস নেইম সার্ভিস এ নাম বিমুক্তিকরন বার্তা পাঠায় । এবং সিস্টেমকে নিজের নেটবায়োস নামকে নেটওয়ার্ক কনফ্লিক্ট এ বাধ্য করে । যার ফলে সেটি আর ব্যবহার সম্ভব হয়না । এটি ভিকটিম কে নেটবায়োস নেটওয়ার্ক এ অংশগ্রহন এ বাধা দেয় । এবং স্বাভাবিকভাবে সেই সিস্টেমে নেটওয়ার্ক ডস তৈরি করে ।
আপনারা যারা নেটওয়ার্কিং সমপর্কে ধারনা রাখেন তারা জানেন নেটওয়ার্ক বিভিন্ন প্রক্রিয়া (টপোলজি) মেনে চলে যেমনঃ মেশ , হাইব্রিড,ট্রি......ইত্যাদি । এখানে নোড বলে একটি পয়েন্ট থাকে যেখানে ইউযারদের কানেকশান যুক্ত হয়।
NBName এমন এক টুল যা পুরো ল্যান কে অকার্যকর করে দিতে পারে । নেটবায়োস নেটওয়ার্ক এ যেসকল নোড এই টুল দ্বারা আক্রান্ত হয় সেই নোড এর সিস্টেমগুলো মনে করে তাদের নাম ইতিমধ্যে অন্য সিস্টেম ব্যবহার করছে ।
তাহলে আজ এই পর্যন্তই ... ../..!
আমি আলব্যাট আইন্সটাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যাপারটা কিভাবে ঘটে তা ব্যাখ্যা করা প্রয়োজন বলে মনে হয়। এবং কমান্ড গুলোর নমুনা ও কিভাবে কাজ করে সেটাও জানা যেত।