ফেইসবুক পেইজের এডমিন কে জানতে চান ?

দেড় মাস পরে আবার লিখতে বসেছি। গত লিখায় বলেছিলাম ফেইসবুক পেইজের এডমিন জানার উপায় শেয়ার করব। একটু দেরি হয়ে গেল। গত লিখাটি (৩৬৫ দিনের বারের নাম বলার কৌশল)

ফেইসবুক পেইজের এডমিন আইডি বের করার বিষয়টি নিয়ে আমার আগ্রহের কমতি ছিল না। বিভিন্ন ওয়েব সাইট ঘাঁটাঘাঁটি করে কোন সল্যুশন পেলাম না। পরে টানা তিন ঘণ্টা চেষ্টা করে উপরোক্ত দুইটি পদ্ধতি আবিষ্কার করলাম। আর এখন আপনাদের মাঝে শেয়ার করছি। 🙂

আসুন কথা না বাড়িয়ে শুরু করি .................. 😯

একটি ফেইস বুক পেইজ দুইটি উপায়ে খোলা যায়। একটি হল সরাসরি ইমেইল ব্যবহার করে আর অন্যটি হল নিজের আইডি থেকে পেইজ খুলে। মনে করুন “আহমেদ কবির” নামের একজন তার পেইজ বুক আইডি থেকে একটি পেইজ খুলেছে  যার নাম “ফেইসবুক বার্তা”। আজকের এই পদ্ধতির মাধ্যমে আপনি এই ফেইসবুক বার্তা পেইজের এডমিন অর্থাৎ আহমেদ কবির কে বের করতে পারবেন। আমার আজকের এই পদ্ধতি শুধু মাত্র যারা নিজস্ব আইডি থেকে পেইজ খুলেছে সে সব পেইজের ক্ষেত্রে প্রযোজ্য। সরাসরি ইমেল আইডি ব্যবহার করে পেইজ খোলা হলে এই পদ্ধতির মাধ্যেমে সেই পেইজের এডমিনকে তা বের করা সম্ভব নয়।

প্রথমে জেনে নিন কিভাবে কোন ওয়েব সাইটের সাথে থাকা ফেইসবুক পেইজের এডমিন আইডি বের করবেনঃ

যদি কোন ওয়েব সাইটে facebook Like অপশনটি থাকে তাহলে সহজে ওই ওয়েব সাইট থেকে নিচের পদ্ধতি অবলম্বন করে সহজে ফেইসবুক পেইজের এডমিন কে জানতে পারবেন অথবা  পেজটি যদি কোন ওয়েব সাইট এর রেফারাল হয় তবে সে ওয়েব সাইটে গিয়ে পেইজ ফুল লোড হওয়ার পর Ctrl+U চাপুন। এর পর কোডিং যুক্ত যে পেজ টি ওপেন হলে সেটাতে Ctrl+F চেপে সার্চ বক্স ওপেন করুন। সার্চ বক্স এ meta property লিখে সার্চ দিন। দেখবেন meta property এর  পাশে meta content এ ফেইজবুক পেইজ ক্রিয়েটর এর আইডি দেখা যাচ্ছে। এবার  ঐ আইডি টি কপি করে এড্রেস বারে http://www.facebook.com/আইডি নাম্বার লিখে এন্টার দিন। তাহলে পেয়ে যাবেন ঐ ওয়েব সাইটের ফেইসবুক পেইজের এডমিন। তবে পেইজ বুক পেইজ টি যদি সরাসরি ইমেল আইডি দিয়ে খুলে তাহলে পাওয়া সম্ভব নয়।

এবার জেনে নিন সরাসরি ফেইসবুক থেকে কিভাবে এডমিন আইডি বের করবেনঃ

যে  ফেইসবুক পেইজের এডমিন বের করবেন তাকে একটা ম্যাসেজ দিন। হ্যা কেবল ম্যাসেজের উত্তর ফেলে  আপনি এডমিন আইডি পেতে পারেন। মনে করি পেইজের এডমিন আপনাকে রিপ্লাই করেছে। তাহলে ম্যাসেজে ক্লিক করুন। এর পর Ctrl+U চাপুন। নতুন পেজ এলে Ctrl+f চেপে সার্চ বক্স এ snippet_sender লিখুন। দেখবেন পেইজ এডমিনের আইডি নাম্বার দেখা যাচ্ছে ঠিক এরকম   snippet_sender":"fbid:100000034262013"

এবার আইডি কপি করে এড্রেস বারে http://www.facebook.com/(id) লিখে এন্টার দিন। যে আইডিটি আসবে সেটি হল ঐ পেজের এডমিন।

ব্যাস কাজ শেষ।

একটু লক্ষ্য করুণঃ টিপসটি বের করতে সময় লেগেছে তিন ঘণ্টা। আর আপনারদের জন্য সাজিয়ে লিখতে সময় লেগেছে আর এক ঘণ্টা। আর এই পরিশ্রমে সার্থকতা যখন আপনারা বিষয়টি উপলব্ধি করতে পারেন। আপনাদের মন্তব্য এবং পেইজে লাইক হল আমাদের একমাত্র অনুপ্রেরণা ।

আমাদের ফেইসবুক পেইজ

লিখাটি প্রথম প্রকাশ করা হয়েছে এখানে

TT তে করা আমার আর কিছু টিউন

ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।

Level 2

আমি মোঃ তারিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ!

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

thnx… 🙂

message এর reply না দিলে তো এডমিন কে পাউয়া কাবে না 🙁 ৮০% পেজের এডমিন message এর reply দেই না 🙁
ধন্যবাদ শেয়ার করার জন্য…।

    হ্যা ভাই। এখানেও একটা বিষয় আছে। এডমিন যদি নিজের আইডি থেকে পেইজ খুলে সেই ক্ষেত্রে আপনি এডমিন কে সেটা বের করতে পারবেন। অন্যথায় সম্ভব নয়। তবে ভাই এটাবা কম কিসের। আপনাকেও ধন্যবাদ।

যে আইডিটা দেয় সেটা নিজের আইডি নং, আর ফেইসবুক পেইজের এডমিনকে খুজে বার করা যদি এতই সোজা হত তাহলে সরকার প্রথমে শিবিরের পেজ বাঁশের কেলার এডমিনকে খুজে বার করে ইচ্ছে মত পেদাত।

    @সাখাওাত হুসেইন: বাঁশের কেল্লা পেজের এডমিনকে আইপি ট্রাক করে বের করা সহ অনেক উপায়ে ধরা যায়, কিন্তু বড় কথা হল একটা একটা করে এভাবে বাঁশের কেল্লার এডমিনকে ধরে বাঁশের কেল্লা বন্ধ করা সম্ভব নয়। কারণ একটা বন্ধ করলে আরো ৫টা পেইজ ওপেন করে কে বা করা । তাই এগুলো সরকার বন্ধ করে না। বিদ্র প্রথম যখন বাঁশের কেল্লা পেজ বন্ধ করেছিলো। পরের দিন একই নামে দুটো বাঁশের কেল্লা নামে নতুন পোজ খোলা হয়েছিলো।

    সাখাওয়াত ভাই, আমি বলিনাই যে, খুব সহজে বের করুন ফেইসবুক পেইজের এডমিন কে, আমি শুধু ফেইসবুক পেইজের এডমিন বের করার দুইটো উপায় শেয়ার করেছি মাত্র। আমার এই পোস্টটির উদ্দেশ্য হলঃ যে কোন পেইজের এডমিন যাতে নিজের বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে পারে। সহমত- মাহমুদ কলি।

    যারা যারা কমেন্ট করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।

আইডিয়া ভালো

সাখাওাত হুসেইন ভাই সরাবিশ্বে এত পেজ থাকতে বাশেরকেল্লা পেজের পিছনে লাগতে গেলেন ক্যান। ওদের অপরাধ তো ওরা সত্য প্রচার করে তাই না।

ভাই , এটা তো আমার নিজের একাউন্ট সো করছে । মানে এই আইডি লিখে এন্টার দিলে আমার নিজর প্রোফইলে নিয়ে যাচ্ছে ।

    @অরিন্দম পাল, snippet sender এ তিনটি আইডি শো করবে। একটি আপনার, অপরটি পেইজ এডমিনের এবং শেষটি পেইজ নেইমের। আগে ও বলেছি এখন ও বলছি, যদি সরাসরি ইমেল আইডি ব্যবহার করে পেইজ খুলা হয়, তাহলে সেই সব পেইজর এডমিন বের করা সম্ভব নয়। অতএব snippet sender এ যদি বার বার পেইজের নাম শো করে তাহলে বুঝতে হবে তা সরাসরি ইমেল আইডি ব্যবহার করে খুলা হয়েছে কোন personal আইডি থেকে পেইজ খুলা হয় নি। আশা করি বুঝতে পেরেছেন।

@মোঃ তারিফুল ইসলাম ভাই, আমার কথাটা কেউ বুঝলেননা। আমি প্রথম কমেন্টে বলেছি, (যে আইডিটা দেয় সেটা নিজের আইডি নং) মানে আমাকে যে আইডি নং টা দিচ্ছে সেটা দিয়ে সার্চ দিলে নিজের আইডি শো করে

@Sheikh Sarafat Hossain ভাই, আমি বাঁশেরকেল্লার পিসে লাগসি আপনারে কেডা কইল? ওরা সত্য কি অসত্য নিউজ দেয় সেইটা নিয়া কি আমি কিছু কইসি? আমি জাস্ট সরকারের কথা কইসি। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা বুঝেতে পেরেছেন যেনে খুশি হলাম 😀

রাজনীতি থেকে দুরে থাকেন এডমিনদের তখনি খুজবো যখন প্রয়োজন হবে

Level 0

Shoaibur Rahman ফেইসবুক পেইজের এডমিন কে জানতে চাই plz আমি অনাক চেষ্টা করছি কিন্তু পারি নি https://www.facebook.com/NISTROLL plz help