হ্যালো রিডার্স,
আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে শেল আপলোড করতে হয়। আজকে আপনাদের দেখাবো কিভাবে শেল আপলোড করা সাইট ডিফেস করতে হয়।
আর আজকেও আপনাদের জন্য থাকছে লাইভ সাইট এবং লাইভ শেল।
তো চলুন শুরু করা যাক।
প্রথমে শেল এ ঢুকা যাক: http://longfamilyrecipes.com/banners/1383996515_sss.php
এবার শেল এ ভালো করে লক্ষ করুন অথবা Ctrl+F দিয়ে public_html সার্চ করুন। এবার ওই ফোল্ডারে ক্লিক করুন। একটু ওয়েট করুন। লোড হওয়ার পরে index.php খুঁজুন। এবার দেখুন যদি পারমিশন গ্রীণ থাকে যেমন: -rw-r--r-- তাহলে E লেখাতে ক্লিক করুন। এবার দেখুন টেক্সট বক্স দেখতে পাচ্ছেন। এখানের কোডগুলো মুছে আপনার ডিফেস কোড পেস্ট করুন। এবার >> চিহ্নিত বাটনে ক্লিক করুন। বাস সাইটটি লোড করুন দেখুন আপনার ডিফেস শো করছে। 🙂
অধিকাংশ লিনাক্স সার্ভারে এইভাবে ডিফেস করা যাবে। যদি আপনি উইন্ডোজ সার্ভার পেয়ে থাকেন তবে কমেন্টে জানান। আমি চেষ্টা করব আরেকটি টিউটোরিয়াল পোস্ট করতে।
কোন সমস্যা হলে কমেন্টে জানান।
আগামী পর্বে শেয়ার করব কিভাবে সার্ভার সিমলিঙ্ক করতে হয়। (এটা বাংলায় আগে কখনও শেয়ার করা হয়নি)
আমার ছোট্ট সাইটটি ভিজিট করতে পারেন: http://zawad.ga
ধন্যবাদ।
আমি জাওয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি এবং কবিতা দুটোকেই ভালোবাসি!
Not Found
The requested URL /banners/1383996515_sss.php was not found on this server.
Apache/2.2.16 (Debian) Server at http://www.longfamilyrecipes.com Port 80
?????????????????/