ওয়েব হ্যাকিং [পর্ব-০৩] :: ওয়েব সাইট ডিফেসিং (লাইভ সাইট ও শেল)

হ্যালো রিডার্স,

আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে শেল আপলোড করতে হয়। আজকে আপনাদের দেখাবো কিভাবে শেল আপলোড করা সাইট ডিফেস করতে হয়।

আর আজকেও আপনাদের জন্য থাকছে লাইভ সাইট এবং লাইভ শেল।

তো চলুন শুরু করা যাক।

প্রথমে শেল এ ঢুকা যাক: http://longfamilyrecipes.com/banners/1383996515_sss.php

এবার শেল এ ভালো করে লক্ষ করুন অথবা Ctrl+F দিয়ে public_html সার্চ করুন। এবার ওই ফোল্ডারে ক্লিক করুন। একটু ওয়েট করুন। লোড হওয়ার পরে index.php খুঁজুন। এবার দেখুন যদি পারমিশন গ্রীণ থাকে যেমন: -rw-r--r-- তাহলে E লেখাতে ক্লিক করুন। এবার দেখুন টেক্সট বক্স দেখতে পাচ্ছেন। এখানের কোডগুলো মুছে আপনার ডিফেস কোড পেস্ট করুন। এবার >> চিহ্নিত বাটনে ক্লিক করুন। বাস সাইটটি লোড করুন দেখুন আপনার ডিফেস শো করছে। 🙂

অধিকাংশ লিনাক্স সার্ভারে এইভাবে ডিফেস করা যাবে। যদি আপনি উইন্ডোজ সার্ভার পেয়ে থাকেন তবে কমেন্টে জানান। আমি চেষ্টা করব আরেকটি টিউটোরিয়াল পোস্ট করতে।

কোন সমস্যা হলে কমেন্টে জানান।

আগামী পর্বে শেয়ার করব কিভাবে সার্ভার সিমলিঙ্ক করতে হয়। (এটা বাংলায় আগে কখনও শেয়ার করা হয়নি)

আমার ছোট্ট সাইটটি ভিজিট করতে পারেন: http://zawad.ga

ধন্যবাদ।

Level 0

আমি জাওয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি এবং কবিতা দুটোকেই ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Not Found

The requested URL /banners/1383996515_sss.php was not found on this server.
Apache/2.2.16 (Debian) Server at http://www.longfamilyrecipes.com Port 80
?????????????????/

    কেউ বোধহয় রিমোভ করে দিয়েছে।
    আপনি আমার শেল আপলোড এর পোস্ট টা দেখে আরেকটা শেল আপলোড করার চেষ্টা করেন।

@জাওয়াদ লিয়ন:
vai aponar sathe amar kichu kotha ase. apnar numberta diyen. amar mail [email protected]

    দু:খিত কারন আমি অমার নাম্বার দিতে পারছিনা। কিন্তু আপনি আমার সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমি অপনাকে ইমেইল করেছি। জবাব দেন।

Level 0

জাওয়াদ ভাই হ্যাকিং করলে র‍্যাব পুলিশ দরতে পারবে না?

    ধরতে পারবে কিনা জানিনা। সেটা আপনার উপর নির্ভর করে। আমি শুধু নলেজ শেয়ার করছি। আর বাংলাদেশী সাইট হ্যাক না করলে ধরার প্রশ্ন আসে কোথা থেকে।

Level 0

ভাইজান আজ জেএসসি রেজাল্ট হল। আমাদের এখানে একজন জনৈক ব্যাক্তি মার্কসিট সহ রেজাল্ট পাবলিশ হয় সন্ধ্যায় কিন্তু সে সকাল থেকেই মার্কিসিট সহ কাস্টমারদের রেজাল্ট প্রিন্ট করে দিতে সক্ষম হয়। অনেক গুতাগুতি করেও তার পেট থেকে বোম ফাটানো গেল না। আপনি একটু গুতাগুতি করে দেখবেন কি মার্কসিট সহ যে কোন রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই পাওয়া সম্ভব কি না?

    @Hriday: আপনি কোন বোর্ড ? আর কোথায় থাকেন? আর রেজাল্ট আগে পাওয়া একভাবে সম্ভব।