সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। কিছু দিন ধরে শুধু Gtalk আর Yahoo নিয়েই লিখছি। আজকেও এই Gtalk নিয়েই লিখতে বসলাম। কেননা আমার আগের পোস্টগুলোতে এই বিষয়ে লিখার আগ্রহ পেয়েছি। যার কারণে আবার এই বিষয় নিয়ে লিখা। এখন প্রশ্ন আজকের বিষয় কী? শিরোনাম পড়ে কিছুই বুঝা যাচ্ছে না? একটু ভাবুন সব বুঝতে পারবেন।
আমার অন্য একটি টিউনে yahoo তে লুকিয়ে থাকা বন্দুদের খুজে বের করার অভিযানের কথা বলেছিলাম। আর আজকে Gtalk এ লুকিয়ে বন্দুদের খুজে বের করার অভিযান শুরু করলাম। আপনারা প্রায় সবাই জানেন যে, ইয়াহু এর মত Gtalk এ ও সহজেই সবার কাছ থেকে লুকিয়ে থাকা যায়। কিন্তু লুকিয়ে থাকা কী এত সহজ? না কাউকে মুখোশের আড়ালা লুকিয়ে থাকতে দেব না। এখন প্রশ্ন হল কিভাবে ঐ সব মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষদের খুজে বের করবেন?
Gtalk এ লুকিয়ে থাকা মানুষদের খুজে বের করার উপায়
আপনি চাইলে সহজের ঐ সব মানুষদের খুজে বের করতে পারেন। তার জন্য আপনাকে অল্প একটু কাজ করতে হবে। তবে বলে রাখি, RAB এ যেমন চোর ডাকাত দের খুজে বের করার অনেক নিয়ম রয়েছে তেমনি এই ক্ষত্রেও অনেক উপায় রয়েছে ঐ সব মানুষদের খুজে বের করার। আজকে শুধুমাত্র একটি নিয়ম নিয়ে আলোচনা করব।
Gtalk এ লুকিয়ে থাকা মানুষদের খুজে বের করার জন্য প্রথমে আপনার Gtalk সফটওয়্যারটি চালু করুন। এখন কোন এক অফলাইনে Status প্রর্দশিত ব্যাক্তির সাথে চ্যাট এর জন্য ঐ নামের উপর ক্লিক করুন। চ্যাট window ওপেন হয়েছে? হ্যা এবার Call লিখা বাটনটির পাশে যে Combo বক্স রয়েছে তাতে ক্লিক করুন এবং Go Off the record এ ক্লিক করুন। এবার ঐ ব্যাক্তিটিকে কোন কিছু লিখুন। যদি সে সত্যিই অফলাইন থাকা তাহলে error ম্যাসেজ প্রদর্শন করবে। আর যদি সে মুখোশের আড়ালে থাকে তাহলে ম্যাসজটি তার নিকট যাবে। আর এর মাধম্যেই আপনি বুঝে নিত পারবেন সে অফলাইনে আছে না মুখোশের আড়ালে রয়েছে। এই টিউনের প্রথম প্রকাশ দেখার জন্য এই লিংকে যান।
আশা করি টিউনটি ভাল লাগল। যদি এই টিউনের কোন বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনার সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
ভাল একটি তথ্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।