My Computer এর সিস্টেম প্রপার্টিজে যুক্ত করুন নিজস্ব তথ্যও ছবি

1

2

সাধারণ তথ্য যেমন এর নাম, আইডি, প্রসেসর, র্যাম, অপারেটিং সিস্টেম প্রভৃতি সম্পর্কে জানতে

হলে আমরা সিস্টেম প্রপার্টিজে (মাই কম্পিউটারে রাইট ক্লিক মেনু থেকে Properties > General বা

Control Panel > Properties) যাই। এই সিস্টেম প্রপার্টিজে ডিফল্টভাবে যেসব তথ্য দেওয়া থাকে,

সেই তথ্যগুলো খুব সহজেই পরিবর্তন করা যায়। শুধু তাই নয়, সেই সাথে এই সিস্টেম প্রপার্টিজে ইচ্ছেমতো অতিরিক্ত তথ্য, এমনকি ছবিও যোগ করা যায়।

তথ্য যোগ করার জন্য প্রথমে আপনাকে উইন্ডোজের অভ্যন্তরে সিস্টেম ফোল্ডারে (C:\WINDOWS\system) যেতে হবে। এখানে যদি OEMINFO.INI নামে একটা কনফিগারেশন সেটিংস ফাইল থাকে, তবে সেই ফাইলটা ওপেন করে নিম্নোক্তভাবে তা এডিট করতে হবে। আর যদি এই নামে কোন ফাইল না থাকে, তাহলে নতুন একটি নোটপ্যাড ফাইল ওপেন করে নিম্নোক্ত তথ্যগুলো লিখতে হবে :

[General]
Manufacturer=SM Tawhidul Islam Rajib
Model=Web Designer- Rajshahi
[Support Information]
Line1="Name: SM Tawhidul Islam Rajib"
Line2="Cellphone: 01915028477"

Line3=" mail: [email protected]"
Line4="web: http://www.ganwala.tk"

এখানে আপনি Manufacturer এবং Model এর সামনে এবং Line1, Line2 ইত্যাদিতে আপনার পছন্দমতো লেখা লিখতে পারেন।

[General] এর পরের দুই লাইন লেখার ফলে সিস্টেম প্রপার্টিজে কি পরিবর্তন এসেছে, সেটা দেখুন প্রথম স্ক্রীনশটে। আর [Support Information] এর পরের লাইনগুলোর জন্য কি পরিবর্তন এসেছে, সেটা দেখুন দ্বিতীয় স্ক্রীনশটে।

এ তো গেল তথ্য যোগ করার কথা। আপনি ইচ্ছে করলে এর সাথে আপনার ছবিও যোগ করতে পারেন (প্রথম স্ক্রীনশটের মতো)। এর জন্য আপনাকে কাঙ্খিত ছবিটাকে OEMLOGO.BMP নাম দিয়ে সিস্টেম ফোল্ডারে (C:\WINDOWS\system) স্থাপন করতে হবে। উল্লেখ্য ফাইলটা অবশ্যই বিটম্যাপ (.bmp) ফরম্যাটের হতে হবে এবং এর ডাইমেনশন 210 x 105 পিক্সেলের চেয়ে বড় হতে পারবে না। ডাইমেনশন যদি এরচেয়ে বেশি হয় তাহলে ছবিটা প্রদর্শিত হবে ঠিকই কিন্তু এর অতিরিক্ত অংশ কাটা পড়ে যাবে। আর বিটম্যাপ ছাড়া অন্য কোন ফরম্যাটের হলে ছবিটা দেখাই যাবে না। সবচেয়ে বড় কথা হল ছবিটা তখনই কাজ করবে, যখন সিস্টেম ফোল্ডারে OEMINFO.INI নামক ফাইলটা থাকবে।

http://www.ganwala.tk[ পোষ্টটি কেই আগে দিয়ে থাকলে বলবেন ]

Level 2

আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপাতত লেখার অপেক্ষায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice idea dear thanks a lot

    Level 2

    ধন্যুবাদ আপনাকে

জানতাম মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

    Level 2

    ধন্যবাদ

Level 0

smtir ভাই,এটা নিয়ে পৃবে টিউন হয়ে ছিল,আপনাকে ধন্যবাদ।

আমি এটি নিয় টিউন করেছিলাম but এই টিউনটিও খুব সুন্দর হয়েছে।

Level 2

আলমাস ভাই আপনি যদি বলেন তাহলে পোষ্টি কেটে দেই।

    কেন রে ভাইয়া?

    একটি টিউন একাধিক বার হওয়াটাই তো স্বাভাবিক। এতে কেন নিজেকে এত ছোট ভাবছেন ? আপনিতো এখন একজন টিউনার….

I know that.that a nice tunes.

ধন্যবাদ কাজে লাগবে।

Ami eta korte dekhechilam ekjon ke, je ekta zip file baniechhilo. ar seta ke khullei automatic ei information gulo palte jeto… (chhabi saho) ei poddhoti ta ki vabe kora jay..keu bolben please ?
Thanks,

[email protected]

অনেক ভালো হয়েছে !!

আমিও ভুলে গিয়েছিলাম আবার মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ,আগের বার ট্রাই করিনা এইবার করব তবে এই ট্রিক্স টা win7-এ কাজ করবে কিনা জানাইবেন।
এই ধরনের টিউন দুইটা হইছে তাই দুজনকেই ধন্যবাদ দিলাম,মাইক্রোহ্যাকার_আলমাস ও smtir ভাইকে।

Level 0

এটা নিয়ে আগেও আরো টিউন হয়েছিলো, তারপরেও ধন্যবাদ আপনাকে।

সুন্দর টিউন গানওলা ভাই খেক খেক !!!!

ধন্যবাদ 😉 😉 🙂

Level 0

ওয়াও মাইক্রো আলমাস খুব সুন্দর কথা বলেছেন। আপনার মত কিছু মানুষ দরকার এই টেকটিউনে। আর সুন্দর টিউন এটা, ধন্যবাদ টিউন করবার জন্য

vai amar pc hoyna keno ?????????????

আচাম 🙂 😀