আপনার ফেবু-টুইটার একাউন্ট হারাতে না চাইলে পরুন।
আজকে বিকালে ২ইটা পোস্ট দেয়া হয় যেখানে ফেবুতে-টুইটারের মাধমে অনলাইনে আয় করার।যারা যারা এই সাইটে জয়েন করেছেন তারা তারা-তারি আপনার টুইটার-ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করুন!!!আপনার একাউন্ট হয়ত হেক হয়ে গেসে।
এই সাইটে জয়েন করার সময় যারা ফেবু-টুইটারে লগিন করেসেন তাদের পাসওয়ার্ড হয়ত অন্য কারর জানা হয়ে গেসে। পিশিং হাকিং এর মাধমে!!!
আমি কয়দিন আগে একি সাইটে জয়েন করার সময় হঠাত দেখি যে এড্রেসবারে একটা নাম্বার।।পিশিং ফেক পেজে সাধারন্ত ররকম পাওয়া যায়।
ভুল ক্ষমা সুন্দর দৃস্তিতে দেখবেন।
বিঃদ্রঃ আমি জিজ্ঞাশায় আমার প্রশ্ন করসিলাম এখন কেও রেস্পন্স করেন নাই।পারলে আপনারা উত্তর দিয়েম।
ধন্যবাদ
আমি udashibalok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওই মিয়া ফাউল কথা বার্তা কোথা থেকে শিখেছেন? না জেনে না শুনে Account Hack হয়ে যাবে বলে বেড়ালে হবেনা। আমি নিজে এই Website থেকে ১৫ ইউরো তুলেছি Payza এর মাধ্যমে। আপনি প্রমান চাইলে আমি দিতে পারব…আপনার প্রমান থাকলে দেখান। আমি অনেক দিন ধরে এই Account এর সাথে কাজ করছি। আমার একটা Account ও এখনো হ্যাক হয় নাই।