আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারী হন তাহলে এখনই সাবধান হয়ে যান। কারন ইন্টারনেট এক্সপ্লোরার এর মাধ্যমে হ্যাক করা খুবই সহজ এই কথা জানিয়েছে মাইক্রোসফট।
তাদের মতেঃ Our investigation so far has shown that if a user is using a version of Internet Explorer that is not running in Protected Mode an attacker may be able to access files with an already known filename and location.”
সুতরাং হ্যাকারের জানা ফাইল সহজেই ইন্টারনেট এক্সপ্লোরার এর মাধ্যমে হ্যাক করা সম্ভব যদি ব্যবহারকারীর Protected Mood: Off থাকে।
শুধু ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের বলছি এখনই সাবধান!!!!
আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাহ্ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...
ধন্যবাদ জানা ছিলনা জানলাম।