শুরুতেই আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা ।
কিছু দিন ধরে ভাবছি যে উইন্ডোজ এর CMD এবং diskpart নিয়ে একটা ধারা বাহিক টিউন করি । তবে সময় করে উঠতে পারছিনা করন সামনে আমার SSC পরিক্ষা একটু বেশিই পড়ার চাপ ।
আজকের প্রসংগ “পরিবর্তন করুন যে কারো পিসির পাসওয়ার্ড ।” হ্যা আপনি তা করতে পারবেন তবে অবশ্য এই কাজ করার জন্যে পিসিটি ওপেন এবং আনলক থাকতে হবে । তা না হলে হবে না ।
পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্যে প্রথমে START menu তে জান তার পর সেখানে সার্চ বক্সে লিখুন CMD । এটি পাওয়ার পর এটির ওপর আপনার মাউস ্ এর ডান কিল্ক করুন তার পর Run as administrator এ ক্লিক করুন (“আপনি যদি XP ব্যবহার করেন তাহলে শুধু CMD টি ওপেন করলেই হবে”) ছবিটি দেখুন সেখানে আমার তৈরি রার পাসওয়ার্ড রিমুভ করার পদ্ধতি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি তবে এখনও আপলোড করিনি আজই করব সাথে রয়েছে আমার ব্যাচ ফাইলটি ।
দেখুন CMD ওপেন হয়েছে কিন্তু ইজার নেম দেখাচ্ছেনা । এবার ইউজার নেম বের করার পালা ।
CMD তে লিখুন echo %username% তারপর ইন্টার প্রেস করুন ।
দেখুন ইউজার নেম দেখাচ্ছা । নিচের ছবির মত ।
আমি অতি সংক্ষেপে শেষ করে দিচ্ছি । বিস্তারিত পাবেন আমার ধারা বাহিক টিউনটাতে ।
তার পর লিখুন net user %username% password এবার Enter চাপুন (“password এর জায়গাই আপনার পাসওয়ার্ড দিন”) দেখবেন কমান্ড কম্পিলিট দেখাচ্ছে ।
একটি ছবি এড করালাম ।
আজ এই পর্যন্তই আসছি নতুন টিউন নিয়ে খুবই তারাতারি ।।।
আমি bditblog.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.bditblog.com
ধন্যবাদ এটা কাজে লাগবে। তবে উইন্ডোজ সেভেনে Run as Administrator করেত হলে প্রথমে administrator একাউন্টটি active করতে হবে (সাধারনত ইনেক্টিভ থাকে)। একটিভ করার জন্য এই কমান্ড টি হবে: net user administrator active।