প্রতারণার নতুন কৌশল।নিজে বাঁচুন অন্যকে বাঁচান…………..

শুক্রবার রাত ২টা ৬ মিনিট। অচেনা বিদেশি নম্বর থেকে ফোন আসে একটি গ্রামীণফোন নম্বরে। ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। কয়েক সেকেন্ড পার হওয়ার পর ফোন কলটি কেটে যায়। ফোন নম্বরটি ছিল +২৪৩৮৯৬২৩৪০০৪।

একই ভাবে +২৪৩৮৯৬২৩৪০০৫ নম্বর থেকে শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে আরেকটি ফোন আসে এক সংবাদকর্মীর গ্রামীণফোন নম্বরে।

এর আগে +২৪৩৮১০৭৪৩০৪০ নম্বর থেকে মঙ্গলবার দুপুরে অন্য এক সংবাদকর্মীর গ্রামীণফোন নম্বরে আরেকটি ফোন আসে। এই ফোনটি এসেছিল দুপুর ১২টা ৪৯ মিনিটে। ফোন কলটি ধরার আগেই তা মিসড কল হয়ে যায়।

পরর্বতী সময়ে এই ফোন নম্বরগুলোর খোঁজ নিতে গিয়ে জানা গেছে প্রতারণার ভয়ংকর কিছু তথ্য। বিদেশি কিছু চক্র এই সব ফোনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মোবাইল ফোন গ্রাহকদের টাকা। এই ফোনগুলো ব্যবহার হয় কেবল টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্য।

অদ্ভুত এ নম্বর থেকে ফোন আসার পর যদি আপনি তাতে ফিরতি ফোন করেন তাহলেই সাথে সাথে আপনার মোবাইল থেকে ব্যালেন্স কেটে নেওয়া হবে। আপনার মোবাইল ফোনের অ্যাকাউন্টে থাকা টাকা চলে যাবে ওই জালিয়াত চক্রের কাছে অনায়াসেই।

এই চক্রগুলো টাকা হাতিয়ে নিতে সহজ কিছু কৌশল ব্যবহার করে ফোন করতে উদ্বুদ্ধ করে। যেমন এই নম্বার থেকে ফোন আসার পর যদি ফোনটি আপনি রিসিভ করতে না পারেন তাহলে স্বভাবতই তা মিসড কল তালিকায় উঠবে। পরে কৌতূহলে আপনি স্বাভাবিকভাবেই ফোন করবেন সেই নম্বরে। আর এতে করে মাত্র কয়েক সেকেন্ডেই উধাও হয়ে যাবে আপনার মোবাইল সবটুকু ব্যালেন্স।

আর ফোন রিসিভ করে যদি কোনো সাড়া শব্দ না পাওয়া যায়, কৌতূহল বশত ওই নম্বরে ফোন করবেন। তাতেও একইভাবে টাকা চলে যাবে এবং তা ট্রান্সফার হবে ওই চক্রটির অ্যাকাউন্টে। এছাড়াও বিভিন্ন তরুণ-তরুণীর ছবি ব্যবহার করে এই ধরনের স্ক্যামিং কলের ফাঁদ পাতা হয়।

+২৪৩ কোডের নম্বর দিয়ে আসা ফোন নম্বরটির খোঁজ নিতে গিয়ে জানা গেছে, এটি মূলত কঙ্গোর একটি কোড নম্বর। সেখান থেকেই আসে এই ফোন কলটি। এই কলকে ‘স্ক্যামিং কল’ হিসেবে উল্লেখ করা হয়। ইন্টারনেট দুনিয়াও এ ধরনের আরো স্ক্যামিং পদ্ধতি ছড়িয়ে রয়েছে।

বর্তমানে চেক প্রজাতন্ত্রে এ ধরনের ফোন স্ক্যামিং বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। সে দেশে +২৪৩ দিয়ে শুরু হওয়া নম্বর থেকে কল আসছে গ্রাহকদের কাছে। তারপর গ্রাহকরা সে সব নম্বরে কল ব্যাক করার পরই টের পাচ্ছেন যে, অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে!

এ ধরনের ফোন কল এখন বাংলাদেশেও নিয়মিত আসছে। আর বিষয়টি বেশির ভাগ মোবাইল ফোন ব্যবহারকারীদের অজানা থাকায় তারা ভুল করেই ফাঁদে পা দিয়ে হারাচ্ছেন মোবাইলের সব টাকা।

তথ্য সূত্র: ব্যক্তিগত দর্শন এবং সামাজিক মিডিয়।

Level 0

আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ

Level 0

ভাই আমি আমার গ্রামীণ বাংলালিঙ্ক দুই মোবাইলেই কল পাইসিলাম…………পরে ঘাটাঘাটি কইরা দেখলাম যে এটা কঙ্গোর নাম্বার………………কিন্তু এটা যে স্প্যাম কল ছিল তা জানতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারন অনেকেই ভাবতে পারে বিদেশ থেকে আপনজন কল করেসে…………তাই ব্যাক করতেও পারে…………সবাই সাবধান থাকবেন

Level 0

হে হে হে ভিটামিন সি হাজির। ভাইজান গতকাল আপনার সামহোয়্যারইনব্লগে যে উত্তরটা দিছিলাম এই পোষ্টের জন্য, তা আপনার মনঃপুত হয় নাই। তাই এখানেও আবার দিছেন। ধন্যবাদ সবাইকে সতর্ক করার জন্য। কিন্তু আমার কথা হইল আপনার মোবাইলের একাউন্টের টাকা কিভাবে কঙ্গোতে যায় একটু বিস্তারিত বলবেন কি? আপনি কি আপনার মোবাইল অপারটের কোম্পানির কাষ্টমার কেয়ারে কল দিছিলেন?
আমার তো মনে হয় আপনি গুজব ছড়াইতছেন। +দিয়ে শুরু করা যে কোন দেশের নাম্বারেই কল দিলে ব্যালন্সে ফকিন্নি হইয়া যায়।

Level 0

+243 এটা কঙ্গোর কোড……………তাছাড়া একইধরনের নাম্বার থেকে সবার কাছে কল আসে কিন্তু ব্যাক করলে কিছু বলে না…………রিসিভ করলেও কিছু বলে না…………এটা কি আপনার মনে খটকা লাগেনা? আমি এইটুকু অন্তত বুঝি যে কঙ্গোর মানুষ এত বড়োলোক হয়নাই যে দুনিয়ার সবাইরে আজাইরা কল দিবে। something is wrong in there………বিদ্রঃ উপরের দেওয়া নাম্বারের বাইরেও +২৪৩ দিএ শুরু করা আর নাম্বার থেকে কল আসছে। আমার মনে হয় এটা একটা সঙ্গবদ্ধ চক্র।

Level New

এই কোড দিয়ে আমার কাছেও কল এসেছিল।রিসিভ করেছিলাম কিন্তু কন কথায় বলেনি।

Level 0

এটা একটা সহজ ব্যাপার +243 কোড যুক্ত নাম্বার গুলোর সঙ্গে এক্সট্রা চার্য যুক্ত করা রয়েছে তাই কল ব্যাক করা মাত্র এমন ফি হচ্ছে যাতে করে আপনা ব্যালেন্স 0 হয়। অন্যদিকে আপনার ব্যালেন্স তার International ব্যালেন্সে এড হয়ে যাবে। পরবর্তিতে ভিওআইপি সার্ভিস প্রোভাইডার দের কাছ হতে ব্যালেন্স ক্যাস করে নেয় এই চক্রো

AY number a call back kora amar 30-40 takar moto gasa…………
ay number a sms korla O taka kata…………!!!

এই বিষয় নিয়ে আরও জানতে সামু তে রাগিব হাসানের পোষ্ট টি পড়তে পারেন ।

আমার আম্মুর মোবাইল থেকে প্রায় ৮২ টাকা গেছে। আম্মু কল ব্যাক করেছিল। সারে চার মিনিট পর কল কেটে যায় বেলেন্স শেষ হয়ে যাওয়ার পর।

vai shobar cmnt.gula porlam… kichu prosno jaglo mone.. asha kori ans pabo…

1.ami jodi bairer deshe.r numbr e call kori amar acunt.er tk katai tu savabik.. naki mobile oprtr.ra ay numbr.gulate call free dei?

2.এম.এইচ.রিয়াদ vai er ammur acunt. 0 hoyse 4mint.30sec por barer desher 1ta numbr.e call dile 4mint.30sec e 82tk kata ki osavabik?

3.shobar jodi niddisto 1ta time por call kete acunt. 0.00tk hoto tayle beparta bujha jeto. jemon 1mint call ta activ.thake ba 2mint.er por kete jai … karo 100tk thakle 0.00tk hoylo.. abar ekoy time e arek jon er 60tk gelo.. ekoy time e arekjon er 120tk gelo…? asha kori ans pabo

Level 0

ধন্যবাদ, সবাইকে সংবাদটা দেওয়ার জন্য।

Level 0

+2438962340146 নাম্বার থেকে কল এসেছিল কিন্তু রিসিভ করি নাই

Level 0

ভাই আমাকে বেটারা কালকে রাত ঠিক ২/২.৩০ সময় ফোন দিছিল, বেটাদের থেকে সবাই সাবধান থাকবেন, বলাত যায় না এই দেশে আবার কখন কি ঘটে যায়?