মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং:
বাংলাদেশে সাধারণত মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং তেমন প্রচলিত নয় এবং মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং করার মতন হ্যাকারও বাংলাদেশে তুলনা মূলক ভাবে কম। মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং একটি অত্যন্ত জনপ্রিয় হ্যাকিং কৌশল। এধরণের হ্যাকিং সফটওয়্যার বা হার্ডওয়্যার ডিভাইস এই দুইটি বিষয়ের উপর বেশি নির্ভর করে।
কোন একটি ডিভাইস সাধারণত যে উদ্দেশ্যে ব্যবহার করা হয় থাকে, তা সে উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য কোন অতিরিক্ত সুবিধা পাবার আশায় সফটওয়্যার বা হার্ডওয়্যারে পরিবর্তন এনে বাড়তি উপযোগ বা সুবিধা পাওয়াকে মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং বলে।
অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করে চলে। স্বাভাবিক কম্পিউটারের মতন অ্যান্ড্রয়েড ফোনেও প্রসেসর, রাম, রম এবং গ্রাফিস্ক মেমরি থাকে। বর্তমানে অ্যান্ড্রয়েড মোড বা অ্যান্ড্রয়েড ফোনের বহুবিধ ব্যবহার দেখা যায়। হ্যাকারও অ্যান্ড্রয়েড মোড করতে বেশ উৎসাহী। অ্যান্ড্রয়েড মোড এর মধ্যে জনপ্রিয় একটি মোড হ্যাকিং হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি উইন্ডোজ ৯৫ ও উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করা। এক্ষেত্রে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানের (.apk) মাধ্যমে অপারেটিং সিস্টেম ইন্সটল করা রয়েছে এমন একটি ইমেজ ফাইল (img) পড়া হয়ে থাকে। যা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানের (.apk) মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে চালু হয়। তবে অপারেটিং সিস্টেম কেমন চলবে তা অ্যান্ড্রয়েড ফোনের প্রসেসর, রাম, রম এবং গ্রাফিস্ক মেমরির উপর নির্ভর করে।
নোট: এধরনের মোড করতে অ্যান্ড্রয়েড ফোনে রুট করার প্রয়োজন নেই। এটি একদমই নিরাপদ তাই অ্যান্ড্রয়েড ফোনে ক্ষতিগ্রস্ত হবার কোন সম্ভাবনা নেই এবং ওয়ারেন্টি বাতিল হবারও কোন সম্ভাবনা নেই।
অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ ৯৫ চালানোর জন্য প্রথমে এখান থেকে (SDLapp.apk) অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করতে হবে।
এরপর অ্যাপ্লিকেশানটি(SDLapp.apk) থেকে অপারেটিং সিস্টেম ইন্সটল করা রয়েছে এমন একটি ইমেজ ফাইল (img) পড়ার জন্য অ্যান্ড্রয়েড ফোনের মেমরি কার্ডে (SDCard) একটি SDL -নামে ফোল্ডার তৈরি করতে হবে এবং SDL ফোল্ডারের জন্য উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম ইন্সটল করা ইমেজ ফাইল ফরমেট (img) এবং প্রয়োজনীয় অন্যান্য ফাইল ডাউনলোড করে SDL ফোল্ডারে রেখে দিতে হবে। অতএব, মেমরি কার্ডে SDL ফোল্ডার তৈরি করে সেখানে উইন্ডোজ ৯৫ এর ইমেজ ফাইল ফরমেট সহ প্রয়োজনীয় ফাইল রাখতে হবে। সবশেষে অ্যাপ্লিকেশানটি(SDLapp.apk) চালু করলেই অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ ৯৫ চালু হয়ে যাবে।
এখান থেকে উইন্ডোজ ৯৫ চালানোর জন্য SDL ফোল্ডারের যাবতীয় ফাইল ডাউনলোড করতে পারেন।
অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ এক্সপি চালানোর জন্য প্রথমে এখান থেকে (BOCHS.apk) অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করতে হবে।
এরপর অ্যাপ্লিকেশানটি(BOCHS.apk) থেকে অপারেটিং সিস্টেম ইন্সটল করা রয়েছে এমন একটি ইমেজ ফাইল (img) পড়ার জন্য অ্যান্ড্রয়েড ফোনের মেমরি কার্ডে (SDCard) একটি SDL -নামে ফোল্ডার তৈরি করতে হবে এবং SDL ফোল্ডারের জন্য উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ইন্সটল করা ইমেজ ফাইল ফরমেট (img) এবং প্রয়োজনীয় অন্যান্য ফাইল ডাউনলোড করে SDL ফোল্ডারে রেখে দিতে হবে। অতএব, মেমরি কার্ডে SDL ফোল্ডার তৈরি করে সেখানে উইন্ডোজ এক্সপি এর ইমেজ ফাইল ফরমেট সহ প্রয়োজনীয় ফাইল রাখতে হবে। সবশেষে অ্যাপ্লিকেশানটি (BOCHS.apk) চালু করলেই অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ এক্সপি চালু হয়ে যাবে।
এখান থেকে উইন্ডোজ এক্সপি চালানোর জন্য SDL ফোল্ডারের যাবতীয় ফাইল ডাউনলোড করতে পারেন।
Windows-XP OS For Android – Part01
Windows-XP OS For Android – Part02
নোট: উইন্ডোজ এক্সপি এর ইমেজ ফাইল ফরমেট প্রায় ৪০০মেগাবাইট। তাই সুবিধার জন্য এটি দুটি অংশে ভাগ করে দেয়া হলো। ফাইল দুটি ডাউনলোড করে একই ফোল্ডারে রেখে এক্সট্রাক্ট করতে হবে।
নতুন সব অ্যান্ড্রয়েড মোড সম্পর্কে আরও জানতে ও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক করতে পারেন...
সৌজন্যে
আমি Aluminium Security। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন!! উইন্ডোজের সব সফট চলবে?