অ্যান্ড্রয়েড মোড [পর্ব-০১] :: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি উইন্ডোজ ৯৫ ও উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করা | Aluminium Security

অ্যান্ড্রয়েড মোড

মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং:

বাংলাদেশে সাধারণত মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং তেমন প্রচলিত নয় এবং মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং করার মতন হ্যাকারও বাংলাদেশে তুলনা মূলক ভাবে কম। মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং একটি অত্যন্ত জনপ্রিয় হ্যাকিং কৌশল। এধরণের হ্যাকিং সফটওয়্যার বা হার্ডওয়্যার ডিভাইস এই দুইটি বিষয়ের উপর বেশি নির্ভর করে।

কোন একটি ডিভাইস সাধারণত যে উদ্দেশ্যে ব্যবহার করা হয় থাকে, তা সে উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য কোন অতিরিক্ত সুবিধা পাবার আশায় সফটওয়্যার বা হার্ডওয়্যারে পরিবর্তন এনে বাড়তি উপযোগ বা সুবিধা পাওয়াকে মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং বলে।

অ্যান্ড্রয়েড মোড:

অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করে চলে। স্বাভাবিক কম্পিউটারের মতন অ্যান্ড্রয়েড ফোনেও প্রসেসর, রাম, রম এবং গ্রাফিস্ক মেমরি থাকে। বর্তমানে অ্যান্ড্রয়েড মোড বা অ্যান্ড্রয়েড ফোনের বহুবিধ ব্যবহার দেখা যায়। হ্যাকারও অ্যান্ড্রয়েড মোড করতে বেশ উৎসাহী। অ্যান্ড্রয়েড মোড এর মধ্যে জনপ্রিয় একটি মোড হ্যাকিং হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি উইন্ডোজ ৯৫ ও উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করা। এক্ষেত্রে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানের (.apk) মাধ্যমে অপারেটিং সিস্টেম ইন্সটল করা রয়েছে এমন একটি ইমেজ ফাইল (img) পড়া হয়ে থাকে। যা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানের (.apk) মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে চালু হয়। তবে অপারেটিং সিস্টেম কেমন চলবে তা অ্যান্ড্রয়েড ফোনের প্রসেসর, রাম, রম এবং গ্রাফিস্ক মেমরির উপর নির্ভর করে।

নোট: এধরনের মোড করতে অ্যান্ড্রয়েড ফোনে রুট করার প্রয়োজন নেই। এটি একদমই নিরাপদ  তাই অ্যান্ড্রয়েড ফোনে ক্ষতিগ্রস্ত হবার কোন সম্ভাবনা নেই এবং ওয়ারেন্টি বাতিল হবারও কোন সম্ভাবনা নেই।

অ্যান্ড্রয়েড মোড উইন্ডোজ ৯৫:

SLDapp.apk অ্যাপ্লিকেশান

অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ ৯৫ চালানোর জন্য প্রথমে এখান থেকে (SDLapp.apk) অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করতে হবে।

SLD ফোল্ডার

এরপর অ্যাপ্লিকেশানটি(SDLapp.apk) থেকে অপারেটিং সিস্টেম ইন্সটল করা রয়েছে এমন একটি ইমেজ ফাইল (img) পড়ার জন্য অ্যান্ড্রয়েড ফোনের মেমরি কার্ডে (SDCard) একটি SDL -নামে ফোল্ডার তৈরি করতে হবে এবং SDL ফোল্ডারের জন্য উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম ইন্সটল করা ইমেজ ফাইল ফরমেট (img) এবং প্রয়োজনীয় অন্যান্য ফাইল ডাউনলোড করে SDL ফোল্ডারে রেখে দিতে হবে। অতএব, মেমরি কার্ডে SDL ফোল্ডার তৈরি করে সেখানে উইন্ডোজ ৯৫ এর ইমেজ ফাইল ফরমেট সহ প্রয়োজনীয় ফাইল রাখতে হবে। সবশেষে অ্যাপ্লিকেশানটি(SDLapp.apk) চালু করলেই অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ ৯৫ চালু হয়ে যাবে।

 এখান থেকে উইন্ডোজ ৯৫ চালানোর জন্য SDL ফোল্ডারের যাবতীয় ফাইল ডাউনলোড করতে পারেন।

উইন্ডোজ ৯৫ | Aluminium Security –এর ল্যাব

ছবি: উইন্ডোজ ৯৫ বুট স্ক্রিন | Aluminium Security –এর ল্যাব। উইন্ডোজ ৯৫ বুট স্ক্রিন এ থেমে গেলে ভলিউম বাটনের নিচের বাটন (-) চাপুন। ছবি: উইন্ডোজ ৯৫ বুট স্ক্রিন | Aluminium Security –এর ল্যাব। ছবি: উইন্ডোজ ৯৫ ডেক্সটপ | Aluminium Security –এর ল্যাব। ছবি: উইন্ডোজ ৯৫ প্রোগ্রাম ফাইল | Aluminium Security –এর ল্যাব। ছবি: উইন্ডোজ ৯৫ ইন্টারনেট এক্সপ্লোরার | Aluminium Security –এর ল্যাব। ছবি: উইন্ডোজ ৯৫ | Aluminium Security –এর ল্যাব।

অ্যান্ড্রয়েড মোড: উইন্ডোজ এক্সপি:

BOCHS.apk অ্যাপ্লিকেশান

অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ এক্সপি চালানোর জন্য প্রথমে এখান থেকে (BOCHS.apk) অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করতে হবে।

SLD ফোল্ডার

এরপর অ্যাপ্লিকেশানটি(BOCHS.apk) থেকে অপারেটিং সিস্টেম ইন্সটল করা রয়েছে এমন একটি ইমেজ ফাইল (img) পড়ার জন্য অ্যান্ড্রয়েড ফোনের মেমরি কার্ডে (SDCard) একটি SDL -নামে ফোল্ডার তৈরি করতে হবে এবং SDL ফোল্ডারের জন্য উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ইন্সটল করা ইমেজ ফাইল ফরমেট (img) এবং প্রয়োজনীয় অন্যান্য ফাইল ডাউনলোড করে SDL ফোল্ডারে রেখে দিতে হবে। অতএব, মেমরি কার্ডে SDL ফোল্ডার তৈরি করে সেখানে উইন্ডোজ এক্সপি এর ইমেজ ফাইল ফরমেট সহ প্রয়োজনীয় ফাইল রাখতে হবে। সবশেষে অ্যাপ্লিকেশানটি (BOCHS.apk) চালু করলেই অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ এক্সপি চালু হয়ে যাবে।

এখান থেকে উইন্ডোজ এক্সপি চালানোর জন্য SDL ফোল্ডারের যাবতীয় ফাইল ডাউনলোড করতে পারেন।

Windows-XP OS For Android – Part01

Windows-XP OS For Android – Part02

নোট: উইন্ডোজ এক্সপি এর ইমেজ ফাইল ফরমেট প্রায় ৪০০মেগাবাইট। তাই সুবিধার জন্য এটি দুটি অংশে ভাগ করে দেয়া হলো। ফাইল দুটি ডাউনলোড করে একই ফোল্ডারে রেখে এক্সট্রাক্ট করতে হবে।

উইন্ডোজ এক্সপি | Aluminium Security –এর ল্যাব

ছবি: উইন্ডোজ এক্সপি সেভ মুড স্ক্রিন | Aluminium Security –এর ল্যাব। ছবি: উইন্ডোজ এক্সপি লোডিং স্ক্রিন | Aluminium Security –এর ল্যাব। ছবি: উইন্ডোজ এক্সপি স্টার্ট স্ক্রিন | Aluminium Security –এর ল্যাব। ছবি: উইন্ডোজ এক্সপি ওয়েলকাম স্ক্রিন | Aluminium Security –এর ল্যাব। ছবি: উইন্ডোজ এক্সপি গ্রাফিস্ক লোডিং স্ক্রিন | Aluminium Security –এর ল্যাব। ছবি: উইন্ডোজ এক্সপি ডেক্সটপ | Aluminium Security –এর ল্যাব। ছবি: উইন্ডোজ এক্সপি | Aluminium Security –এর ল্যাব।

নতুন সব অ্যান্ড্রয়েড মোড সম্পর্কে আরও জানতে ও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক করতে পারেন...

সৌজন্যে

Aluminium Security

Level 0

আমি Aluminium Security। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন!! উইন্ডোজের সব সফট চলবে?

    @BotMaster H. WK: আশা করা যায়। তবে বিষয়টি আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতির উপর নির্ভর করবে। ধন্যবাদ।

প্রিয় ( স্যার :P) টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

XP এর ইমেজ ডাউনলোড দিলাম ! দেখা যাক কি হয় 🙂
আর কষ্ট করে এত্ত বড় ফাইল আপলোডের জন্য ধইন্যা 😀

ভাই চরম জিনিস দিসেন । আপনাকে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছিনা ।:D

আবার এন্ড্রয়েড এ ব্যাক করতে চাইলে করা যাবে?

    @BotMaster H. WK: এধরনের মোড করতে অ্যান্ড্রয়েড ফোনে রুট করার প্রয়োজন নেই। এটি একদমই নিরাপদ তাই অ্যান্ড্রয়েড ফোনে ক্ষতিগ্রস্ত হবার কোন সম্ভাবনা নেই এবং ওয়ারেন্টি বাতিল হবারও কোন সম্ভাবনা নেই।
    আবার অ্যান্ড্রয়েড এ ব্যাক করতে চাইলে কেবল মাত্র ফোনের ব্যাক বাটনে চাপতে হবে। ধন্যবাদ।

প্লিজ ভাই উইন্ডোজ এক্সপি এর SDL ফাইল গুলি ডাউনলোড করতে পারছিনা যদি কষ্ট করে আবার একটু আপলোড করে দিতেন আর আমার কাছে উইন্ডোজ এক্সপির IMG ফাইল আছে ওইটা দিয়া কি হবে নাকি আপনার দেয়া ৪০০ মেগাবাইট এর IMG ফাইলটি ডাউনলোড করতে হবে ? প্লিজ প্লিজ প্লিজ হেল্প ভাই ।

    @Md Al-amin Khan: ধন্যবাদ। উইন্ডোজ এক্সপির IMG ফাইল মোট 1.5 GB এখানে এটি ছোট করে 400 MB করা হয়েছে। আপনার নিকট যেহেতু উইন্ডোজ এক্সপির IMG ফাইল আছে তাই আপনি এখন থেকে উইন্ডোজ এক্সপির IMG ফাইল ছাড়া অন্য ফাইলগুলো ডাউনলোড করতে পারেন।

    http://www50.zippyshare.com/v/63199724/file.html

ভাই মোবাইলের র্র্যাম, রম, প্রসেসর, গ্রাফিক্স নূন্যতম কতটুক হলে windows টা ভালভাবে চলবে…?
windows version কত পর্যন্ত ব্যবহার করে যাবে ?
XP এর জন্য কি এই ৪০০ মেগাবাইটের IMG লাগবে নাকি যেকোন xp এর disc হলেই হবে ?
দয়াকরে জানাবেন…
ধন্যবাদ…
🙂

    @Dew Oof Dark: উইন্ডোজ এক্সপি কতটুকু ভাল মতন চলবে তা আপনার র্র্যাম, রম, প্রসেসর এবং গ্রাফিক্স এর উপর নির্ভর করবে। আমাদের মতে এমন হলে উইন্ডোজ এক্সপি ভাল মতন চলবে, আশা করা যায়।

    Processor: 1.2 – 1.5 GHz
    RAM: 1 GB
    ROM: 2 GB
    Grp: 512 MB

    # উইন্ডোজ এক্সপির IMG ফাইল মোট 1.5 GB এখানে এটি ছোট করে 400 MB করা হয়েছে। উইন্ডোজ এক্সপি ইন্সটল করা IMG ফাইল লাগবে। ধন্যবাদ।

ভাই আমি এক্সপি চালালে কি পোটেবল সফট গুলো বাহারর করতে পারবো??
আমার ফোন রুট করা। অার আমি কি orbotদিয়ে ফ্রি নেট use করতে পারবো??

    @Mehedi Hasan: পোটেবল সফট গুলো ব্যবহার করাটা আপনার ফোনের উপর নির্ভর করবে। আশা করি ব্যবহার করা যাবে। দুঃখিত! ফ্রি নেট বিষয়টি সম্পর্কে আমাদের জানা নেই। ধন্যবাদ।

Level 0

প্রথমেই টিউনের জন্য আপনাকে ধন্যবাদ।কিন্তু লিঙ্কটি রিজিউম সাপোট করেনা তাই ডাউনলোডে সমস্যা করছে।putlocker / mediafire আপলোড করলে সুবিধা হত।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি টিউন করার জন্য

@Aluminium Securityআরে ভাই আমি তো আপনাকেই খুঁজছিলাম…অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন মোড কীভাবে ব্যবহার করা যায় বা কাস্টম রম কীভাবে নিরাপদে চালানো যায় এসব ব্যাপারে টিউন করবেন বলে অপেক্ষায় রইলাম। xda developer forum এ কাস্টম রম/মোড নিয়ে অনেক পোস্ট পড়েছি কিন্তু ওসব ঠিকভাবে বুঝিওনি আবার ওগুলো অ্যাপ্লাই করার সাহসও করে ওঠতে পারিনি।

    @tech hunter: ধন্যবাদ। আমরা অবশ্যই চেষ্টা করবো। Xda Developers -এর সাথে আমাদের কোন প্রকার যোগাযোগ নেই। Aluminium Security Lab -এ যে ধরনের মোড তৈরি করা হবে সে গুলো আপনাদের সাথে সহজ ভাবে শেয়ার করা হবে।

Level 2

NT কার্নেল লোড হবে মোবাইলে? হাঁসা কইতাসেন? নাকি Linux কার্নেল? আর Windows 95 এ টাচ সাপোর্ট কিভাবে আনলেন? আমার Android থাকলে ট্রাই দিতাম,

জটিল ধন্যবাদ

Level 2

plz windows xp টা কোন রিজুমএবল সাইট আ আপলোড করে দেন।

আলমাস ভাই আমার ফোনে BOCHS এ্যাপ্লিকেশনটি ইন্সটল করেছি কিন্তু রান হয় না। আমার ফোন স্যামসাং গ্যালাক্সি নোট N7000, RAM 1GB, processor dual core 1.40, OS android 4.1.2 আর ভাই আমি উইনডোজ৮ ব্যবহার করি যদি এটির ইমেজ ব্যকআপ নেই তবে কি কাজ করবে? Please Help

কাজ হইছে কিন্তু অনেক স্লু এবং এক্সট্রানাল মাউস লাগাইলে মাউস পয়েন্টার দুইটা আসে কিন্তু এক্সট্রানাল মাউস কাজ করে না।

Level 0

vai aita diya ki net use kora jabe…plz bolben

95 তো চালাইলাম কিন্তু বড় ট্যাবলেট ছাড়া চালিয়ে মজা নাই 🙁 ধন্যবাদ টিউনের জন্য 🙂

Find out your lost or missing windowsphone
In the modern age there are more security but most ways to brake it.Mobile phone is a part and parcel of our life.Mobile phone company give so much security but it can’t stop stealing your phone or missing your phone.Your mobile contains your personal data. If you lost your phone it can be harmful for you.
There is a simple way to find out your lost or missing windowsphone.Thanks Microsoft for this service.
To find out your phone map location
*Open a web browser in your computer then go to the official website of windowsphone http://www.windowsphone.com. To continue reading http://itsegment.net/2991

resume able site plz..

আমার Walton Primo N1 এ Windows XP চালাইলাম খুবই স্লো… 🙁 Desktop Screen আসতেই প্রায় ৩০ মিনিট লাগসে। তবে যাই হোক ব্যাপারটা আমার কাছে নতুন তাই খুব মজা পাইলাম।
অসংখ্য ধন্যবাদ…

!!!!!!! জানতে চাই !!!!!
এন্ড্রয়েড মোবাইল বা ট্যাবলেটে কি ব্রডব্যান্ড কানেকশন কি ব্যাবহার করা যায়? মানে কম্পিউটার এর পিছনে RJ port লাগিয়ে যে ইন্টারনেট ব্যাবহার করা হয় সেই RJ port কি Android Tablet এ কি ব্যাবহার করা যায়? Tab টা যদি OTG সাপোর্ট হয়। যেহেতু OTG supported TAB এ কিবোর্ড, মাউস ব্যাবহার করা যায়। প্লিজ কারো জানা থাকলে সাহায্য করুন 01925405151

Level 0

ভাই ফাইল ডিলিট হয়ে গেসে। দয়া করে আবার আপলোড দিবেন কি? প্লিজ একটু কস্ট করে আপলোড দেন না ভাই।

ভাই আজকাল মোবাইল হোক কিংবা পিসিই হোক। Windows 95, Windows XP কে চালায়? সবাই এখন Windows 7 থেকে শুরু করে 8, 8.1 এবং Windows 10 চালাচ্ছে। তাই Aluminum Security কে বলব please কম করে হলেও অন্ততপক্ষে Windows 7 টা দিন। ধন্যবাদ

খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।